এসএসসি ২০২২ ব্যবহারিক পরিক্ষার সিলেবাস নম্বর বন্টন ও করণীয় | SSC 2022 Practical Syllabus

এসএসসি ২০২২ ব্যবহারিক সিলেবাস/নম্বর বন্টন/নির্দেশনা (SSC 2022 Practical Syllabus & Marks Distribution) খুঁজছেন? তাহলে এই পোস্টটি আপনার জন্যই সাজানো হয়েছে। ২০২২ সালের এসএসসি পরিক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ব্যবহারিক সিলেবাস/নম্বর বন্টন/নির্দেশনা নিয়ে আমাদের আজকের আয়োজন। ২০২২ সালের পরিক্ষার্থীদের ব্যবহারিক খাতা তৈরির লক্ষ্যে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত এবং কৃষিশিক্ষা বিষয়ের জন্য নিম্নোক্ত সিলেবাস অনুসরণ করতে হবে। প্রয়োজনীয় ব্যবহারিকের উপর ক্লিক করলে সংশ্লিষ্ট ব্যবহারিকটি কিভাবে খাতায় লিখতে হবে সে সম্পর্কিত পোস্টটি/নিবন্ধটি ওপেন হবে। নিবন্ধটি ভালো লাগলে বন্ধুদের শেয়ার করার অনুরোধ রইল।

এসএসসি ২০২২ ব্যবহারিক পরিক্ষার নম্বর বন্টন

ব্যবহারিক পরিক্ষা মোট ২৫ নম্বরের অনুষ্টিত হবে।

পরিক্ষণ: যেকোনো ১টি পরিক্ষণ সম্পন্ন করতে হবে: ১৫ নম্বর বরাদ্ধ

ব্যবহারিক খাতা: ৫ নম্বর বরাদ্ধ

মৌখিক পরিক্ষা: ৫ নম্বর বরাদ্ধ

এসএসসি ২০২২ ব্যবহারিক পরিক্ষায় করণীয়

শিক্ষার্থী অবশ্যই ব্যবহারিক খাতা তৈরি করে প্রবেশপত্র ও রেজি: কার্ড নিয়ে আসতে হবে। পরিক্ষায় হলে শিক্ষার্থীদের অবশ্যই যেকোন ১টি পরিক্ষণ (যেখানে নম্বর থাকবে ১৫) নিজে সম্পন্ন করতে হবে বিধায় শিক্ষার্থীদের অবশ্যই তত্ত্ব, কাজের ধারা, পর্যবেক্ষণ ও সন্নিবেশন, হিসাব, ফলাফল ও সতর্কতা প্রভৃতি ধাপসমূহ শিখে আসতে হবে। ব্যবহারিখ পরিক্ষার খাতা এইসকল ধাপসমূহ অবশ্যই না দেখে লিখতে হবে। তাছাড়া ভাইভা/মৌখিক পরিক্ষায় ভাল পারফমেন্স করতে পারলে ২৫ নম্বরের মধ্যে ভাল নম্বর পাওয়ার সম্ভাবনা প্রবল। কাজেই ২০২২ সালের এসএসসি সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে ছোট ছোট প্রশ্ন/সজ্ঞা/উদাহরণ/একক/মাত্রা প্রভৃতি ভাল করে পড়ে আসতে হবে।

এসএসসি ২০২২ ব্যবহারিক পরিক্ষার সিলেবাস তালিকা

এসএসসি ২০২২ কৃষিশিক্ষা ব্যবহারিক পরিক্ষার সিলেবাস

SSC 2022 Agriculture Practical Syllabus

১. বিভিন্ন প্রকার মাটির নমুনা সংগ্রহ ও শনাক্তকরণ। (কিভাবে লিখবেন?)
২. মাটির পাত্রে বীজ সংরক্ষণ।
৩. সাইলেজ তৈরির পদ্ধতি।
৪. বিভিন্ন ধরনের উদ্ভিদতাত্ত্বিক ও কৃষিতাত্ত্বিক বীজ শনাক্তকরণ (ধান, গম, মূলা, মরিচ ফসলের এবং আলু, আদা, গাঁধাফুল ও মেহেদির কান্ড)। (কিভাবে লিখবেন?)
৫. পুকুরের প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি নির্ণয়। (কিভাবে লিখবেন?)
৬. বিভিন্ন ফসলের উপকারী ও অপকারী পোকা সংগ্রহ ও শনাক্তকরণ।
৭. ঔষধি উদ্ভিদ সংগ্রহ ও শনাক্তকরণ।

আরো দেখুন: এসএসসি ব্যবহারিক পরিক্ষায় ভাল নম্বর পাওয়ার উপায়

এসএসসি ২০২২ পদার্থবিজ্ঞান ব্যবহারিক পরিক্ষার সিলেবাস

SSC 2022 Physics Practical Syllabus

১। স্লাইড ক্যালিপার্স দিয়ে কোনো কিছুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা মেপে তার আয়তন বের করা। (কিভাবে লিখবেন?)
২। স্ক্রুগজ দিয়ে বেলনাকার কোনাে বস্তুর ব্যাস ও দৈর্ঘ্য মেপে তার আয়তন বের করা। (কিভাবে লিখবেন?)
৩। ঢালু তলের উপর গড়াতে থাকা বস্তুর গড় দ্রুতি বের করা। (কিভাবে লিখবেন?)
৩। শিক্ষার্থীর শারীরিক ক্ষমতা বের করা। (কিভাবে লিখবেন?)
৪। কঠিন বস্তুর ঘনত্ব বের করা। (কিভাবে লিখবেন?)

এসএসসি ২০২২ রসায়ন ব্যবহারিক পরিক্ষার সিলেবাস

SSC 2022 Chemistry Practical Syllabus

১) বিভিন্ন তাপমাত্রায় কঠিন ও তরল পদার্থকণার ব্যাপন হার পরীক্ষা।
২) ধাতব কার্বনেট যৌগের সাথে লঘু এসিডের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস শনাক্তকরণ।
৩) সোডিয়াম ক্লোরাইড/ফেরাস সালফেট লবণের কেলাস গঠন।
৪) দ্রাব্যতা ও বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষার মাধ্যমে আয়নিক ও সমযোজী যৌগ শনাক্তকরণ।
৫) তুঁতের মধ্যে কেলাস পানির উপস্থিতি ও তার পরিমান প্রমাণ।
৬) কার্বনেট লবণের সঙ্গে পানি ও এসিড মিশ্রিত করে বিক্রিয়ার হার পরীক্ষা।

এসএসসি ২০২২ জীববিজ্ঞান ব্যবহারিক পরিক্ষার সিলেবাস

SSC 2022 Biology Practical Syllabus

১। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদকোষ (পেঁয়াজের কোষ) পর্যবেক্ষণ কর। (যেভাবে লিখবেন?)
২। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রাণিকোষ (অ্যামিবা) পর্যবেক্ষণ কর। (যেভাবে লিখবেন…)
৩। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর অপরিহার্যতার পরীক্ষা। (যেভাবে লিখবেন…)
৪। শ্বসন পক্রিয়ায় তাপ নির্গমনের পরীক্ষা। (যেভাবে লিখবেন…)
৫। কোষ থেকে কোষের অভিস্রবণের পরীক্ষণ। (যেভাবে লিখবেন…)
৬। উদ্ভিদের রস উত্তোলন পরীক্ষণ। (যেভাবে লিখবেন…)
৭। বিশ্রামরত ও শরীরচর্চার পর ৩ জন ব্যাক্তির পালসরেট ও রক্তচাপ নির্ণয়।
৮। আদর্শ ফলের বিভিন্ন স্তবক পর্যবেক্ষণ। (যেভাবে লিখবেন…)

এসএসসি ২০২২ উচ্চতর গণিত ব্যবহারিক পরিক্ষার সিলেবাস

SSC 2022 Higher Mathematics Practical Syllabus

১. পূর্ণসংখ্যা n এর জন্য (nπ/2‌‌±θ) কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় ; যেখানে 0 < θ < π/2 (কিভাবে লিখবেন?)
২. ফাংশনসমূহের লেখচিত্র ও বিপরীত ফাংশন নির্ণয়।
৩. সূচকীয়, লগারিদমীয় ও পরমমান ফাংশনসমূহের লেখচিত্র অঙ্কন ও বৈশিষ্ট্য নির্ণয়।
৪. বাহুর দৈর্ঘ্য ও বিন্দুপাতনের মাধ্যমে ত্রিভুজ অথবা চতুর্ভুজ সংক্রান্ত জ্যামিতিক অঙ্কন ও ক্ষেত্রফল নির্ণয়।

(Practical 4(A)-কিভাবে লিখবেন?)


শিক্ষামূলক সকল খবর সবার আগে পেতে চোখ রাখুন ShikkhaCare ওয়েবসাইটে।

শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে এখনই “E Shikkha” ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।

error: Content is protected !!