স্লাইড ক্যালিপার্স | ভৌতরাশি এবং পরিমাপ | পদার্থবিজ্ঞান ১ম অধ্যায়

স্লাইড ক্যালিপার্স | ভৌতরাশি এবং পরিমাপ | পদার্থবিজ্ঞান ১ম অধ্যায়

মিটার স্কেলের সাহায্যে বস্তুর সঠিক দৈর্ঘ্য পরিমাপ করা যায় না কেন?
স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেল কেন ব্যবহার করা হয়?
দৈর্ঘ্যের সূক্ষ ও নির্ভুল পরিমাপের জন্য কী ধরনের স্কেল ব্যবহার করা হয়? ব্যাখ্যা কর।

উত্তরঃ দৈর্ঘ্যের সূক্ষ ও নির্ভুল পরিমাপের জন্য ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়। সাধারণ মিটার স্কেল দিয়ে সকল দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করা যায় না। এ স্কেল দিয়ে মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ করা যায়। কিন্তু এর চেয়ে ছোট কোনো দৈর্ঘ্য পরিমাপ করা যায় না।

কারণ- সাধারণ স্কেলে পাশাপাশি দুটি দাগের মধ্যবর্তী দূরত্ব 1 মি.মি বা 0.1 সে.মি। তাই সাধারণ স্কেলের সাহায্যে আমরা সর্বোচ্চ মিলিমিটার পর্যন্ত পরিমাপ করতে পারি কিন্তু মিলিমিটারের ভগ্নাংশ পরিমাপ করা যায় না

অর্থ্যাৎ মিটার স্কেলের সাহায্যে 1 মি.মি বা 0.1 সে.মি এর কম দৈর্ঘ্য পরিমাপ করা যায় না মিলিমিটারের ভগ্নাংশ পরিমাপের ক্ষেত্রে স্লাইড ক্যালিপার্স ব্যবহৃত হয় এর দ্বারা 1 মিলিমিটারেরও কম দৈর্ঘ্য অত্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়

eshikkok
স্লাইড ক্যালিপার্স | ভৌতরাশি এবং পরিমাপ

✭স্লাইড ক্যালিপার্স কী?

উত্তর: স্লাইড ক্যালিপার্স এক প্রকারের পরিমাপক যন্ত্র যার সাহায্যে কোন বস্তুর দু প্রান্তের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে পরিমাপ করা যায়। এ যন্ত্রের সাহায্যে পরিমাপ করতে ভার্নিয়ার পদ্ধতি ব্যবহার করা হয় বলে অনেক সময় একে ভার্নিয়ার ক্যালিপার্সও বলা হয়ে থাকে।

আরো দেখুন:  মাত্রা সমীকরণ
 

শিক্ষার সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন ShikkhaCare ওয়েবসাইটে।

শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাই ভিজিট করুন “ই শিক্ষা” ইউটিউব চ্যানেল।

Leave a Comment

error: Content is protected !!