২০২২, ২০২৩ ও ২০২৪ সালের এসএসসি পরিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও। আজকে তোমাদের সাথে আলোচনা করা হবে কিভাবে তোমরা সর্বোচ্চ নম্বর ২৫ পেতে পারো! এসএসসি ব্যবহারিক পরিক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ার উপায়.. পোস্টটি তোমাদের ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল...
এসএসসি ব্যবহারিক পরিক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ার উপায়.. !!!
এসএসসি ব্যবহারিক পরিক্ষায় মূলত ৩টি অংশ থাকে। যথা- লিখিত, ব্যবহারিক খাতা উপস্থাপন এবং ভাইবা বা মোখিক পরিক্ষা। যেখানে লিখিত অংশে থাকে ১৫ নম্বর, ব্যবহারিক খাতায় ৫ নম্বর এবং মৌখিক পরিক্ষায় ৫ নম্বর। বিষয়ভেদে এ নম্বর বন্টন ভিন্ন হতে পারে। তবে যাই হোক না কেন- একজন শিক্ষার্থীদের ব্যবহারিক পরিক্ষায় ২৫ নম্বরের মধ্যে কত নম্বর প্রদান করা হবে তা নির্ভর করে মৌখিক পরিক্ষায় উপর। যদি একজন শিক্ষার্থী মৌখিক পরিক্ষায় ভাল করে তবে তাকে সর্বোচ্চ নম্বর প্রদান করা হয়। এজন্যই একজন শিক্ষার্থীকে মৌখিক পরিক্ষীকে অধিক গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। তাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় হবে কিভাবে তোমরা এসএসসি মৌখিক পরিক্ষায় ভাল করতে পারবে।
এসএসসি মৌখিক পরিক্ষায় (ব্যবহারিক) সর্বোচ্চ নম্বর পাওয়ার উপায়!!!
মৌখিক পরীক্ষার জন্য নিজেকে আগে থেকে প্রস্তুত রাখতে হবে। মৌখিক পরিক্ষায় ভাল নম্বর পাওয়ার ক্ষেত্রে তিনটি বিষয় গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে। নিচে এগুলি উল্লেখ করা হলো:
✈️ দৈহিক সাজসজ্জার প্রস্তুতি:
১. হালকা রঙের পরিষ্কার পোশাক পরিধান করা।
২. জামার বুকের বোতাম খোলা না রাখা।
৩. অশোভন কোনো কিছু পরিধান না করা।
৪. উগ্র সুবাসিত তেল ব্যবহার না করা।
৫. মাথার চুল সুন্দর পরিপাটি করে কাটা।
৬. মাথার চুল সুন্দর পরিপাটি করে কাটা।
৭. নিজ বিদ্যালয়ের স্কুল-ড্রেস পরিধান করে ব্যবহারিক পরিক্ষায় অংশগ্রহণ করতে হবে।
???? ভাইভা বোর্ডের পরিক্ষকের সামনে করণীয়:
১. কক্ষে ঢুকে পরীক্ষক/পরীক্ষকগণের সামনে দাঁড়িয়ে সালাম/আদাব/নমস্কার দিবে।
২. পরীক্ষক বসার অনুমতি দিলে নির্দিষ্ট স্থানে সোজা হয়ে বসবে।
৩. অনুমতি না পেলে কিছুক্ষণ পর বসার জন্য অনুমতি প্রার্থনা করতে হবে।
৪. বিনয় সহকারে প্রতিটি প্রশ্নের উত্তর দিবে।
৫. কোনো প্রশ্নের উত্তর না জানা থাকলে অযথা দেরী না করে পারছি না/ জানা নেই বলে স্বীকার করবে।
৬. কোনো প্রশ্ন নিয়ে তাঁদের সঙ্গে তর্ক বা চ্যালেঞ্জ করবে না।
৭. কোনো প্রশ্নের উত্তর না পারলে ঘাবড়ে যাবে না, মনে রাখবে মৌখিক পরীক্ষায় সকল প্রশ্নের উত্তর দেয়া সম্ভব নয়।
৮. মৌখিক পরীক্ষা সমাপ্ত হলে চলে আসার সময় পুনরায় সালাম/আদাব/নমস্কার দিবে।
???? মৌখিক পরীক্ষার জন্য যেসব বিষয়ে পড়াশুনা করতে হবে:
১. প্রতিটি পরীক্ষণ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
২. সংশ্লিষ্ট বিষয়ের প্রতিটি অধ্যায়ের নাম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
৩. প্রতিটি পরীক্ষণের সঙ্গে সম্পর্কিত তোমার পাঠ্য বইয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর শিখতে হবে।
আমাদের সকল আপডেট নিয়মিত পেতে “E-Shikkha” ফেইসবুক পেইজে লাইক দিন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে “শিক্ষা-কেয়ার.কম” ওয়েবসাইটের সাথেই থাকুন।
শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে “ই-শিক্ষা” ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।
0ibncq
ku49bi