এসএসসি পদার্থবিজ্ঞান ব্যবহারিক: কঠিন বস্তুর ঘনত্ব বের করা। ✈শিক্ষাকেয়ার

কঠিন বস্তুর ঘনত্ব বের করা ✈ (এসএসসি পদার্থবিজ্ঞান ব্যবহারিক) ৯ম-১০ম শ্রেণি এবং এসএসসি পরিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কিভাবে তোমরা পদার্থবিজ্ঞান ব্যবহারিক খাতায় “কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয়” পরীক্ষণটি লিখবে। আশা রাখি পোস্টটি তোমাদের উপকারে আসবে এবং পোস্টটি ভাল লাগলে বন্ধুদের সাথে আমাদের উৎসাহিত করবে। সেই সাথে তোমাদের মূল্যবান মতামত ও পরামর্শ জানাতে ভূলবে না।

পরীক্ষণের নাম

কঠিন বস্তুর ঘনত্ব বের করা।

পরীক্ষণের উদ্দেশ্য:

ভর এবং আয়তন নির্ণয়ের মাধ্যমে একটি কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয়।

তত্ত্ব:

কোনো বস্তুতে পদার্থের মোট পরিমাণকে ভর বলা হয়। আর, কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলা হয়। বস্তুর ভরকে বস্তুটির আয়তন দ্বারা ভাগ করে বস্তুটির ঘনত্ব বের করা যায়।

অর্থ্যাৎ ঘনত্ব = ভর ∕ আয়তন

আবার, কোনো কঠিন বস্তু যতটুকু স্থান দখল করে তাকে ঐ বস্তুর আয়তন বলে। বস্তুর আয়তন আর্কিমিডিসের সূত্র দিয়ে খুব সহজেই বের করা যায়। কোনো বস্তুকে পানিতে ডুবালে তার ভর যতুটুকু হ্রাস পায়; সেটাই বস্তুটির আয়তন।

 অর্থ্যাৎ আয়তন = বস্তুর বাতাসে ভর – বস্তুর পানিতে ভর

 ⸫ বস্তুর ঘনত্ব, ρ = ভর ∕(বস্তুর বাতাসে ভর – বস্তুর পানিতে ভর)

                    ρ = M₁ ∕(M₁ – M₂) ………. (i)

প্রয়োজনীয় যন্ত্রপাতি:

১. স্পিং ব্যালেন্স;

২. পানি অদ্রবণীয় কঠিন বস্তু (যেমন-পাথর);

৩. পানির পাত্র;

৪. পানি

৫. সুতা ইত্যাদি।

কাজের ধারা:

১. একটি স্প্রিং ব্যালেন্স দিয়ে কোনো কোনো একটি কঠিন বস্তুর (যেমন-পাথর) ভর বের করি।
২. এবার বস্তুটিকে একটি সুতা দিয়ে স্প্রিং ব্যালেন্সের সাথে বেঁধে পানিতে ডুবিয়ে বস্তুটির পানিতে ভর নির্ণয় করি।
৩. সমীকরণ (i) ব্যবহার করে প্রয়োজনীয় হিসাবের বস্তুটির ঘনত্ব বের করি।

৪. ২নং ও ৩নং প্রক্রিয়ার পূণরাবৃত্তি করে আরো দুইবার বস্তুটির ঘনত্ব নির্ণয় করি।

৫. প্রতিক্ষেত্রে প্রাপ্ত ঘনত্বের মান হতে বস্তুটির গড় ঘনত্ব নির্ণয় করি।

কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয়ের ছকঃ


হিসাব:

ফলাফল:

কঠিন বস্তুর ঘনত্ব = 4.47 gm/cm³

সতর্কতা:

১। বস্তুটির ভর নেওয়ার পূর্বে স্প্রিং ব্যালেন্সটিকে ভালোভাবে ক্যালিব্রেট করে নিয়েছি।

২। বস্তুটির ভর খুবই সাবধানে বের করা হয়েছে।

৩। পরীক্ষণের পূর্বে নিশ্চিত করা হয়েছে যেন বস্তুটি পানিতে সম্পূর্ণ ডুবে যায়।

৪। প্রয়োজনীয় হিসাব খুবই সতর্কতার সহিত নির্ণয় করা হয়েছে।


পরিক্ষণ-১। স্লাইড ক্যালিপার্স দিয়ে কোনো কিছুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা মেপে তার আয়তন বের করা। (কিভাবে লিখবেন?)
পরিক্ষণ-২। স্ক্রুগজ দিয়ে বেলনাকার বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়। (কিভাবে লিখবেন?)
পরিক্ষণ-৩। ঢালু তলের উপর গড়াতে থাকা বস্তুর গড় দ্রুতি বের করা। (কিভাবে লিখবেন?)
পরিক্ষণ-৪। শিক্ষার্থীর শারীরিক ক্ষমতা বের করা। (কিভাবে লিখবেন?)
পরিক্ষণ-৫। কঠিন বস্তুর ঘনত্ব বের করা। (কিভাবে লিখবেন?)


শিক্ষা বিষয়ক সকল খবর সবার আগে পেতে চোখ রাখুন ShikkhaCare ওয়েবসাইটে।

শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে এখনই “E Shikkha” ইউটিউব চ্যানেল SUBSCRIBE করে নিন।

2 thoughts on “এসএসসি পদার্থবিজ্ঞান ব্যবহারিক: কঠিন বস্তুর ঘনত্ব বের করা। ✈শিক্ষাকেয়ার”

Leave a Comment

error: Content is protected !!