উদ্ভিদতাত্ত্বিক বীজ ও কৃষিতাত্ত্বিক বীজ শনাক্তকরণ (এসএসসি কৃষিশিক্ষা ব্যবহারিক)

উদ্ভিদতাত্ত্বিক বীজ ও কৃষিতাত্ত্বিক বীজ শনাক্তকরণ (এসএসসি কৃষিশিক্ষা ব্যবহারিক ২০২২ & ২০২৩) খুঁজছেন? তাহলে আপনি ঠিক জায়গাতেই আছেন। সুপ্রিয় ৯ম/১০ম/এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও। নিশ্চয়ই তোমরা সবাই ভাল আছ। আজকে তোমাদের সাথে কৃষিশিক্ষা (Krishi Shikkha Practical) বিষয়ের কৃষিশিক্ষা ব্যবহারিক উদ্ভিদতাত্ত্বিক বীজ ও কৃষিতাত্ত্বিক বীজ শনাক্তকরণ ব্যবহারিকটি শেয়ার করব। যদি (কৃষিশিক্ষা ব্যবহারিক: উদ্ভিদতাত্ত্বিক বীজ ও কৃষিতাত্ত্বিক বীজ শনাক্তকরণ।) পোস্টটি তোমাদের উপকারে আসবে এবং যদি পোস্টটি ভাল লাগলে ✉ কমেন্ট এবং????শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। নিচে দেওয়া Download লিংকে ক্লিক করে তথ্যটির ✂পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবে। তাহলে চলো SSC Agriculture (Krishi) Practical PDF ব্লগটি দেখে নেওয়া যাক…

SSC Agriculture (Krishi) Practical 2023 PDF

পরীক্ষণের নাম

উদ্ভিদতাত্ত্বিক বীজ ও কৃষিতাত্ত্বিক বীজ শনাক্তকরণ

তত্ত্বঃ সকল কৃষিতাত্ত্বিক বীজ উদ্ভিদতাত্ত্বিক বীজের অন্তর্ভূক্ত নয় কিন্তু সকল উদ্ভিদতাত্ত্বিক বীজই কৃষিতাত্ত্বিক বীজের অন্তর্ভূক্ত।

ক. কৃষিতত্ত্ব অনুসারে উদ্ভিদের যে কোন অংশ যা উপযুক্ত পরিবেশে উন্নত জাতের নতুন উদ্ভিদের জন্ম দিতে পারে তাকে বীজ বলে । যেমন – উদ্ভিদের শাখা, মূল, পাতা, কুঁড়ি ইত্যাদি। (আখের টুকরা, গোল আলু, কাকরলের মূল, আমের বা লিচুর কলম)

খ. উদ্ভিদ তত্ত্ব অনুসারে বীজ হচ্ছে নিষিক্ত ও পরিপক্ক ডিম্বক। কেবল মাত্র সপুষ্পক উদ্ভিদই এরূপ বীজ উৎপন্ন করতে পারে। যেমন- ধান, গম, সরিষা ইত্যাদি।

উপকরণঃ

১. বীজ

২. খাতা

৩. কলম

চিত্র: উদ্ভিদতাত্ত্বিক বীজ ও কৃষিতাত্ত্বিক বীজ শনাক্তকরণ।

কাজের ধারাঃ

১. ধান, গম, মুলা, মরিচ, আলু, আদা, ফসলের বীজ এবং গাঁদাফুল ও মেহেদীর কাণ্ড সংগ্রহ করা হল।

২. বীজগুলো আলাদাভাবে রাখা হলো।

৩. এবার প্রতিটি বীজের কাছে গিয়ে কোনটি কোন বীজ তা শনাক্ত করা হলো।

নমুনাবৈশিষ্ট্যসিদ্ধান্ত
i. বর্ণ সোনালি;
ii. লম্বাটে, মাথার দিকে টুপির ন্যায় অংশ বিদ্যমান।
ধান বীজ
i. বর্ণ সোনালি;
ii. ডিম্বাকৃতি; এক পিঠ মসৃণ অন্য পিঠে মাঝামাঝিতে স্পষ্ট বিভক্ত রেখা বিদ্যমান।
গম বীজ
i. বর্ণ হালকা লালচে;
ii. গোলাকৃতি, মসৃণ;
iii. শক্ত প্রকৃতির।
মুলা বীজ
i. বর্ণ সোনালি;
ii. চ্যাপ্টা ও গোলাকৃতি;
iii. মসৃণ ও ঝাঁঝালো।
মরিচ বীজ
i. বর্ণ সাদাটে;
ii. কন্দাকৃতি ঢেলার মতো;
iii. বিভিন্ন জায়গায় চোখ বিদ্যমান। 
আলু বীজ
i. বর্ণ সাদাটে;
ii. প্যাচানো আকৃতির;
iii. ঝাঁঝালো গন্ধবিশিষ্ট; 
iv. চোখাকৃতি জায়গা হতে চারা গজানোর লক্ষণ।
আদা বীজ
i. সবুজ আবার কোথাও কোথাও নীলাভ;
ii. কাণ্ডের ভেতর ফাঁপা; 
iii. পর্ব ও পর্বমধ্য বিদ্যমান।
গাঁদার কান্ড

সতর্কতা:

১. সতর্কতার সাথে বীজ ও কাণ্ড সংগ্রহ করতে হবে; যেন বীজ ও কাণ্ডের আকার ও আকৃতি নষ্ট না হয়।

২. মনোযোগ সহকারে বীজ ও কাণ্ড পর্যবেক্ষণ করতে হবে।


আমাদের সকল আপডেট নিয়মিত পেতে “E-Shikkha” ফেইসবুক পেইজে লাইক দিন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে “শিক্ষা-কেয়ার.কম” ওয়েবসাইটের সাথেই থাকুন।

শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে “ই-শিক্ষা” ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।


কৃষিশিক্ষা ব্যবহারিক

কৃষিশিক্ষা ব্যবহারিক এসএসসি ২০২৩ | এসএসসি ২০২৩ কৃষি শিক্ষা ব্যবহারিক | মাটির নমুনা সংগ্রহ ও সনাক্তকরণ | কৃষি শিক্ষা ব্যবহারিক বই ২০২২ | কৃষি শিক্ষা ব্যবহারিক বই | কৃষি শিক্ষা ব্যবহারিক প্রশ্ন | SSC 2023 Agriculture Practical Answer | এসএসসি ২০২৩ কৃষি ব্যবহারিক খাতা | Agriculture Practical | Agriculture Practical ssc | কৃষিশিক্ষা ব্যবহারিক খাতা লেখার নিয়ম |

SSC Agriculture Practical Khata 2022

এসএসসি কৃষি শিক্ষা প্রাকটিক্যাল খাতার চিত্র অংকন | কৃষি শিক্ষা ব্যবহারিক চিত্র | কৃষি শিক্ষা ব্যবহারিক বই pdf | কৃষি শিক্ষা ব্যবহারিক ssc | এস এস সি কৃষি শিক্ষা ব্যবহারিক | এস এস সি কৃষি শিক্ষা ব্যবহারিক ২০২৩ | কৃষি শিক্ষা ব্যবহারিক ssc 2023 | কৃষি শিক্ষা ব্যবহারিক খাতা লেখার নিয়ম | হাতের মুঠো চাপে মাটির দলা | হাতের মুঠোর চাপে মাটির দলা |

হাতের মুঠোয় চাপে মাটির দলা

কৃষি শিক্ষা ব্যবহারিক ssc 2022 | কৃষি শিক্ষা ব্যবহারিক ssc 2023 । কৃষি শিক্ষা ব্যবহারিক ssc 2024 | কৃষি শিক্ষা ব্যবহারিক চিত্র ssc 2023 | কৃষি শিক্ষা ব্যবহারিক চিত্র ssc 2024 | এসএসসি

4 thoughts on “উদ্ভিদতাত্ত্বিক বীজ ও কৃষিতাত্ত্বিক বীজ শনাক্তকরণ (এসএসসি কৃষিশিক্ষা ব্যবহারিক)”

Leave a Comment

error: Content is protected !!