SSC 2025 Practical Syllabus All Subject | এসএসসি ২০২৫ ব্যবহারিক সিলেবাস সকল বিষয়

এসএসসি ২০২৫ ব্যবহারিক সকল বিষয় সিলেবাস | SSC 2025 Practical Syllabus All Subject খুঁজছেন? তাহলে আপনি সঠিক জায়গাতেই আছেন। আমরা আজ তোমাদের সাথে এসএসসি ২০২৫ সালের ব্যবহারিক পরিক্ষার সকল বিষয় (পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, কৃষিশিক্ষা) এর ব্যবহারিক পরিক্ষার সিলেবাস ও উত্তর তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের প্রয়োজনীয় ব্যবহারিকের উপর ক্লিক করে প্রশ্নটির উত্তর দেখে নিতে পারবে। পোস্টটি ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

SSC 2025 Practical | এসএসসি ২০২৫ ব্যবহারিক সকল বোর্ড

SSC 2025 Practical Syllabus All Subject All Board (Dhaka, Comilla, Sylhet, Mymensingh, Jessore, Dinajpur, Rajshahi, Barishal) | এসএসসি ২০২৫ ব্যবহারিক পরিক্ষার সিলেবাস সকল বিষয় সকল বোর্ড (ঢাকা, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, যশোর, দিনাজপুর, রাজশাহী, বরিশাল) এর জন্য প্রযোজ্য প্রশ্নগুলো নিচে বিষয়ভিত্তিক আকারে উপস্থাপন করা হলো-


(ক) স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো আয়তাকার বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা মেপে তার আয়তন বের কর। (উত্তর দেখুন)

(খ) স্ক্রু গজ দিয়ে বেলনাকার কোনো বস্তুর ব্যাস ও দৈর্ঘ্য মেপে তার আয়তন বের কর। (উত্তর দেখুন)

(গ) ঢালু তলের উপর গড়াতে থাকা বস্তুর গড় দ্রুতি বের কর। (উত্তর দেখুন)

(ঘ) সিঁড়ি দিয়ে উঠার সময় শিক্ষার্থীর শারীরিক ক্ষমতা বের কর। (উত্তর দেখুন)

(ঙ) কঠিন বস্তুর ঘনত্ব বের কর। (উত্তর দেখুন)


(ক) ধাতব কার্বনেট যৌগের সাথে লঘু এসিডের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস শনাক্তকরণ। (উত্তর দেখুন)

(খ) বিভিন্ন তাপমাত্রায় কঠিন ও তরল পদার্থকণার ব্যাপন হার পরীক্ষা। (উত্তর দেখুন)

(গ) কার্বনেট লবণের সঙ্গে পানি ও এসিড মিশ্রিত করে বিক্রিয়ার হার পরীক্ষা। (উত্তর দেখুন)

(ঘ) তুঁতের মধ্যে কেলাস পানির উপস্থিতি ও তার পরিমাণ প্রমাণ। (উত্তর দেখুন)

(ঙ) সোডিয়াম ক্লোরাইড/ফেরাস সালফেট লবণের কেলাস গঠন। (উত্তর দেখুন)

(চ) দ্রাব্যতা ও বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষার মাধ্যমে আয়নিক ও সমযোজী যৌগ শনাক্তকরণ। (উত্তর দেখুন)


(ক) অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ (পেঁয়াজের কোষ) পর্যবেক্ষণ। (উত্তর দেখুন)

(খ) অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রাণিকোষ (অ্যামিবা) পর্যবেক্ষণ। (উত্তর দেখুন)

(গ) সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর অপরিহার্যতার পরীক্ষা। (উত্তর দেখুন)

(ঘ) শ্বসন প্রক্রিয়ায় তাপ নির্গমনের পরীক্ষা। (উত্তর দেখুন)

(ঙ) কোষ থেকে কোষের অভিস্রবণের পরীক্ষা। (উত্তর দেখুন)

(চ) উদ্ভিদের রস উত্তোলন পরীক্ষণ। (উত্তর দেখুন)

(ছ) প্রস্বেদন প্রক্রিয়ায় উদ্ভিদ যে পানি বাষ্পাকারে বের করে দেয় তার পরীক্ষা। (উত্তর দেখুন)

(জ) বিশ্রামরত ও শরীরচর্চার পর ৩ জন ব্যক্তির পালস রেট ও রক্তচাপ নির্ণয়। (উত্তর দেখুন)

(জ) আদর্শ ফুলের বিভিন্ন স্তবক পর্যবেক্ষণ। (উত্তর দেখুন)

(ঞ) ফুলের গর্ভাশয়ের প্রস্থচ্ছেদ পর্যবেক্ষণ। (উত্তর দেখুন)


(ক) বিভিন্ন ধরনের মাটির নমুনা সংগ্রহ ও শনাক্তকরণ। (উত্তর দেখুন)

(খ) উদ্ভিদতাত্ত্বিক ও কৃষিতাত্ত্বিক বীজ সংগ্রহ ও শনাক্তকরণ। (উত্তর দেখুন)

(গ) পুকুরে মাছের প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি নির্ণয়। (উত্তর দেখুন)

(ঘ) বীজ সংগ্রহ ধান, সরিষা, মরিচ, গোলআলু, আদা ও মেহেদীর কাজ। (উত্তর দেখুন)


(ক) জ্যামিতিক উপায়ে (𝝅/2 - θ) কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় কর। (উত্তর দেখুন)

(খ) y=3x এর লেখচিত্র অঙ্কন কর এবং এর বিপরীত ফাংশন নির্ণয় কর। (উত্তর দেখুন)

(গ) A(3,4), B(6,8) এবং C (-1,5) একটি ত্রিভুজের তিনটি শীর্ষ। ছক কাগজে ত্রিভুজটি অঙ্কন করে এর ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় কর। (উত্তর দেখুন)

(ঘ) y = loge x বা, ln x; ফাংশনের লেখচিত্র অঙ্কন কর এবং বিপরীত ফাংশন নির্ণয় কর। (উত্তর দেখুন)

(ঙ) A(1,2), B(-4,3), C(1,-3) এবং D(4,0) একটি চতুর্ভুজের চারটি শীর্ষ বিন্দু। ছক কাগজে চতুর্ভুজটি অঙ্কন করে এবং ক্ষেত্রফল নির্ণয় কর। (উত্তর দেখুন)

(চ) লেখচিত্রের সাহায্যে 3x² + 3x + 1 = 0 সমীকরণের সমাধান নির্ণয় কর। (উত্তর দেখুন)

(ছ) x²+y²+2x-6y-15 = 0 দ্বিঘাত সমীকরণের লেখচিত্র অঙ্কন ও লেখের বৈশিষ্ট্য নির্ণয়। (উত্তর দেখুন)


আমাদের সকল আপডেট নিয়মিত পেতে “E-Shikkha” ফেইসবুক পেইজে লাইক দিন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে “শিক্ষা-কেয়ার.কম” ওয়েবসাইটের সাথেই থাকুন।

শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে “ই-শিক্ষা” ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।

Leave a Comment

error: Content is protected !!