ব্যবহারিক খাতা লিখার নিয়ম | এসএসসি

৯ম-দশম শ্রেণি এবং এসএসসি পরিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কিভাবে তোমরা পদার্থবিজ্ঞান, রসায়ন ও উচ্চতর গণিতের ব্যবহারিক খাতায় (ব্যবহারিক খাতা লিখার নিয়ম) কোনো একটি পরীক্ষণ লিখবে। এছাড়াও এই পোস্টে আলোচনা করা হবে মূল ব্যবহারিক পরীক্ষায় ব্যবহারিক খাতা সাবমিট করার পূর্বে কী কী কাজ করতে। আশা রাখি পোস্টটি তোমাদের উপকারে আসবে এবং ভাল লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহিত করবে।

এসএসসি পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ব্যবহারিক খাতা লিখার নিয়ম

✹ কভার পৃষ্টা (শিক্ষার্থীর নাম, রোল নম্বর, রেজি: নম্বর, স্কুলের নাম):

ব্যবহারিক খাতা লিখার নিয়ম

একটি সাদা কাগজে শিক্ষার্থীর নাম, পাবলিক পরিক্ষার রোল নম্বর, রেজস্ট্রেশন নম্বর এবং প্রতিষ্টানের নাম লিখে আঠা/গাম দিয়ে ব্যবহারিক খাতার উপরে লাগাতে হবে। মনে রাখবে হবে- এই কাজটি করতে হবে শুধুমাত্র চূড়ান্ত ব্যবহারিক পরীক্ষার পূর্বের দিন। নতুবা কাগজটি ময়লা হয়ে নষ্ট হতে পারে।

✹ সূচিপত্র (ক্রমিক, পরিক্ষণের নাম,পৃষ্টা, তারিখ)

ব্যবহারিক খাতা লিখার নিয়ম

১. Exp No কলামে শিক্ষার্থীকে পরীক্ষণের নম্বর (যেমন প্রথম পরীক্ষণের জন্য ১, দ্বিতীয় পরীক্ষণের জন্য ২ ইত্যাদি) লিখতে হবে।

২. Date কলামে শিক্ষার্থীকে পরীক্ষণের নম্বর (যেমন প্রথম পরীক্ষণের জন্য ১, দ্বিতীয় পরীক্ষণের জন্য ২ ইত্যাদি) লিখতে হবে।

৩. Title of The Experiment কলামে শিক্ষার্থীকে পরীক্ষণের নাম লিখতে হবে।

৪. Page No কলামে শিক্ষার্থীকে নির্দিষ্ট পরীক্ষণটির পৃষ্টা নম্বর লিখতে হবে। নির্ধারিত পরীক্ষণটি যে পৃষ্টা হতে শুরু হয়ে যে পৃষ্টায় গিয়ে শেষ হয়েছে সেই পৃষ্টার নম্বর ২-৫ ফরমেটে লিখতে হবে। এখানে, ধরে নেওয়া হয়েছে যে প্রথম পরীক্ষণটি ২ নম্বর পৃষ্টা হতে শুরু হয়েছে এবং ৫ নম্বর পৃষ্টায় গিয়ে শেষ হয়েছে।

৫. Date of  Submission কলামে শিক্ষার্থীকে নির্দিষ্ট পরীক্ষণটি স্যারের নিকট উপস্থাপনের তারিখ লিখতে হবে। প্রয়োজনে তারিখ লিখার আগে বিষয়ভিত্তিক শিক্ষকের সাথে পরামর্শ করে নিলে সবচেয়ে ভালো হয়।

✹ শিরোনাম/হেডার অংশ (মূল পরীক্ষণ শুরুর পূর্বে)

ব্যবহারিক খাতা লিখার নিয়ম

মূল পরীক্ষণ লিখার পূর্বে হেডার অংশে শিক্ষার্থীকে Exp Name অংশে পরীক্ষণের নাম লিখতে হবে। তবে পরবর্তী পৃষ্টা থেকে পরীক্ষণ শেষ না হওয়া পর্যন্ত বারবার পরীক্ষণের নাম না লিখে “চলমান”  লিখলে হবে। এরপর পর্যায়ক্রমে Exp Date, Exp No এবং Page No অংশে পরীক্ষণের নির্ধারিত তারিখ, পরীক্ষণের নম্বর এবং পৃষ্টা নম্বর লিখতে হবে।

✹ পরীক্ষণের মূল অংশ/বডি অংশ: 

 নিচের ছবির ধারাবাহিকতা অনুযায়ী লিখতে হবে।

১। চিত্র (পেন্সিল দিয়ে তত্ত্বের বামের পৃষ্টায়)

২। তত্ত্ব ও সূত্র (চিত্রের ডানের পৃষ্টায়)

৩। প্রয়োজনীয় যন্ত্রপাতি/উপকরণ (তত্ত্ব ও সূত্র যেখানে গিয়ে শেষ হবে তার নিচের প্যারাগ্রাফ থেকে)

৪। কার্যপদ্ধতি (প্রয়োজনীয় যন্ত্রপাতি/উপকরণ যেখানে গিয়ে শেষ হবে তার নিচের প্যারাগ্রাফ থেকে)

ব্যবহারিক খাতা লিখার নিয়ম

এরপর আবার নিচের চিত্রের ধারাবাহিকতায় লিখতে হবে পর্যায়ক্রমে হিসাব, পর্যবেক্ষণ ও সন্নিবেশন, ফলাফল ও সিদ্ধান্ত এবং সতর্কতা ও আলোচনা।

৫। হিসাব (পেন্সিল দিয়ে পর্যবেক্ষণ ও সন্নিবেশন এর বামের পৃষ্টায়)

৬। পর্যবেক্ষণ ও সন্নিবেশন (হিসাবের ডানে এবং কার্যপদ্ধতি যেখানে গিয়ে শেষ হবে তার নিচের প্যারাগ্রাফ থেকে)

৭। ফলাফল ও সিদ্ধান্ত (পর্যবেক্ষণ ও সন্নিবেশন যেখানে গিয়ে শেষ হবে তার নিচের প্যারাগ্রাফ থেকে)

৮। সতর্কতা ও আলোচনা (ফলাফল ও সিদ্ধান্ত যেখানে গিয়ে শেষ হবে তার নিচের প্যারাগ্রাফ থেকে)

ব্যবহারিক খাতা লিখার নিয়ম

________________________________________

শিক্ষা বিষয়ক সকল খবর সবার আগে পেতে চোখ রাখুন ShikkhaCare ওয়েবসাইটে।

শিক্ষামূলক ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই “E Shikkha” ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।

4 thoughts on “ব্যবহারিক খাতা লিখার নিয়ম | এসএসসি”

  1. একটা বিষয়ে জানতে চাই- মনে করেন আমি ব্যবহারিক খাতায় পরীক্ষণের বিস্তারিত লেখার পর মাঝে ১ টি পেইজ খাঁলি রাখলাম, ঐ খালি পেইটি কি সূচিরপত্রে গননা করা হয়। যেমন- কোন পেইজ থেকে শুরু আর কোথায় শেষ। তখন কি খালি পেইজ হিসাব করা হয় না শুধু লেখা পেইজ গুলো গননা করা হয়?

    Reply
  2. আমার পদার্থবিজ্ঞান ব্যবহারিক খাতার
    সিরিয়াল নমবার ছারে সিটে লিখে নে নি কোনো সমস্যা হবে কী? জানাবেন পিলিজ? আবার আমি পরের দিন সাস্কার দেওয়ার সময় সিটে দেখেছি ? নে নি লিখে ?

    Reply
    • এখনো তোমার সময় আছে, তুমি কেন্দ্র প্রধান স্যারের সাথে যোগাযোগ করে তোমার সমস্যাটি বলো। তিনি সমাধান করে দিতে পারবেন।

      Reply

Leave a Comment

error: Content is protected !!