SSC Higher Math Practical 2025 | এসএসসি উচ্চতর গণিত ব্যবহারিক ২০২৫ : (ত্রিভূজ অঙ্কন ও এর ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়) খুঁজছেন? তাহলে আপনি ঠিক জায়গাতেই আছেন। সুপ্রিয় ৯ম/১০ম/এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও। নিশ্চয়ই তোমরা সবাই ভাল আছ। আজকে তোমাদের সাথে উচ্চতর গণিত (SSC Higher Math Practical 2025) বিষয়ের ব্যবহারিক ত্রিভূজ অঙ্কন ও এর ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় ব্যবহারিকটি শেয়ার করব। যদি (উচ্চতর গণিত ব্যবহারিক: ত্রিভূজ অঙ্কন ও এর ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়) পোস্টটি তোমাদের উপকারে আসবে এবং যদি পোস্টটি ভাল লাগলে ✉ কমেন্ট এবং????শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। নিচে দেওয়া Download লিংকে ক্লিক করে তথ্যটির ✂পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবে। তাহলে চলো SSC 2025 Higher Math Practical PDF ব্লগটি দেখে নেওয়া যাক...
SSC Higher Math Practical 2025 PDF
পরীক্ষণের নাম: A(3,4), B(6,8) ও C(-1,5) শীর্ষবিশিষ্ট ত্রিভূজ অঙ্কন করে তার পরিসীমা ও এর ক্ষেত্রফল নির্ণয়।
তত্ত্ব:
\[আমরা\ জানি,\ ABC\ ত্রিভূজের\ তিনটি\ শীর্ষবিন্দুর\ স্থানাঙ্ক\]
\[A(x_1,y_1),\ B(x_2,y_2)\ এবং\ C(x_3,y_3)\ হয়\ তবে,\]
প্রয়োজনীয় উপকরণ: গ্রাফ পেপার, কলম, পেন্সিল, ইরেজার, শার্পনার, স্কেল, সায়েন্টিফিক ক্যালকুলেটর ইত্যাদি।
কার্যপদ্ধতি:
১। ছক কাগজে বিন্দু A(3,4), B(6,8) ও C(-1,5) তিনটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিই।
২। বিন্দুগুলোকে ছক কাগজে স্থাপনের জন্য X ও Y অক্ষ বরাবর 5 বর্গঘর এর সমান 1 একক বিবেচনা করি।
৩। ছক কাগজে স্থাপিত বিন্দুগুলোকে যোগ করে ABC ত্রিভূজ অঙ্কন করি।
৪। বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করে এর পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করি।
হিসাব:
\[AB\ বাহুর\ দৈর্ঘ্য,\ c=\sqrt{\left(6-3\right)^2+\left(8-4\right)^2}\ একক\]
\[\ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ =\sqrt{3^2+4^2}\ একক\]
\[\ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ =\sqrt{9+16}\ একক\]
\[\ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ =\sqrt{25}\ একক\]
\[\ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ =5\ একক\]
\[BC\ বাহুর\ দৈর্ঘ্য,\ a=\sqrt{\left(-1-6\right)^2+\left(5-8\right)^2}\ একক\]
\[\ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ =\sqrt{\left(-7\right)^2+\left(-3\right)^2}\ একক\]
\[\ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ =\sqrt{49+9}\ একক\]
\[\ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ =\sqrt{58}\ একক\]
\[\ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ =7.62\ একক\]
\[CA\ বাহুর\ দৈর্ঘ্য,\ b=\sqrt{\left(3+1\right)^2+\left(4-5\right)^2}\ একক\]
\[\ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ =\sqrt{4^2+\left(-1\right)^2}\ একক\]
\[\ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ =\sqrt{16+1}\ একক\]
\[\ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ =\sqrt{17}\ একক\]
\[\ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ =4.12\ একক\]
সুতরাং ABC ত্রিভূজের পরিসীমা = (a+b+c) একক
= (5+7.62+4.12) একক
= 16.74 একক
ফলাফল: প্রদত্ত ত্রিভূজের পরিসীমা 16.74 একক এবং ক্ষেত্রফল 9.5 বর্গ একক।
সতর্কতা:
১। পেন্সিল ভালো করে শার্প করে নিয়েছি।
২। বিন্দুগুলো সাবধানতার সাথে ছক কাগজে স্থাপন করেছি।
৩। বিন্দুগুলো সঠিকভাবে বসিয়ে মুক্তহস্তে সংযোজন করে লেখচিত্র এঁকেছি।
৪। ক্যালকুলেটর সঠিক মোডে রেখে হিসাব করেছি।
৫। ক্যালকুলেটররে সাহায্যে সঠিক আসন্ন নেওয়া হয়েছে।
৬। ত্রিভূজের শীর্ষবিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে সাজানো হয়েছে।
আমাদের সকল আপডেট নিয়মিত পেতে “E-Shikkha” ফেইসবুক পেইজে লাইক দিন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে “শিক্ষা-কেয়ার.কম” ওয়েবসাইটের সাথেই থাকুন।
শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে “ই-শিক্ষা” ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।
পরীক্ষণ-১। y=3x এর লেখচিত্র অঙ্কন কর এবং এর বিপরীত ফাংশন নির্ণয় কর। (উত্তর দেখুন)
SSC 2025 Higher Mathematics Practical | SSC Higher Mathematics Practical 2025 | SSC 2025 Higher Mathematics Practical PDF | SSC Practical 2025 Higher Math | সূচকীয় ফাংশনের লেখচিত্র অঙ্কন এবং বিপরীত ফাংশন নির্ণয় | এসএসসি ২০২৫ উচ্চতর গণিত ব্যবহারিক | এসএসসি উচ্চতর গণিত ব্যবহারিক বই pdf download | উচ্চতর গণিত ব্যবহারিক ssc 2025 উত্তর | উচ্চতর গণিত ব্যবহারিক এসএসসি ২০২৫ | উচ্চতর গণিত ব্যবহারিক নবম দশম ।