৯ম-১০ম শ্রেণির এসএসসি ২০২৩ আইসিটি ৪র্থ অধ্যায় MCQ সাজেশন: আমার লেখালেখি ও হিসাব বহুনির্বাচনী প্রশ্নব্যাংক খুঁজছেন? আজ ৯ম-১০ম শ্রেণির জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ৪র্থ অধ্যায় "আমার লেখালেখি ও হিসাব” থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৬০টি নৈর্ব্যত্তিক (MCQ) প্রশ্ন ও উত্তর শেয়ার করা হবে শিক্ষা কেয়ার ওয়েবসাইটে; যা অনুশীলন করলে তোমাদের SSC ২০২৩ পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আমার শিক্ষায় ইন্টারনেট অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন (শর্ট সাজেশন) এর মধ্য থেকে পেতে পারো। এই সকল বহুনির্বাচনি প্রশ্ন সকল শিক্ষা বোর্ড ও অনুধাবন, জ্ঞান ও উচ্চতর দক্ষতা থেকে নেওয়া হয়েছে। আশা করি এই সকল বহুনির্বাচনি প্রশ্নোত্তর তোমাদের উপকারে আসবে। অন্যান্য বিষয় এবং অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো ডাউনলোড করতে নিচে দেয়া লিংকে ক্লিক করো।
এসএসসি আইসিটি ৪র্থ অধ্যায় MCQ সাজেশন
Class 9-10 & SSC 2023 ICT Chapter 4 MCQ Suggestion
১। নতুন ডকুমেন্ট খোলার কীবোর্ড কমান্ড কোনটি?
ক) Ctrl+O
খ) Ctrl+S
গ) Ctrl+A
ঘ) Ctrl+N
সঠিক উত্তর: ঘ
২। MS Word এর ডিফল্ট ফাইল এক্সটেনশন কোনটি?
ক) .doc
খ) .word
গ) .ocx
ঘ) .pdf
সঠিক উত্তর: ক
৩। স্প্রেডশীটে একটি সেলের অ্যাড্রেস E10 এর মানে হচ্ছে-
i. E কলাম
ii. 10 নম্বর সারি
iii. 10 নম্বর কলাম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ)i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: ক
৪। ওয়ার্কশীটের কলামগুলোকে কী দ্বারা চিহ্নিত করা হয়?
ক) A, B, C, D, E
খ) a, b, c, d, e
গ) 1, 2, 3, 4, 5
ঘ) A, E, 1, 2
সঠিক উত্তর: ক
৫। ওয়ার্কশীটের সারি/রো- গুলোকে কী দ্বারা চিহ্নিত করা হয়?
ক) A, B, C, D, E
খ) a, b, c, d, e
গ) 1, 2, 3, 4, 5
ঘ) A, E, 1, 2
সঠিক উত্তর: গ
৬। লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয়?
ক) স্প্রেডশিট
খ) ওয়ার্ড প্রসেসর
গ) ফটোশপ
ঘ) ডেটাবেজ
সঠিক উত্তর: খ
৭। চিঠিপত্র লেখার জন্য উপযুক্ত প্রোগ্রাম কোনটি?
ক) MS Excel
খ) MS Word
গ) MS Power Point
ঘ) MS Access
সঠিক উত্তর: খ
৮। বানান সংশোধন সফটওয়্যার কোনটি?
ক) স্পেল চেকার
খ) মিডল চেকার
গ) ভিউ চেকার
ঘ) ওয়ার্ড চেকার
সঠিক উত্তর: ক
৯। কম্পিউটারে লেখালেখির জন্য রয়েছে ওয়ার্ড প্রসেসর এবং হিসাব নিকাশের জন্য আছে-
ক) এম এস ওয়ার্ড
খ) এম এস এক্সেস
গ) এম এস এক্সেল
ঘ) পাওয়ার পয়েন্ট
সঠিক উত্তর: গ
১০। ওয়ার্ড প্রসেসরে লেখালেখির জন্য বিভিন্ন স্টাইলের অক্ষরকে কী বলে?
ক) শেইপ
খ) বুলেট
গ) ক্লিপ আর্ট
ঘ) ফন্ট
সঠিক উত্তর: ঘ
এসএসসি ২০২৩ আইসিটি ৪র্থ অধ্যায় MCQ সাজেশন: আমার লেখালেখি ও হিসাব
১১। ‘সেইভ এ্যাজ' এর মাধ্যমে কোনটি করা যায়?
ক) ডকুমেন্ট সংরক্ষণ করা
খ) নতুন ডকুমেন্ট খোলা
গ) একই ডকুমেন্টকে ভিন্ন নামে সংরক্ষণ করা
ঘ) খোলা ডকুমেন্ট বন্ধ করা
সঠিক উত্তর: গ
১২। বাংলা টাইপের জন্য কোন ফন্টটি বাছাই করতে হয়?
ক) Arial
খ) Times Roman
গ) Mukti
ঘ) Sutonny MJ
সঠিক উত্তর: ঘ
১৩। কোনো ডকুমেন্টকে অন্য নামে সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করতে হয়?
ক) Open
খ) New
গ) Save
ঘ) Save as
সঠিক উত্তর: ঘ
১৪। নতুন প্যারাগ্রাফ তৈরি করতে কী-বোর্ডের কোন কী চাপতে হবে?
ক) শিফট কী
খ) কন্ট্রোল কী
গ) এন্টার কী
ঘ) ডাউন এ্যারো কী
সঠিক উত্তর: গ
১৫। ডকুমেন্ট সেভ করার কীবোর্ড কমান্ড কোনটি?
ক) Ctrl + P
খ) Ctrl + U
গ) Ctrl+S
ঘ) Ctrl + X
সঠিক উত্তর: গ
১৬। লেখা সম্পাদনার প্রয়োজনীয় কমান্ড পাওয়া যায় কোন মেনুতে?
ক) হোম মেনুতে
খ) অবজেক্ট মেনুতে
গ) ভিউ মেনুতে
ঘ) টাইপ মেনুতে
সঠিক উত্তর: ক
১৭। মাইক্রোসফট ওয়ার্ডের কার্যরত ডকুমেন্টকে নতুন নামে সংরক্ষণের কমান্ড কী?
ক) File > Save
খ) Format > save
গ) File>Save as
ঘ) Format Save as
সঠিক উত্তর: গ
১৮। মাইক্রোসফট অফিস প্রোগ্রামের অংশ নয় কোনটি?
ক) MS Office Access
খ) MS Office Excel
গ) MS Office Groove
ঘ) MS Office Info
সঠিক উত্তর: ঘ
১৯। ইলাস্ট্রেশন গ্রুপে থাকে কোনটি?
ক) টেবিল
খ) ফন্ট
গ) ওয়ার্ড আর্ট
ঘ) ক্লিপ আর্ট
সঠিক উত্তর: ঘ
এসএসসি ২০২৩ আইসিটি ৪র্থ অধ্যায় MCQ সাজেশন: আমার লেখালেখি ও হিসাব
২০। Paragraph কোন ট্যাবের অন্তর্ভুত?
ক) Insert
খ) File
গ) Home
ঘ) Review
সঠিক উত্তর: গ
২১। কোনো ওয়ার্ড ডকুমেন্টে টেবিল যোগ করার কমান্ড কোনটি?
ক) Insert→Table→Insert Table
খ) Insert→Table→Column
গ) Insert→Insert Table→Table
ঘ) Insert→Table→Row
সঠিক উত্তর: ক
২২। পছন্দমতো স্টাইলের লেখা যোগ করতে টেক্সট গ্রুপের কোনটিতে ক্লিক করতে হবে?
ক) ওয়ার্ড আর্ট
খ) ওয়ার্ড চার্ট
গ) ক্লিপ আর্ট
ঘ) স্মার্ট আর্ট
সঠিক উত্তর: ক
২৩। ইনসার্ট ট্যাবের অংশ কোনটি?
ক) নিউ
খ) সেভ
গ) ওপেন
ঘ) চার্ট
সঠিক উত্তর: ঘ
২৪। ডকুমেন্ট ওয়ার্ড আট যোগ করতে রিবনের কোন ট্যাব ব্যবহৃত হয়?
ক) Insert
খ) Home
গ) Page Layout
ঘ) Add-ins
সঠিক উত্তর: ক
২৫। পৃষ্ঠার নম্বর দেবার কমান্ড কোনটি?
ক) Insert→Header Footer
খ) Home→Header Footer
গ) Page layout→Header Footer
ঘ) View→Header Footer
সঠিক উত্তর: ক
২৬। ডকুমেন্ট প্রস্তুত করার গুরুত্বপূর্ণ কাজ কী?
ক) মার্জিন সেট করা
খ) লাইন ব্যবধান নির্ধারণ করা
গ) প্রতিটি পৃষ্ঠায় নম্বর দেওয়া
ঘ) বানান পরীক্ষা করা
সঠিক উত্তর: গ
২৭। Header ও Footer কোথায় থাকে?
ক) Insert
খ) Home
গ) Page layout
ঘ) View
সঠিক উত্তর: ক
২৮। পেজ নাম্বার অপশন কোথায় থাকে?
ক) প্যারাগ্রাফ
খ) লিংকস
গ) হেডার এন্ড ফুটার
ঘ) অ্যারেঞ্জ
সঠিক উত্তর: গ
২৯। হিসাব নিকাশের জন্য কোন ধরনের সফটওয়্যার প্রয়োজন?
ক) ওয়ার্ড প্রসেসিং
খ) স্প্রেডশিট
গ) লিনাক্স
ঘ) ডস
সঠিক উত্তর: খ
এসএসসি ২০২৩ আইসিটি ৪র্থ অধ্যায় MCQ সাজেশন: আমার লেখালেখি ও হিসাব
৩০। সারি ও কলামের সমন্বয়ে কী তৈরি হয়?
ক) সেল
খ) সেল পয়েন্টার
গ) রো
ঘ) কলাম
সঠিক উত্তর: ক
৩১। ওয়ার্কশিটে প্রত্যেকটি সারির শিরোনাম কী দ্বারা প্রকাশ করা হয়?
ক) বাংলা বর্ণ
খ) ইংরেজী বর্ণ
গ) আরবী বর্ণ
ঘ) ইংরেজী সংখ্যা
সঠিক উত্তর: ঘ
৩২। পরীক্ষার ফলাফল প্রস্তুত করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়?
ক) স্প্রেডশিট প্রোগ্রাম
খ) পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম
গ) ওয়ার্ড প্রসেস প্রোগ্রাম
ঘ) ভিজুয়্যাল বেসিক প্রোগ্রাম
সঠিক উত্তর: ক
৩৩। স্প্রেডশিটে গুণ করার সূত্র কোনটি?
ক) A1\ B1
খ) A1×B1
গ) A1/B1
ঘ) A1*B1
সঠিক উত্তর: ঘ
৩৪। স্প্রেডশিটে গুণ করার সময় কোন চিহ্ন ব্যবহার করা হয়?
ক) = (×)
খ) = (/)
গ) ×
ঘ) *
সঠিক উত্তর: ঘ
৩৫। স্প্রেডশীটে গুণ করার প্রক্রিয়া কয় ধরণের?
ক) ১ ধরণের
খ) ২ ধরণের
গ) ৩ ধরণের
ঘ) ৪ ধরণের
সঠিক উত্তর: খ
৩৬। কোনটি ফাংশন?
ক) = SUM
খ) = AVERAGE
গ) = PRODUCT
ঘ) সবগুলো
সঠিক উত্তর: ঘ
৩৭। কোনটি স্প্রেডশিটের যোগের ফাংশন?
ক) ADD
খ) DIV
গ) SUM
ঘ) MUL
সঠিক উত্তর: গ
৩৮। এক্সেলে ভাগ করতে কোনটি ব্যবহার হয়?
ক) ÷
খ) \
গ) /
ঘ) *
সঠিক উত্তর: গ
৩৯। A3 সেলে রক্ষিত পরিমাণের শতকরা ২৫ হিসাব করার জন্য সঠিক ফর্মূলা কোনটি?
ক) =A3/25*100
খ) =A3*25%
গ) =product(A3*100/25)
ঘ) =A3/25%
সঠিক উত্তর: খ
৪০। কী বোর্ডে % লিখতে কোন কী চাপতে হবে?
ক) Shift চেপে 4
খ) Shift চেপে 6
গ) Shift চেপে 7
ঘ) Shift চেপে 5
সঠিক উত্তর: ঘ
এসএসসি ২০২৩ আইসিটি ৪র্থ অধ্যায় MCQ সাজেশন: আমার লেখালেখি ও হিসাব
৪১। ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে-
i. সম্পাদনার সুযোগ পাওয়া যায়
ii. পুরো লেখাকে মুছে ফেলা যায়
iii. লেখাকে পুনর্বিন্যাস করা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: ঘ
৪২। অফিস ২০০৭ এ ডকুমেন্টে ছবি যোগ করার জন্য ব্যবহৃত হয়-
i. Illustration গ্রুপ
ii. Picture আইকন
iii. Clipart আইকন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: ঘ
৪৩। প্যারাগ্রাফ গ্রুপে থাকে-
i. বুলেট
ii. নাম্বার
iii. Spacing
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: ঘ
৪৪। MS Excel-এর সুবিধা হলো-
i. বাজার বিশ্লেষণ করা যায়
ii. শর্ত সাপেক্ষে হিসাব করা যায়
iii. দ্রুত রিপোর্ট তৈরি করা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: ঘ
৪৫। স্প্রেড শিটের সাহায্যে করা যায়—
i. বেতন হিসাব
ii. বাজার বিশ্লেষণ
iii. চার্ট তৈরি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: গ
৪৬। স্পেডশিটে করা যায়-
i. লেখালেখি
ii. সূত্র ব্যবহার
iii. উপাত্ত বিন্যাস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: গ
৪৭। স্প্রেডশিট ব্যবহার হয়-
i. পরীক্ষার ফলাফল বিশ্লেষণে
ii. আয় ও ব্যয়ের হিসাবে
iii. নির্বাচনের ভোট গণনায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: ঘ
৪৮। A2, B2 ও C2 সেল তিনটির গুণফল নির্ণয়ের জন্য প্রয়োজ্য হবে-
i. A2*B2*C2
ii. =product (A2*B2*C2)
iii. =product (A2:C2)
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: গ
উদ্দীপকটি লক্ষ করো এবং নিচের ৪৯নং প্রশ্নের উত্তর দাও-
সাফওয়ান MS Word-এ তার বাড়ির ঠিকানা লিখলো এবং তা কম্পিউটারে সংরক্ষণ করলো।
৪৯। সাফওয়ান তার বাড়ির ঠিকানা প্রথমবার সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করবে?
ক) নিউ
খ) সেইভ
গ) ওপেন
ঘ) সেইভ এজ
সঠিক উত্তর: খ
এসএসসি ২০২৩ আইসিটি ৪র্থ অধ্যায় MCQ সাজেশন: আমার লেখালেখি ও হিসাব
নিচের উদ্দীপকটি লক্ষ্য কর ৫০ ও ৫১ নং প্রশ্নের উত্তর দাও-
A | B | C | |
১ | ক্রয়মূল্য (টাকা) | লাভের হার | বিক্রয়মূল্য |
২ | ৩০০ | ৫ | ? |
৫০। উদ্দীপকের আলোকে "?" সেলের ঠিকানা কী?
ক) B1
খ)B2
গ) C1
ঘ) C2
সঠিক উত্তর: ঘ
৫১। উক্ত সেলের সঠিক সূত্র কোনটি?
ক) =A2*B2%+A2
খ) A2*B2%+A2
গ) =A2*B2+A2
ঘ) A2*B2+A2
সঠিক উত্তর: ক
নিচের উদ্দীপকটি লক্ষ্য কর ৫২ ও ৫৩ নং প্রশ্নের উত্তর দাও-
SL No | A | B | C | D |
1 | Buying Price | Profit | Selling Price | |
2 | 1500 | 15% | ? | |
3 |
৫২। C2 সেলে কোন ফর্মুলা প্রয়োগ করতে হবে?
ক) A1*B2% + A1
খ) = A2*B2% + A2
গ) A1*B1% + A1
ঘ) A2 + B2%
সঠিক উত্তর: খ
৫৩। ফাংশন-
i. SUM()
ii. AVG()
iii. PRODUCT()
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: খ
ওয়ার্ক শিটটি লক্ষ্য করো এবং ৫৪ ও ৫৫ নং প্রশ্নের উত্তর দাও—
A | B | C | D | E | F | |
1 | Name | Ban | Eng | Math | Total | Average |
2 | X | 45 | 50 | 70 | ? | |
3 | Y | 65 | 60 | 80 | ||
4 | Z | 55 | 40 | 50 |
৫৪। '?' চিহ্নিত F2 সেলে কত হবে?
ক) 55.00
খ) 55.33
গ) 68.33
ঘ) 84.33
সঠিক উত্তর: ক
৫৫। 'X' এর Total number বের করতে সূত্র ব্যবহার করতে হবে—
i. = B2 + C2 + D2
ii. Sum (B2 + C2 + D2)
iii. = Sum (B2 : D2 )
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: খ
৫৬। কোনো ডকুমেন্টের শব্দ খোঁজা ও প্রতিস্থাপন করার কমান্ড কোনটি?
ক) রিপ্লেস ফাইন্ড
খ) ফাইন্ড রিপ্লেস
গ) রিপ্লেস ফাউন্ড
ঘ) ফাউন্ড রিপ্লেস
সঠিক উত্তর: খ
৫৭। MS-Word দিয়ে করা যায় -
ক) নির্ভুলভাবে লেখালেখি
খ) কোনো কিছুর ডিজাইন
গ) বেতন বিল প্রস্তুত
ঘ) ই-মেইল পাঠানো
সঠিক উত্তর: ক
৫৮। ফাইন্ড-রিপ্লেস কমান্ড ব্যবহার করে কী করা হয়?
ক) অল্প সময়ে শব্দ খোঁজা এবং প্রতিস্থাপন করা যায়
খ) অল্প সময়ে বাক্য খোঁজা এবং প্রতিস্থাপন করা যায়
গ) অল্প সময়ে ছবি খোজা এবং প্রতিস্থাপন করা যায়।
ঘ) অল্প সময়ে বানান শুদ্ধ করা যায়
সঠিক উত্তর: ক
৫৯। ওয়ার্ড প্রসেসরের সুবিধা কতটি?
ক) ১৩টি
খ) ১৪ টি
গ) ১৫টি
ঘ) ১৬ টি
সঠিক উত্তর: ঘ
৬০। ওয়ার্ড ২০০৭-এ Home ট্যাবের পাশে কোন ট্যাব থাকে?
ক) View
খ) Page layout
গ) Insert
ঘ) Home page
সঠিক উত্তর: গ
শিক্ষামূলক সকল খবর সবার আগে পেতে চোখ রাখুন ShikkhaCare ওয়েবসাইটে।
শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে এখনই "E Shikkha" ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।