পদার্থবিজ্ঞান ১ম অধ্যায় এর গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন খুঁঝছেন? তাহলে এই পোস্ট আপনার জন্যই সাজানো হয়েছে।
পদার্থবিজ্ঞান ১ম অধ্যায় (ভৌতরাশি এবং পরিমাপ) গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন-১. পরিমাপ কাকে বলে?
উত্তরঃ কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে।
প্রশ্ন-2. পরিমাপের একক কাকে বলে?
উত্তরঃপরিমাপের জন্য কোনো রাশির যে অংশকে আদর্শ ধরে পরিমাপ করা হয় তাকে ঐ রাশির পরিমাপের একক বলে।
প্রশ্ন-3. রাশি কাকে বলে?
উত্তরঃ ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, তাকে রাশি বলে।
প্রশ্ন-4. বৈজ্ঞানিক প্রতীক কাকে বলে?
উত্তরঃবিজ্ঞানে ব্যবহৃত সমীকরণগুলোতে ব্যবহৃত রাশিগুলোকে সুনির্দিষ্ট কতকগুলো নিয়মের আওতায় যে সকল হরফ বা চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাকে বৈজ্ঞানিক প্রতীক বলে।
প্রশ্ন-5. মাত্রা কাকে বলে?
একটি ভৌত রাশিতে উপস্থিত বিভিন্ন মৌলিক রাশি সূচককে তার মাত্রা বলে।
প্রশ্ন-6. একক কাকে বলে?
উত্তরঃযে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে একক বলে।
প্রশ্ন-7. মৌলিক রাশি কাকে বলে?
উত্তরঃ যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ যেগুলো অন্য রাশির ওপর নির্ভরশীল নয় বরং অন্যান্য রাশি এদের ব্যবহার করে প্রকাশ করা যায় তাদেরকে মৌলিক রাশি বলে।
প্রশ্ন-8. লব্ধ রাশি/যৌগিক রাশি কাকে বলে?
উত্তরঃ যে সকল রাশিকে মৌলিক রাশি ব্যবহার করে প্রকাশ করা যায় তাদের লন্ধ রাশি বা যৌগিক রাশি বলে।
প্রশ্ন-9. ভেক্টর রাশি কাকে বলে?
যে সকল রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে।
উদাহরণ- ভরবেগ, বেগ, সরণ, বল, প্রাবল্য, ত্বরণ, মন্দন, ভ্রামক, সান্দ্রতা, পৃষ্টটান, মহাকর্ষীয় বল ইত্যাদি।
প্রশ্ন-10. স্কেলার রাশি কাকে বলে?
যে সকল ভৌত রাশিকে শুধুমাত্র মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না তাকে স্কেলার রাশি বলা হয়।
উদাহরণ- দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, ক্ষমতা, শক্তি, সময়, তাপমাত্রা, তড়িৎ বিভব, ঘনত্ব. তাপ, তরঙ্গদৈর্ঘ্য, কম্পাঙ্ক, বিস্তার, দীপন ক্ষমতা, বিদ্যুৎ প্রবাহমাত্রা, রোধ, চার্জ, চৌম্বক বিভব, বৈদ্যুতিক বিভব ইত্যাদি।
প্রশ্ন-11. এক মোল কাকে বলে?
উত্তরঃ যে পরিমাণ পদার্থে 0.012 কিলোগ্রাম কার্বন-12 এ অবস্থিত পরমাণুর সমান সংখ্যক প্রাথমিক ইউনিট (যেমন- পরমাণু, অণু, আয়ন, ইলেকট্রন ইত্যাদি) থাকে তাকে এক মোল বলে।
প্রশ্ন-12. ঘর্ষণের/বলের মাত্রা লিখ।
প্রশ্ন-১3. এক মিটার কাকে বলে?
অথবা, এস. আই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক নির্ধারণে আদর্শ হিসেবে কী ধরা হয়?
উত্তরঃ শূন্যস্থানে আলো sec এ যে দূরত্ব অতিক্রম করে তাকে এক মিটার বলে।
প্রশ্ন-১৪. তুলাযন্ত্র কী?
উত্তরঃ পদার্থবিজ্ঞান ল্যাবরেটরির যে যন্ত্রে ক্ষুদ্র ও বৃহৎ বাটখারা এবং পিভটে দাড় করানো দাড়িপাল্লা দিয়ে যেকোনো আকারের বস্তু ও পদার্থের ভর মাপা সম্ভব হয় তাই হলো তুলা যন্ত্র বা (balance)।
প্রশ্ন-১৫. দীপন তীব্রতার একক কী?
দীপন তীব্রতার একক ক্যান্ডেলা (Cd)।
প্রশ্ন-১৬. তাপমাত্রার এস আই একক কী?
উত্তরঃ তাপমাত্রার এস আই একক কেলভিন।
প্রশ্ন-১7. স্লাইড ক্যালিপার্স/ভার্নিয়ার স্কেল কী?
মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভূল পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট একটি স্কেল ব্যবহার করা হয় তাকে ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্স বলা হয়।
প্রশ্ন-১8. ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? কু.বো. ২১; ব.বো. ২১; রা.বো. ২১
প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুক ছোট তার পরিমাণকে ভার্নিয়ার ধ্রুবক বলে।
প্রশ্ন-19. ভার্নিয়ার সমপাতন কী?
উত্তরঃ ভার্নিয়ার স্কেলের যে দাগটি প্রধান স্কেলের কোনো একটি দাগের সাথে মিলিত হয়বা খুব কাছাকাছি থাকে, তাই ভার্নিয়ার সমপাতন।
প্রশ্ন-20. স্ক্রুগজ কী?
যে পরিমাপক যন্ত্রে একটি সমব্যাসার্ধের মাইক্রোমিটার স্ক্রু থাকে সেটিই স্ক্রুগজ নামে পরিচিত।
প্রশ্ন-21. স্ক্রুগজের ন্যূনাঙ্ক বা লগিষ্ট গণন কাকে বলে? ঢা.বো. ২১; দি.বো. ২১; চ.বো. ২১; ম.বো. ২১
স্ক্রুগজের বৃত্তাকার স্কেলের এক ভাগ ঘুরালে-এর প্রান্ত বা বৃত্তাকার স্কেলটি যতটুকু সরে আসে তাকে স্ক্রুগজের ন্যুনাঙ্ক/লগিষ্ট গণন বলে।
প্রশ্ন-22. পিচ কাকে বলে? সি.বো. ২১; য.বো. ২১
স্ক্রুগজের টুপি একবার ঘুরালে এর যতটুকু সরণ ঘটে এবং রৈখিক স্কেল বরাবর এটি যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে স্ক্রুগজের পিচ বলে।
প্রশ্ন-23. গোলকের আয়তন নির্ণয়ের সূত্রটি লিখ।
উত্তরঃ r ব্যাসার্ধের কোনো গোলকের আয়তন,
প্রশ্ন-24. চূড়ান্ত ত্রুটি কাকে বলে?
কোনো রাশি পরিমাপ করার সময় সম্ভাব্য সর্বোচ্চ ত্রুটিকে চূড়ান্ত ত্রুটি বলে।
প্রশ্ন-25. ব্যক্তিগত ত্রুটি কাকে বলে?
পর্যবেক্ষকের নিজের কারণে পাঠে যে ত্রুটি হয় তাকে ব্যক্তিগত ত্রুটি বলে।
প্রশ্ন-26. যান্ত্রিক ত্রুটি কাকে বলে?
পদার্থবিজ্ঞানে পরীক্ষণের জন্য তথা মাপ জোখের জন্যে আমাদের যন্ত্রের প্রয়োজন হয়। সেই যন্ত্রে যদি ত্রুটি থাকে তাকে যান্ত্রিক এটি বলে।
প্রশ্ন-27. দৈব ত্রুটি কী?
কোনো একটি ধ্রুব রাশি কয়েকবার পরিমাপ করলে যে ত্রুটির কারনে পরিমাপকৃত মানে অসামঞ্জস্য দেখা যায় তাই দৈব ত্রুটি।
________________________________________
শিক্ষা বিষয়ক সকল খবর সবার আগে পেতে চোখ রাখুন ShikkhaCare ওয়েবসাইটে।
শিক্ষামূলক ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই "E Shikkha" ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।