সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টে নিয়োগ বিজ্ঞপ্তি | Circular Jalalabad Cantonment Public School and College

সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টে নিয়োগ বিজ্ঞপ্তি | Circular Jalalabad Cantonment Public School and College | সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টে নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? আজ ১৬ই আগষ্ট ২০২২ ইং তারিখে সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রার্থীদের আবেদন করতে হবে আগামী ২৫ আগষ্ট ২০২২ ইং তারিখের মধ্যে।

বিজ্ঞপ্তিটি নিম্নরূপ-

২। সকল পদের প্রার্থীদেরকে সকল পরীক্ষায় কমপক্ষে ২য় শ্রেণি/বিভাগ অথবা সমমানের জিপিএ থাকতে হবে।

৩। অন্যান্য সুবিধা সরকারি নিয়মে চিকিৎসা ও বাড়িভাড়া ভাতা, প্রতিষ্ঠানের বিধি মােতাবেক উৎসাহ ভাতা, ১০% কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড (চাকরি স্থায়ী হওয়া সাপেক্ষে), আউটফিট ভাতা, যাতায়াত ভাতা, গ্র্যাচুইটি ও প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত পােশাক প্রদান করা হবে। | প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বাসা বরাদ্দ দেয়া হবে।

৪। আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, ০২ কপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি এবং সকল শিক্ষাগত যােগ্যতার | সার্টিফিকেটের সত্যায়িত কপিসহ আবেদনপত্র আগামী ২৫ আগস্ট ২০২২ তারিখের মধ্যে ডাকযােগে অথবা ব্যক্তিগতভাবে অধ্যক্ষ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বরাবর পাঠাতে হবে। আবেদনপত্রে মােবাইলফোন নম্বর ও খামের ওপরে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

৫। অধ্যক্ষ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ-এর অনুকূলে যেকোনাে তফসিলি ব্যাংকের শাখা হতে ক্রমিক নং (১-৩) এ বর্ণিত প্রার্থীদের জন্য ৫০০.০০ টাকা এবং ক্রমিক নং (৪-৫) এ বর্ণিত প্রার্থীদের জন্য ৩০০.০০ টাকার MICR পে অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযােগ্য) অথবা দি ট্রাস্ট ব্যাংক লিমিটেড জালালাবাদ সেনানিবাস শাখা জেসিপিএসসি ফাণ্ড হিসাব নম্বর ০০১১০৩২০০০০০৮১ এর অনুকুলে জমা করতঃ মাস্লীপ আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে। সকল প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২৭ আগস্ট ২০২২ তারিখ শনিবার সকাল ১০:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। এ জন্য কোনাে প্রবেশপত্র ইস্যু করা হবে না। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনাে প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।


শিক্ষামূলক সকল খবর সবার আগে পেতে চোখ রাখুন ShikkhaCare ওয়েবসাইটে।

শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে এখনই "E Shikkha" ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।

Leave a Comment

error: Content is protected !!