৮ম শ্রেণির আইসিটি ১ম-অধ্যায় : MCQ সাজেশন | শিক্ষা কেয়ার

৮ম শ্রেণির আইসিটি ১ম-অধ্যায় MCQ সাজেশন: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব খুঁজছেন? আজ অষ্টম (৮ম) শ্রেণির জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ১ম অধ্যায় "তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব” থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ১৫০টি নৈর্ব্যত্তিক (MCQ) প্রশ্ন ও উত্তর শেয়ার করা হবে শিক্ষা কেয়ার ওয়েবসাইটে; যা অনুশীলন করলে তোমাদের J.S.C পরীক্ষার বাংলা বিষয়ের সুভা গল্প থেকে বহুনির্বাচনি প্রশ্ন দিলে এর মধ্য থেকে পেতে পারো। এই সকল বহুনির্বাচনি প্রশ্ন সকল শিক্ষা বোর্ড ও অনুধাবন, জ্ঞান ও উচ্চতর দক্ষতা  থেকে নেওয়া হয়েছে। আশা করি এই সকল বহুনির্বাচনি প্রশ্নোত্তর তোমাদের উপকারে আসবে। অন্যান্য বিষয় এবং অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো ডাউনলোড করতে নিচে দেয়া লিংকে ক্লিক করো।

৮ম শ্রেণির আইসিটি ১ম-অধ্যায় MCQ

Class 8 ICT Chapter 1 MCQ Suggestion

১. পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তি সেঁটে দেয়া হতো—   

I. সংশ্লিষ্ট দপ্তরের নোটিশ বোর্ডে

II. বড় বড় সরকারি প্রতিষ্ঠানের দেয়ালে

III. সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে

নিচের কোনটি সঠিক?

ক I ও III              খ I ও III             গ II ও III            ঘ I, II ও III

নিচের অনুচ্ছেদটি পড়ে ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও :

ফ্রন্টলাইন একটি সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠান। গত বছর এই প্রতিষ্ঠানের প্রকৌশলীরা অফিসে গিয়ে কার্যক্রম পরিচালনা করত। কিন্তু বর্তমানে তারা অফিসে না গিয়ে ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসে কাজ করতে পারছে।

২. প্রকৌশলীরা ঘরে বসে কাজ করার কারণে ফ্রন্টলাইন ডটকম প্রতিষ্ঠানটির—

I. কমীর্র সংখ্যা কমেছে

II. কাজের ধরন পাল্টাচ্ছে

III. ব্যয় বৃদ্ধি পেয়েছে

নিচের কোনটি সঠিক?

ক I ও III              খ I ও III              গ II ও III            ঘ I, II ও III

৩. উক্ত প্রতিষ্ঠানটি বর্তমানে কিসে পরিণত হয়েছে?  

ক ক্ষতিকারক প্রতিষ্ঠান           

খ  দুনীর্তিগ্রস্ত প্রতিষ্ঠান

গ ভাচুর্য়াল প্রতিষ্ঠান     

ঘ অলাভজনক প্রতিষ্ঠান

৪. ব্রডকাস্ট এর বাংলা অর্থ কী?

ক একমুখী         খ বহুমুখী          গ দ্বিমুখী            ঘ ত্রিমুখী

৫. একমুখী পদ্ধতির সবচেয়ে সহজ উদাহরণ কোনটি?

ক রেডিও            খ কম্পিউটার   গ ই—মেইল    ঘ মোবাইল ফোন

৬. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যোদ্ধাদের সাথে যোগাযোগ করা কষ্টকর ছিল কেন?        

ক মোবাইল ফোন আবিষ্কার না হওয়ায়

খ মুক্তিযোদ্ধার কাছে মোবাইল না থাকায়

গ মোবাইলের নেটওয়ার্কে সমস্যা থাকায়

ঘ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনুন্নত থাকায়

৭. চট্টগ্রামে নৌ—কমান্ডোদের দ্বারা পরিচালিত অভিযানটি কত তারিখে পরিচালিত হয়?

ক ১৯৭১ সালের ১৪ আগস্ট    

খ ১৯৭১ সালের ১৫ আগস্ট

গ ১৯৭১ সালের ১৬ আগস্ট    

ঘ ১৯৭১ সালের ১৭ আগস্ট

৮. মুক্তিযুদ্ধের সময় নিচের কোন গানটি সংকেত হিসেবে আকাশবাণী রেডিওতে প্রচার হয়েছিল?       

ক আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি

 খ আমি তোমায় যত শুনিয়েছিলাম গান

গ জয় বাংলা, বাংলার জয়

ঘ সব কটা জানালা খুলে দাও না

৯. একটি প্রতিষ্ঠান যে পদ্ধতিতে অনেকের সাথে যোগাযোগ করে তাকে কী বলে?             

ক ব্রডকাস্ট        খ ব্রডব্যান্ড       গ ন্যারোকাস্ট  ঘ মাল্টিকাস্ট

১০. টিভি চ্যানেলগুলো কোন পদ্ধতি ব্যবহার করে তাদের অনুষ্ঠান প্রচার করে?                     

ক ব্রডব্যান্ড      খ ব্রডকাস্ট        গ ন্যারোকাস্ট  ঘ মাল্টিকাস্ট

১১. অনলাইনে ট্রেনের টিকেট কেনার জন্য ব্যবহৃত মাধ্যম কোনটি?                

ক এটিএম         খ রোবট           গ ফ্যাক্স                           ঘ ইন্টারনেট

১২. সাবরিনার ল্যাপটপে ইন্টারনেট সংযোগ লাগানো আছে। প্রযুক্তি ব্যবহার করে সে কোন কাজটি করতে পারবে? 

ক খাবার রান্না করা      

খ ট্রেনের টিকেট কাটা

গ  পড়া মুখস্থ করা       

ঘ ঘর পরিষ্কার করা

১৩. আমাদের দুনিয়াটা খুব দ্রুত বদলে যাচ্ছে। এর পেছনে কার অবদান সবচেয়ে বেশি?             

ক বিজ্ঞান ও যোগাযোগ প্রযুক্তির         

খ কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির

গ বিজ্ঞান ও চিকিৎসা প্রযুক্তির             

ঘ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির

১৪. ইন্টারনেটের মাধ্যমে দরখাস্ত পাঠানো সম্পর্কে কোন তথ্যটি সঠিক?

ক অধিক ব্যয় ও সময় সাপেক্ষ            

খ অধিক ব্যয় ও ঝামেলাপূর্ণ

গ সময়, শ্রম ও অর্থ সাশ্রয়ী      

ঘ সময় সাশ্রয়ী কিন্তু ব্যয়বহুল

১৫. বিদেশ থেকে টাকা পাঠাতে এখন—         

I. সময় কম লাগে         

II. অল্প টাকা লাগে

III. কোনো ঝামেলা পোহাতে হয় না

নিচের কোনটি সঠিক?

ক i ও ii              খ i ও iii             গ ii ও iii           ঘ i, ii ও iii

১৬. আবিদের ল্যাপটপে ইন্টারনেট সংযোগ দেয়া আছে। সে তার ল্যাপটপটি ব্যবহার করতে পারবে—

I. চাকরির দরখাস্ত করতে        

II. পড়া মুখস্থ করতে

III. ট্রেনের টিকিট কাটতে

নিচের কোনটি সঠিক?

ক i ও ii              খ i ও iii              গ ii ও iii            i, ii ও iii

১৭. শামীমা ঘরে বসে চাকরির দরখাস্ত করতে চায়। এজন্য তার লাগবে—

I. টাইপ রাইটার             II.  ল্যাপটপ      III. মডেম

নিচের কোনটি সঠিক?

ক i ও ii              খ i ও iii             গ ii ও iii            ঘ i, ii ও iii

১৮. আজ শাওনের পিইসি পরীক্ষার ফলাফল বের হয়েছে। সে আজই তার ফলাফল জানতে যেসব মাধ্যমের সাহায্য নিতে পারে—

I. পত্রিকা           II. ইন্টারনেট    III. মোবাইল ফোন

নিচের কোনটি সঠিক?

ক i ও ii              খ i ও iii             গ ii ও iii            ঘ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে  ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও :

জুঁইয়ের দাদু প্রতিদিন প্রাতঃভ্রমণ থেকে ফিরে এসে পত্রিকা নিয়ে বসেন। আজ জুঁই তার দাদুকে পত্রিকা পড়ার জন্য ল্যাপটপের সামনে বসিয়ে দিল।

১৯. অনুচ্ছেদে আলোচিত বিষয়টি মূলত কী? 

ক সংবাদ প্রকাশের মাধ্যম        

খ বিনোদন লাভের মাধ্যম

গ বিজ্ঞাপন প্রকাশের মাধ্যম  

ঘ গণসচেতনতা সৃষ্টির মাধ্যম

২০. জুঁইয়ের দেয়া প্রযুক্তিটি ব্যবহার করলে অতিরিক্ত সুবিধা হিসেবে জুঁইয়ের দাদু—                

I. একাধিক পত্রিকা পড়তে পারবেন

II. বিগত তারিখের পত্রিকা পড়তে পারবেন

III. অনলাইন জরিপে অংশ নিতে পারবেন

নিচের কোনটি সঠিক?

ক i ও ii              খ i ও iii             গ ii ও iii           ঘ i, ii ও iii

৮ম শ্রেণির আইসিটি ১ম-অধ্যায়

২১. আউটসোর্সিং এর জন্য কোনটি আবশ্যক?

 ক রাউটার       খ ইন্টারনেট     গ সুইচ               ঘ পেনড্রাইভ

২২.তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সমাজে কোন স্তরে পরিবর্তন সূচনা করেছে?             

ক নিম্নস্তরে      খ মধ্যস্তরে       গ উচ্চস্তরে      ঘ বিভিন্ন স্তরে

২৩. এমআইটি—এর পূর্ণরূপ কী?         

ক মাস্টার অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলোজি

খ ম্যাসাসুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি

গ মাল্টি লেভেল ইনফরমেশন টেকনোলজি

ঘ মাল্টি ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি

২৪. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগের ফলে কোনটি ঘটেছে?       

ক বিশ্বব্যাপী কাজের পরিমাণ কমেছে

খ বিশ্বব্যাপী বেকারের সংখ্যা বেড়েছে

গ বিশ্বব্যাপী নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে

ঘ বিশ্বব্যাপী সনাতনী কাজের চাহিদা বৃদ্ধি পেয়েছে

২৫. 'Connectivity is Productivity'—এটা কার সংজ্ঞা?  

ক মোস্তাফা জবক্ষার   খ ড. ইকবাল কাদির

গ ড. হুমায়ুন রশিদ      ঘ ড. জিন হেনরি

২৬. বিভিন্ন কারখানার বিপজ্জনক কাজগুলোতে মানুষের পরিবর্তে বর্তমানে কী ব্যবহার করা হয়?

ক কম্পিউটার খ ইন্টারনেট   গ রোবট           ঘ মোবাইল

২৭. তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মীর কী বৃদ্ধি পায়?         

ক বেতন            খ দক্ষতা            গ সমন্বয়হীনতা                            ঘ ব্যস্ততা

২৮. তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কর্মীরা অনেক দক্ষ হয়ে উঠছে। এর প্রভাব কী?         

ক সমাজে বেকার সমস্যা বৃদ্ধি             

খ প্রতিষ্ঠানের সকল কাজের ধরন পরিবর্তন

গ  প্রতিষ্ঠানের কম কর্মীর দ্বারা বেশি কাজের সুযোগ সৃষ্টি

ঘ প্রতিষ্ঠানের অদক্ষ কর্মীদের চাকরির ঝুঁকি বৃদ্ধি

২৯. এটিএম এর পূর্ণরূপ কী?

ক আর্মি ট্রেনিং মেশিন             

খ এসিসটেন্ট ট্রেনারস মিটিং

গ এসোসিয়েশন অব ট্রেনিং ম্যানেজার

ঘ অটোমেটেড টেলর মেশিন

৩০. ব্যাংকের এটিএম মেশিন ব্যবহার করে কী করা যায়?       

ক নগদ অর্থ তোলা যায়             

খ নগদ অর্থ জমা দেওয়া যায়

গ যেকোনো পণ্য ক্রয় করা যায়           

ঘ যেকোনো পণ্য বিক্রয় করা যায়

৩১. কোনটি ব্যবহার করে দিন রাত যেকোনো সময় গ্রাহকদের নির্দিষ্ট প্রশ্নের জবাব দেয়া যায়?            

ক টেলিফোন এক্সচেঞ্জ মেশিন            

খ ইন্টারেকটিভ ভয়েস প্রযুক্তি

গ মোবাইল ফোন টেকনোলজি           

ঘ টেলিকমোনিকেশন টেকনোলজি

৩২. কোনটির কারণে অনেক কাজের ধরন প্রতিনিয়ত বদলে যাচ্ছে?             

ক ইন্টারনেট    খ মোবাইল       গ আইসিটি        ঘ কম্পিউটার

৩৩. কম্পিউটারের সহায়তায় দক্ষতা ছাড়া কী ধরনের কাজ করা যায়?             

ক সফটওয়্যার ডেভেলপমেন্ট             

খ ওয়েবপেজ তৈরি

গ ভিডিও এডিটিং         

ঘ সার্ভার নিয়ন্ত্রণ

৩৪. স্বয়ংক্রিয়ভাবে মনিটরিং ব্যবস্থা কমীর্দের কোন ধরনের প্রবণতা হ্রাস করে?         

ক অর্থ আত্মসাৎপ্রবণতা          

খ দেরি করে আসার প্রবণতা

গ কাজে ফাঁকি দেয়ার প্রবণতা

ঘ কাঁচামাল নষ্ট করার প্রবণতা

৩৫. আইসিটির কারণে অনেক প্রতিষ্ঠান কিসে পরিণত হয়েছে?         

ক সরকারি প্রতিষ্ঠানে 

খ একমালিকানা প্রতিষ্ঠানে

গ ভাচুর্য়াল প্রতিষ্ঠানে   

ঘ বৃহদায়তন প্রতিষ্ঠানে

৩৬. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে বড় প্রণোদনা কী?                

ক নিত্য নতুন কাজের ক্ষেত্র সৃষ্টি

খ প্রতিষ্ঠানের কাজের ধরন পরিবর্তন

গ প্রতিষ্ঠানের কমীর্ সংখ্যা হ্রাস          

ঘ কমীর্দের মধ্যে প্রণোদনা সৃষ্টি

৩৭. ই—ল্যান্স কী?       

ক একটি জনপ্রিয় প্রোগ্রাম      

খ একটি অপারেটিং সিস্টেম

গ একটি মোবাইল কোম্পানি 

ঘ একটি ইন্টারনেট সাইট

৩৮. তথ্যপ্রযুক্তি গবেষণা জগতে কী যোগ করেছে?    

ক নতুন একটা বিষয়  

খ নতুন একটা অংশ

গ নতুন একটা উৎসাহ             

ঘ নতুন একটা মাত্রা

৩৯. প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে—  

I. তাদের উৎপাদনশীলতা বাড়ে

II. নতুন নতুন কর্মোদ্যোগ তৈরি হয়

III. নতুন কাজের সুযোগ নষ্ট হয়

নিচের কোনটি সঠিক?

ক  i ও ii              খ i ও iii             গ ii ও iii           ঘ i, ii ও iii

৪০. মালিহা নিজেকে আউটসোর্সিং কাজে নিযুক্ত করতে চায়। এজন্য তার প্রয়োজন— 

I. কাজের দক্ষতা          

II. ভাষা দক্ষতা

III. ব্যবস্থাপনা দক্ষতা

নিচের কোনটি সঠিক?

ক I ও III              খ I ও II              গ II ও III            ঘ I, II ও III

৮ম শ্রেণির আইসিটি ১ম-অধ্যায়

৪১. 'Connectivity is Productivity'—বলতে কী বোঝায়?

ক প্রযুক্তিতে জনগণের সংযুক্তি কমলে উৎপাদনশীলতা কমে

খ প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে উৎপাদনশীলতা কমে

গ প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে উৎপাদনশীলতা বাড়ে

ঘ প্রযুক্তিতে জনগণের সংযুক্তি কমলে উৎপাদনশীলতা বাড়ে

৪২. পাবলিক পরীক্ষার ফলাফল জানা যায় নিচের কোনটির সাহায্যে?

ক টেলিভিশন  খ ফ্যাক্স          গ মোবাইল ফোন           ঘ রোবট

৪৩. ইন্টারনেট সেবা পাওয়া যায় নিচের কোন যন্ত্রটির সাহায্যে?

     ক টেলিভিশন  খ ফ্যাক্স             গ মোডেম         ঘ রোবট

৪৪. মোডেমের সাহায্যে ইন্টারনেট সংযোগ নিতে চাইলে নিচের কোন যন্ত্রটির প্রয়োজন হবে?

ক কম্পিউটার   খ CD   গ DVD ঘ রাউটার

৪৫. ড. ইকবাল কাদির কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক?

ক Dhaka University      

খ MIT

গ Oxford University           

ঘ Cambridge University

৪৬. বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানটি সংক্ষেপে বুয়েট নামে পরিচিত?            

ক ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

 খ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ঘ শাহজালাল প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৪৭. একস্থান থেকে অন্যস্থানে টাকা পাঠানো যায় নিচের কোনটির সাহায্যে?            

  ক টেলিভিশন  খ ফ্যাক্স             গ রোবট            ঘ মোবাইল

৪৮. অল্প কিছুদিন আগেও চাকরির দরখাস্ত লিখতে মানুষ কোনটি ব্যবহার করত?

  ক কাগজ—কলম          খ টাইপ রাইটার

  গ কম্পিউটার                ঘ ল্যাপটপ

৪৯. পূর্বের তুলনায় বর্তমানে চাকরির দরখাস্ত করা অনেক সহজ। এর যথার্থ কারণ কী?             

ক এখন ঘরে বসেই পত্রিকা পাওয়া যায়

খ এখন সবার ঘরে টাইপ রাইটার আছে

গ এখন দরখাস্ত টাইপ করার দরকার হয় না

ঘ এখন ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই দরখাস্ত করা যায়

৫০. চাকরির খবর সাধারণত কিসে ছাপা হয়?  

ক  পত্রিকায়        

খ  দেয়ালে          

গ পাঠ্যপুস্তকে

ঘ  প্রোফাইলে

৫১. রেডিওর সম্প্রচার পদ্ধতিকে একমুখী বলার কারণ কী?   

  ক রেডিওতে একজন ব্যক্তি অনুষ্ঠান সম্প্রচার করে

  খ রেডিওতে অনুষ্ঠান প্রচারের জন্য একটি স্টেশন রয়েছে

  গ রেডিওর শ্রোতারা পাল্টা যোগাযোগ করতে পারে না

  ঘ রেডিওতে একটির বেশি চ্যানেল থাকে না

৫২. টেলিভিশনে শত শত চ্যানেল দেখতে পাওয়ার যথার্থ কারণ কী? 

ক তথ্য প্রযুক্তির যুগান্তকারী উন্নয়ন       

খ টেলিভিশন প্রযুক্তির উন্নয়ন

গ ব্রডকাস্ট পদ্ধতির উন্নয়ন     

ঘ দ্বিমুখী প্রচার ব্যবস্থার উন্নয়ন

৫৩. পৃথিবীর যেকোনো প্রান্তে ঘটে যাওয়া ঘটনা আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাই। এটা কার অবদান?

ক টেলিভিশন প্রযুক্তির

খ তথ্যপ্রযুক্তির

গ কম্পিউটার প্রযুক্তির

ঘ মোবাইল প্রযুক্তির

৫৪. তথ্যপ্রযুক্তির কারণে গবেষণায় মানুষের কোনটি হ্রাস পেয়েছে?  

  ক দৈহিক পরিশ্রম          খ মানসিক পরিশ্রম

  গ আগ্রহ                          ঘ বিনিয়োগ

৫৫. একমুখী পদ্ধতিকে ইংরেজিতে কী বলে?   

  ক One mouth  খ One way    গ Unique              ঘ Broadcast

৫৬. ব্রডকাস্ট পদ্ধতির একটা সহজ উদাহরণ কোনটি?            

ক  খবরের কাগজ 

খ টেলিফোন

গ মোবাইল ফোন 

ঘ আলোচনা সভা

৫৭. ধীরে ধীরে কাগজে ছাপা খবরের কাগজের স্থান দখল করছে কোনটি?           

  ক টেলিভিশন স্ক্রিনের খবরের কাগজ

  খ কম্পিউটার স্কিনের খবরের কাগজ

  গ রেডিওতে সংবাদ প্রচারের চ্যানেলগুলো

  ঘ সংবাদ সংস্থার সাপ্তাহিক পত্রিকা

৫৮. যোগাযোগের একমুখী পদ্ধতির সম্পূরক রূপ কোনটি?     

ক দ্বিমুখী যোগাযোগ      

খ বহুমুখী যোগাযোগ

গ ত্রিমুখী যোগাযোগ     

ঘ বহুমুখী যোগাযোগ

৫৯. আজমল সাহেবকে ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন দেশের মানুষের সাথে সবসময় যোগাযোগ রাখতে হয়। এরূপ যোগাযোগে সে কোনটি ব্যবহার করে? 

ক তার নাম                      

খ তার পার্মানেন্ট এড্রেস

গ তার ই—মেইল অ্যাড্রেস         

ঘ তার ভোটার আইডি কার্ড

৬০. E-mail এর পূর্ণরূপ কোনটি?      

ক Electric Mail         

খ Electronic Mail

গ Electric Method   

ঘ Electronic Methodology

৮ম শ্রেণির আইসিটি ১ম-অধ্যায়

৬১. টেলিফোনে কী ধরনের যোগাযোগ পদ্ধতি ব্যবহার করা হয়?          

  ক একমুখী        খ দ্বিমুখী             গ ত্রিমুখী           ঘ চতুমুর্খী

৬২. এখন মানুষের নামের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ পরিচয় কী?   

  ক মোবাইল নম্বর          খ ফ্যাক্স নম্বর

  গ ওয়েব অ্যাড্রেস         ঘ ই—মেইল অ্যাড্রেস

৬৩. ই—মেইল অ্যাড্রেস কী দ্বারা গঠিত?            

ক কয়েকটি অক্ষর         

খ কয়েকটি শব্দ

গ কয়েকটি বাক্য           

ঘ কয়েকটি অ্যাড্রেস

৬৪. পৃথিবীর বেশির ভাগ মানুষের মধ্যকার যোগাযোগ মাধ্যমটি কী?                 

  ক মোবাইল      খ ফ্যাক্স             গ ই—মেইল      ঘ রেডিও

৬৫. একমুখী ব্রডকাস্ট ও দ্বিমুখী ব্যক্তিগত যোগাযোগে ব্যবহার করার জন্য কোন ওয়েবসাইটটি অধিক কার্যকর?

ক www.yahoo.com 

খ www.google.com

গ www.facebook.com          

ঘ www.msn.com

৬৬. যোগাযোগের একমুখী পদ্ধতির উদাহরণ হলো—             

  I. রেডিও স্টেশন থেকে অনুষ্ঠান প্রচার

  II. টেলিভিশন স্টেশন থেকে অনুষ্ঠান প্রচার

  III. আশ্রয় কেন্দ্র থেকে সতর্কবাণী ঘোষণা

  নিচের কোনটি সঠিক?

  ক I ও III            খ I ও III             গ I ও III             ঘ I, II ও III

৬৭. ব্রডকাস্ট পদ্ধতি ব্যবহার করে যোগাযোগ করে থাকে— 

I. খবরের কাগজ            

II. টিভি চ্যানেল

III. ম্যাগাজিন

নিচের কোনটি সঠিক?

  ক I ও III            খ I ও III              গ I ও III             ঘ I, II ও III

৬৮. মালিহা সাহিত্য বিষয়ে গবেষণা করার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে তার  কোন প্রযুক্তির সাহায্য লাগবে?

ক মোবাইল প্রযুক্তি        

খ টেলিভিশন প্রযুক্তি

গ ইন্টারেকটিং ভয়েস প্রযুক্তি  

ঘ তথ্যপ্রযুক্তি

৬৯. জলির প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে খবরের কাগজ পড়ার অভ্যাস। এই কাজে সে ব্যবহার করতে পারবে—           

I. কম্পিউটার                

II. স্মার্ট মোবাইল ফোন

III. এলসিডি টেলিভিশন

  নিচের কোনটি সঠিক?

  ক I ও III              খ I ও III                গ II ও III          ঘ I, II ও III

৭০. দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি ব্যবহার করা হয়-

  I. মোবাইলে      II. টিভি চ্যানেলে            III. টেলিফোনে

  নিচের কোনটি সঠিক?

  ক I ও  II             খ I ও III              গ II ও III             ঘ I, II ও III

৮ম শ্রেণির আইসিটি ১ম-অধ্যায়

৭১. মানুষ সামাজিক ওয়েবসাইট ব্যবহার করে-         

  I. একে অপরের সাথে যোগাযোগ করার জন্য

  II. সবাই মিলে সংগঠিত হওয়ার জন্য

  III. সবাই মিলে আন্দোলন করার জন্য

  নিচের কোনটি সঠিক?

  ক I ও III            খ I ও II   গ I ও III           ঘ I, II ও III

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭২ও ৭৩ নং প্রশ্নের উত্তর দাও :

অষ্টম শ্রেণিতে ওঠার পর সোহানার বড় ভাই তাকে একটি ই—মেইল অ্যাড্রেস খুলে দেয়। ফলে সে তার বিভিন্ন দেশের বন্ধুদের সাথে এখন সহজেই যোগাযোগ করতে পারে।

৭২. সোহানার এড্রেসটি মূলত কী?

ক তার একটি নাম         

খ তার একটি পরিচয়

গ তার একটি সম্পদ     

ঘ তার একটি গুণ

৭৩. সোহানার ব্যবহৃত পদ্ধতিতে যোগাযোগ করতে একান্ত আবশ্যক—             

I. কম্পিউটার ও ইন্টারনেট       

II. একটি স্থায়ী ঠিকানা

III. একটি ই—মেইল অ্যাড্রেস

নিচের কোনটি সঠিক?

  ক I ও III            খ I ও iii   গ I ও II            ঘ I, II ও III

৭৪. পণ্য বিক্রয়ের সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থাকে কী বলে?

  ক GS  খ  GPS       গ EPS   ঘ EPOS

৭৫. কর্মস্থলে কমীর্দের বেতনভাতা হিসাব করা হয় কিসের সাহায্যে?

  ক হার্ডওয়্যার   খ ইন্টারনেট    গ সফটওয়্যার ঘ প্রিন্টার

৭৬. স্বয়ংক্রিয়ভাবে মনিটরিং করা যায় নিচের কোনটির সাহায্যে?

  ক CCTV                      খ ক্যামেরা

  গ Setpu Box      ঘ ডিজিটাল ক্যামেরা

৭৭. আইসিটি ব্যবসায়ের কী কমাতে সাহায্য করে?       

  ক কাঁচামাল      খ মজুদ পণ্য    গ মুনাফা           ঘ খরচ

৭৮. উন্নত প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কোনটি সঠিক?  

  ক কম কাঁচামালে অধিক উৎপাদন হয়

  গ কম সময়ে অধিক কাজ করা যায়

  গ অধিক কর্মী দ্বারা কম কাজ হয়

  ঘ সময়, শ্রম ও অর্থের অপচয় হয়

৭৯. ব্যবসার একটি বড় খরচ কী?         

ক উৎপাদন ব্যবস্থাপনা             

খ কর্মী ব্যবস্থাপনা

গ পণ্যের মজুদ               

ঘ বিপণন

৮০. শফিক সাহেব একজন চাল ব্যবসায়ী। তিনি কিসের সঙ্গে সংগতি রেখে তার মালের মজুদ নিয়ন্ত্রণ করবেন? 

ক তথ্য চাহিদা                 

খ মৌলিক চাহিদা

গ বাজার চাহিদা              

ঘ মজুদ চাহিদা

৮ম শ্রেণির আইসিটি ১ম-অধ্যায়

৮১. কী ব্যবহারের মাধ্যমে পণ্যের প্রয়োজনীয় মজুদের হালনাগাদ তথ্য জানা যায়?                       

  ক ফ্যাক্স            খ মোবাইল       গ সফটওয়্যার  ঘ হার্ডওয়্যার

৮২. কর্মীর ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ উৎপাদনে কী আনয়ন করে?    

  ক মিতব্যয়িতা  খ গতিশীলতা    গ গতিহীনতা    ঘ জড়তা

৮৩. কিসের মাধ্যমে যেকোনো স্থান থেকে মৌখিক যোগাযোগ করা সম্ভব?  

  ক টেলিভিশন খ মোবাইল        গ ফ্যাক্স             ঘ ওয়েবসাইট

৮৪. ব্যবসায়ের যেসব ক্ষেত্রে ক্রেতা বা বিক্রেতার স্বাক্ষর প্রয়োজন সেসব ক্ষেত্র সম্পর্কে কোনটি সঠিক?

  ক  মোবাইল ফোন দ্রুত কাজ করে

  গ  ফ্যাক্স মেশিন গুরুত্বপূর্ণ  ভূমিকা রাখে

  গ  ইন্ট্রানেট সংস্থাপন অবশ্যক হয়ে পড়ে

  ঘ  তথ্যপ্রযুক্তি অর্থহীন হয়ে পড়ে

৮৫. কিসের মাধ্যমে দ্রুত লিখিত যোগাযোগ করা যায়?              

  ক মোবাইল      খ রোবট            গ ই—মেইল      ঘ স্যাটেলাইট

৮৬. কিসের মাধ্যমে পণ্য সেবার খবর সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়া যায়?               

  ক মোবাইল ফোন         খ ফ্যাক্স মেশিন

  গ ইন্ট্রানেট                      ঘ ইন্টারনেট

৮৭. জাবেদ সাহেব একজন পোশাক ব্যবসায়ী। কোনটি ব্যবহার করে তিনি তার ব্যবসায়ের যাবতীয় হিসাব সুষ্ঠু ভাবে সংরক্ষণ করতে পারেন?

  ক এমএসওয়ার্ড            খ স্প্রেডশিট         গ ফটোশপ                     ঘ ইলাসট্রেটর

৮৮. যেকোনো নতুন পণ্য বাজারে চালু করার পূর্বে কোনটি আবশ্যক?             

ক  বর্তমান বাজার জানা              

খ  বর্তমান পণ্যের বিলুপ্তি

গ ভবিষ্যৎ বাজার জানা             

ঘ  ভবিষ্যৎ চাহিদা জানা

৮৯. EPOS এর পূর্ণরুপ কী?     

ক ইলেকট্রনিক পেপার অব সেল          

খ  ইলেকট্রনিক পয়েন্ট অব সেল

গ ইলেকট্রনিক পয়েন্ট অব সিস্টেম     

ঘ ইকো প্রিপারেশন অব সার্জাারি

৯০. বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবার বিজ্ঞাপন প্রচারে নিজস্ব ওয়েব সাইট ব্যবহার করে। এর মূল কারণ কী?

ক যুগের সাথে তাল মেলানো    

খ  আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার

গ বিজ্ঞাপন খরচ সর্বনিম্নে রাখা              

ঘ বিজ্ঞাপন আইন মান্য করা

৮ম শ্রেণির আইসিটি ১ম-অধ্যায়

৯১. জিপিএস বা অনুরূপ ব্যবস্থাদির মাধ্যমে কী করা যায়?      

  ক  পণ্য বা সেবার বিজ্ঞাপন প্রচার করা যায়   

  খ  বিক্রয়ের সকল তথ্য সংরক্ষণ করা যায়

  গ পণ্যের বর্তমান বাজার সম্পর্কে জানা যায়

   কম খরচে পণ্য সরবরাহের পরিকল্পনা করা যায়

৯২. কোনো ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন দপ্তরগুলোর মধ্যকার নিজস্ব যোগাযোগ ব্যবস্থাকে কী বলে?             

  ক  ইন্টারনেট   খ  ইন্ট্রানেট       গ ই—মেইল     ঘ স্যাটেলাইট

৯৩. কিসের কারণে ব্যবসা—বাণিজ্যে আমূল পরিবর্তন সূচিত হয়েছে?             

  ক  আইসিটি       খ  মোবাইল      গ ফ্যাক্স             ঘ ওয়েবসাইট

৯৪. ক্ষুদ্র ব্যবসায়ীরা কী ব্যবহার করে তাদের ব্যবসার হিসাব সংরক্ষণ করেন?                              

  ক ইন্ট্রানেট       খ ইন্টারনেট    গ ই—মেইল     ঘ স্প্রেডশিট

৯৫. পণ্য বিপণনে নতুন মাত্রা যোগ হয়েছে কী ব্যবহারের ফলে?          

  ক ইন্ট্রানেট       খ ইন্টারনেট    গ আইসিটি        ঘ স্প্রেডশিট

৯৬. ব্যবসায়ের মূল উদ্দেশ্য হলো —   

  I. কম খরচে পণ্য বা সেবা উৎপন্ন করা

  II. কম সময়ে পণ্য বা সেবা উৎপন্ন করা

  III. দ্রুত সময়ে পণ্য ভোক্তার কাছে পৌঁছে দেওয়া

  নিচের কোনটি সঠিক?

  ক I ও II             খ I ও III              গ II ও III          ঘ I, II ও III

৯৭. বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে আইসিটির গুরুত্বপূর্ণ  অবদান রাখছে?           

  I. প্রতিষ্ঠানের কর্মী ব্যবস্থাপনায়

  II. কর্মীদের দক্ষতার মান উন্নয়নে

  III. কর্মীদের মধ্যকার সমন্বয়হীনতায়

  নিচের কোনটি সঠিক?

  ক I ও II               খ I ও III                গ II ও III          ঘ I, II ও III

৯৮.  আরমান সাহেব একজন শিল্পপতি। তিনি তার ব্যবসায়ের যেসব ক্ষেত্রে আইসিটি নিয়ন্ত্রিত যন্ত্রপাতি ব্যবহার করতে পারবেন— 

  I. কমীর্ ব্যবস্থাপনায়   II. কাঁচামাল সংগ্রহে

  III. উৎপাদন ব্যবস্থাপনায়

  নিচের কোনটি সঠিক?

  ক I ও II             খ II ও III            গ I ও III             ঘ I, II ও III

৯৯. ব্যবসায়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করলে—  

  I. ব্যবসায়ের খরচ বৃদ্ধি পায়

  II. কম সময়ে অধিক কাজ করা যায়

  III. কম খরচে পণ্য বিক্রয় করা যায়

  নিচের কোনটি সঠিক?

  ক I ও II             খ I ও III                   গ II ও III        ঘ I, II ও III

১০০. আইসিটি নিয়ন্ত্রিত উৎপাদন ব্যবস্থাপনায়-

  I. মজুদের হালনাগাদ তথ্য জানা যায়

  II. কম খরচে অধিক উৎপাদন করা যায়

  III. সার্বক্ষণিক মনিটরিং এর সুযোগ থাকে

  নিচের কোনটি সঠিক?

  ক I ও II             খ I ও III              গ II ও III          ঘ I, II ও III

৮ম শ্রেণির আইসিটি ১ম-অধ্যায়

১০১. স্বল্পমূল্যে পণ্য বা সেবার বিজ্ঞাপন প্রচার করা যায়-

I. ব্লগে                 

II. ওয়েব সাইটে

III. সামাজিক যোগাযোগ সাইটে

নিচের কোনটি সঠিক?

  ক I ও II             খ I ও III                   গ II ও III       ঘ I, II ও III

১০২. যোগাযোগ ব্যবস্থা দ্রুত কার্যকরী করার উপকরণ হলো-

  I. মোবাইল        II. স্যাটেলাইট   III. ইন্টারনেট

  নিচের কোনটি সঠিক?

  ক I ও II             খ I ও III                    গ II ও III      ঘ I, II ও III

নিচের অনুচ্ছেদটি পড়ে ১০৩ ও ১০৪ নং প্রশ্নের উত্তর দাও :

জনাব সাহেদ একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। তার প্রতিষ্ঠানের বিভিন্ন দপ্তর বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে। তবে তাদের নিজেদের মধ্যে সংস্থাপিত নেটওয়ার্ক ব্যবস্থা থাকার কারণে সকল দপ্তরগুলো এক সাথে সফলতার সাথে ব্যবসা পরিচালনা করছে।

১০৩. জনাব সাহেদের প্রতিষ্ঠানে সংস্থাপিত নেটওয়ার্ক ব্যবস্থাটি কী?

  ক ইন্টারনেট    খ ফ্যাক্স             গ ইন্ট্রানেট        ঘ লোকালটক

১০৪. উক্ত নেটওয়ার্ক স্থাপনের জন্য প্রয়োজন-

  I. সার্ভার কম্পিউটার   II. রোবট

  III. ইন্টারনেট

  নিচের কোনটি সঠিক?

  ক I ও II             খ I ও III                  গ II ও III               ঘ I, II ও III

১০৫. ই—পর্চা কী ধরনের সেবা?

  ক নাগরিক সেবা                           খ মোবাইল সেবা

  গ স্বাস্থ্যসেবা                   ঘ আয়কর সেবা

১০৬. সরকারি ebook প্লাটফর্মের ওয়েব অ্যাড্রেস কী?

ক www. ebook.com             

খ www. ebook.gov

গ www. ebook.gov.bd          

ঘ www. ebook.com.bd

১০৭. বর্তমানে বাংলাদেশের কয়টি জেলায় ই—সেবা কেন্দ্র থেকে জমির দলিল সংগ্রহ করা যায়?

  ক ৬১   খ ৬২   গ ৬৩  ঘ ৬৪

১০৮. রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মসের ওয়েবসাইট কোনটি?

ক www.roc.gov.com            

খ www.roc.gov.bd

গ www.roc.com.bd  

ঘ www.bangladesh.gov.bd

১০৯. কোনটি রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ  একটি অঙ্গ?                

  ক সরকার          খ আইন            গ অর্থব্যবস্থা    ঘ রাজনীতি

১১০. ইন্টারনেট বিকাশের আগে সরকারি তথ্যাবলি কোথায় প্রকাশ করা হতো?

  ক মোবাইলে    খ ওয়েবপেজে গ সংবাদপত্রে   ঘ ফ্যাক্স

৮ম শ্রেণির আইসিটি ১ম-অধ্যায়

১১১. সরকারের জাতীয় ওয়েব পোর্টালের মাধ্যমে সরকারি তথ্যাদি কী করা যায়?                       

  ক সারাবিশ্বে ছড়িয়ে দেওয়া যায়

  খ বিভিন্ন দৈনিক সংবাদপত্রে প্রকাশ করা যায়

  গ সংশ্লিষ্ট দপ্তরের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া যায়

  ঘ সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়

১১২. বাংলাদেশে কত লোকের কাছে মোবাইল ফোন আছে?    

ক প্রায় ৫ কোটি                            

খ প্রায় ৮ কোটি

গ  প্রায় সাড়ে ৮ কোটি 

ঘ প্রায় ১১ কোটি ৭০ লক্ষ

১১৩. বর্তমানে সরকারি তথ্যাবলি কিসের মাধ্যমে সরাসরি জনগণের নিকট পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে?

  ক ওয়েবসাইট   খ ফ্যাক্স             গ সংবাদপত্র    ঘ ইন্ট্রানেট

১১৪. সরকারি কর্মকাণ্ডে আইসিটির সবচেয়ে উদ্ভাবনী ও কুশলী প্রয়োগ  কোনটি?           

  ক জনগণের মতামত গ্রহণ করা         

  খ সরকারি তথ্যাদি জনগণের কজে পৌঁছে দেওয়া

  গ নাগরিক সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়া

  ঘ সরকারি ঘোষণা জনগণের কাছে পৌঁছে দেওয়া

১১৫. যে সকল জনগণ ই—মেইলে অভ্যস্ত নয় তাদের মতামত নেয়া হয় কিসের মাধ্যমে?                         

  ক ফ্যাক্স            খ ওয়েবপেজ   গ কলসেন্টার   ঘ ইন্টারনেট

১১৬. বর্তমানে সরকারি দপ্তরগুলো জনগণের মতামত গ্রহণ করে কিসের মাধ্যমে?                           

  ক কলসেন্টার খ ইন্টারনেট     গ ফ্যাক্স             ঘ ইন্ট্রানেট

১১৭. সরকার মোবাইল ফোনের কোন সুবিধাটি ব্যবহার করে জনগণের নিকট সরাসরি গুরুত্বপূর্ণ  ঘোষণা পৌঁছে দিচ্ছে?         

  ক SMS খ MMS           গ 3G          ঘ 4G

১১৮. কোন সরকারি কেন্দ্র থেকে ই—পর্চা সেবা পাওয়া যায়?    

  ক ই—গভর্নেস কেন্দ্র   খ ই—সেবা কেন্দ্র

  গ ই—কমার্স                   ঘ ই—পুর্জি

১১৯. জনগণের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার জন্য তৈরিকৃত সেবাকেন্দ্রের নাম কী?                

ক ই—মেডিসিনবিডি    

খ ই—মেডিসিন

গ টেলিমেডিসিন                           

ঘ মেডিসিন

১২০. আইসিটির প্রয়োগ স্বাস্থ্যসেবায় বিস্ময়কর পরিবর্তন সূচনা করেছে। এই পরিবর্তনটি কী? 

ক বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

খ মোবাইল হাসপাতাল চালু

গ টেলিমেডিসিন সেবা চালু        

ঘ ইনডোরমেডিসিন সেবা চালু

১২১. ই—পুর্জি কাদের হয়রানির অবসান ঘটিয়েছে?   

  ক ছাত্রছাত্রীদের                          খ ইক্ষু কৃষকদের

  গ ব্যবসায়ীদের                             ঘ জমির মালিকদের

১২২. সরকারের সাধারণ কার্যক্রমের মধ্যে রয়েছে—  

  I. আইন ও নীতি প্রণয়ন

  II. প্রণয়নকৃত আইন ও নীতির বাস্তবায়ন

  III. বিভিন্ন সংস্কার মাধ্যমে পরিকল্পনাসমূহ বাস্তবায়ন

  নিচের কোনটি সঠিক?

  ক I ও II             খ I ও III                 গ II ও III        ঘ I, II ও III

১২৩. বাংলাদেশের যেসব সরকারি কর্মকাণ্ডে আইসিটির প্রয়োগ রয়েছে—          

  I. সরকারি তথ্যাদি প্রকাশে

  II. আইন ও নীতিমালা সংশোধনে জনমত প্রকাশে

  III. সরকারি সেবায় প্রতিবন্ধকতা সৃষ্টিতে

  নিচের কোনটি সঠিক?

  ক I ও II               খ II ও III                 গ I ও III        ঘ I, II ও III

১২৪. ইন্টারনেট বিকাশের আগে সরকারি তথ্যাবলি প্রকাশ করা হতো-

I. ওয়েবপেজে                 

II. নোটিশ বোর্ডে

III. সংবাদপত্রে

নিচের কোনটি সঠিক?

  ক I ও II             খ I ও III             গ II ও III                 ঘ I, II ও III

১২৫. ইন্টারনেট বিকাশের আগে সরকারি নোটিশ বোর্ডে প্রকাশ করা হতো-

I. নিয়োগ বিজ্ঞপ্তি          

II. বিভিন্ন দরপত্র

III. বিভিন্ন দিকনির্দেশনা

নিচের কোনটি সঠিক?

  ক I ও II             খ II ও III                   গ I ও III      ঘ I, II ও III

৮ম শ্রেণির আইসিটি ১ম-অধ্যায়

১২৬. সরকারি সেবা নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ সরকার ব্যবহার করছে—          

I. টেলিভিশন                   

II. মোবাইল ফোন

III. ইন্টারনেট

নিচের কোনটি সঠিক?

  ক I ও II             খ II ও III                  গ I ও III       ঘ I, II ও III

১২৭. সরকারি অর্থায়নের উৎস হলো —           

I. কর ও শুল্ক                   

II. বিদেশি অনুদান ও ঋণ

III. সরকারি কর্মচারীদের বেতন

নিচের কোনটি সঠিক?

  ক I ও II               খ I ও II      গ II ও III       ঘ I, II ও III

১২৮. বর্তমানে দেশের সকল পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়-

I. অনলাইনে                   

II. কলসেন্টারে

III. মোবাইল ফোনে

নিচের কোনটি সঠিক?

  ক I ও II             খ I ও III                   গ II ও III       ঘ I, II ও III

১২৯. বর্তমানে মোবাইলের মাধ্যমে পরিশোধ করা যায়-            

  I. বিদ্যুৎ বিল     II. পানির বিল   III. গ্যাস বিল

  নিচের কোনটি সঠিক?

  ক I ও II             খ II ও III                গ I ও III         ঘ I, II ও III

১৩০. টেলিমেডিসিন কী ধরনের সেবা?

ক ই—গভর্নেস 

খ ই—পর্চা          

গ ই—স্বাস্থসেবা 

ঘ ই—পুষ্টি

৮ম শ্রেণির আইসিটি ১ম-অধ্যায়

১৩১. টেলিফোনের সাহায্যে চিকিৎসা সেবা নেওয়াকে কী বলে?

  ক টেলিকনফারেন্স      খ টেলিমেডিসিন

  গ ই—পর্চা                        ঘ ই—মেডিসিন

১৩২. তথ্য প্রযুক্তির কারণে কোন ক্ষেত্রে চোখে পড়ার মতো পরিবর্তন হয়েছে?            

  ক শিক্ষা             খ বাসস্থান         গ চিকিৎসা        ঘ খেলাধুলা

১৩৩. বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের গবেষণা হলো-

  I. তাত্ত্বিক                         II. মানসিক

  III. ব্যবহারিক

  নিচের কোনটি সঠিক?

  ক I ও II             খ I ও III                   গ II ও III       ঘ I, II ও III

১৩৪. কম্পিউটারের মতো কাজ করতে পারে এমন যন্ত্র হলো-

  I. FPSA             II. FPGA           III. PLA

  নিচের কোনটি সঠিক?

  ক I ও II             খ I ও III                      গ II ও III         ঘ I, II ও III

১৩৫. চিকিৎসা ব্যবস্থায় আইসিটির দান কোনটি?        

ক ই—পর্চা         

খ টেলিমেডিসিন

গ মোবাইল মেডিসিন   

ঘ ই—সেবা

১৩৬. টেলিমেডিসিন বলতে কী বোঝায়?          

  ক টেলিফোনে মেডিসিন বিক্রি করা

  খ পরিবহনে ঘুরে ঘুরে চিকিৎসা সেবা দেওয়া

  গ বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবা দেওয়া

  ঘ টেলিফোনের সাহায্যে চিকিৎসা সেবা নেওয়া

১৩৭. কাজের ক্ষেত্রে কম্পিউটারের সাহায্য নেয়া হয়—

  I. তথ্য সংগ্রহকরণে     II. তথ্য প্রক্রিয়াকরণে

  III. তথ্য বিশ্লেষণে

  নিচের কোনটি সঠিক?

  ক I ও II                খ II ও III               গ I ও III       ঘ I, II ও III  

১৩৮. যেসব অঞ্চলে ডাক্তারের স্বল্পতা রয়েছে সেখানে নিচের কোন ব্যবস্থাটি সাহায্য করছে?            

  ক টেলিটক       খ কনফারেন্সিং             গ কাউন্সেলিং  ঘ টেলিমেডিসিন

১৩৯. কী কারণে বাংলাদেশে শিশু মৃত্যুর হার কমে এসেছে?    

  ক রোগ প্রতিরোধক টিকা           খ রোগ প্রতিরোধ মেডিসিন

  গ টেলিমেডিসিন                         ঘ ই—মেডিসিন

১৪০. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির সাহায্য প্রয়োজন —             

  I. সাহিত্য গবেষণায়      II. গণিত গবেষণায়

  III. প্রযুক্তি ও বিজ্ঞান  গবেষণায়

  নিচের কোনটি সঠিক?

  ক I ও II             খ II ও III                 গ I ও III        ঘ I, II ও III

১৪১. PLA —এর পূর্ণরূপ কী?   

  ক Programmable Logical Array

  খ Program Logical Arrays

  গ Programmable Logic Array

  ঘ Programmable Logic Area

১৪২. EPGA —এর পূর্ণরূপ কী?            

  ক Field Programmable Gate Arrays

  খ Field Program Gate Arrays

  গ Fail Programmable Gate Arrays

  ঘ Field Procedure Gate Arrays

১৪৩. কী আবিষ্কারের ফলে চিকিৎসাক্ষেত্রে বিপ্লব শুরু হয়েছে?           

ক  রোগ প্রতিরোধক টিকা         

ক  জিনোম রহস্য

গ  টেলিমেডিসিন          

ঘ  ই—মেডিসিন

১৪৪. টেলিমেডিসিন—

  I. শব্দটি চিকিৎসাক্ষেত্রের সাথে জড়িত

  II. এর মাধ্যমে রোগীর তথ্য সংরক্ষণ করা হয়

  III. এর মাধ্যমে টেলিফোনের সাহায্যে চিকিৎসাসেবা নেওয়া হয়।

  নিচের কোনটি সঠিক?

  ক I ও II             খ I ও III              গ II ও III                   ঘ I, II ও III

১৪৫. চিকিৎসা ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হয়—

  I. রোগীর শরীরকে সূক্ষ্মভাবে পরীক্ষা করতে

  II. রোগীর রোগ নিখুঁতভাবে পরীক্ষা করতে

  III. রোগীর তথ্যাদি সঠিকভাবে সংরক্ষণ করতে

  নিচের কোনটি সঠিক?

  ক I ও II             খ II ও III                  গ I ও III       ঘ I, II ও III

১৪৬. আরিফা আজ তার বাবার কাছ থেকে টেলিমেডিসিন সেবা সম্পর্কে জানতে পারল। এ ধরনের সেবা বেশি প্রয়োজন—

  I. গ্রামে

  II. ছোট শহরে

  III. বড় শহরে

  নিচের কোনটি সঠিক?

  ক I ও II               খ I ও III                    গ II ও III      ঘ I, II ও III

১৪৭. তাত্ত্বিক গবেষণায় গবেষকদের কিসের ওপর নির্ভর করতে হয়?                

  ক কম্পিউটার   খ মোবাইল       গ রোবট            ঘ মেশিনারি

১৪৮. বিজ্ঞানীরা বিশেষ গবেষণা ও পরীক্ষা—নিরীক্ষার জন্য কী ধরনের কম্পিউটার তৈরি করেন?       

  ক বড় কম্পিউটার         খ  ভারী কম্পিউটার

  গ শক্তিশালী কম্পিউটার           ঘ ছোট কম্পিউটার

১৪৯. কোনটি কম্পিউটারের মতো কাজ করতে পারে?            

  ক ক্যালকুলেটর                          খ  রেডিও

  গ মাইক্রো কন্ট্রোলার   ঘ মাইক্রোওয়েভ

১৫০. গবেষণার ক্ষেত্রে তথ্য সংগ্রহের কাজ কীভাবে করা হয়?

  ক হাতেকলমে               খ কম্পিউটারের মাধ্যমে

  গ  রোবটের সাহায্যে    ঘ স্বয়ংক্রিয় মেশিন দ্বারা


শিক্ষামূলক সকল খবর সবার আগে পেতে চোখ রাখুন ShikkhaCare ওয়েবসাইটে।

শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে এখনই "E Shikkha" ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।

৮ম শ্রেণির আইসিটি ১ম অধ্যায়, ৮ম শ্রেণির আইসিটি ১ম অধ্যায় MCQ সাজেশন, ৮ম শ্রেণির আইসিটি ১ম-অধ্যায়, ৮ম শ্রেণির আইসিটি ১ম-অধ্যায় : MCQ সাজেশন, ৮ম শ্রেণির আইসিটি ১ম-অধ্যায় MCQ, 8ম শ্রেণির তথ্য mcq ১ম অধ্যায়, ৮ম শ্রেণির সাজেশন ২০২৩, class 8, Class 8 ict, Class 8 ICT Chapter 1 MCQ, Class 8 ICT MCQ Chapter 1, class 8 suggestion 2023, class 8 suggestion 2023 ict, class eight, class eight suggestion, class eight suggestion 2023, coursetika, ict, ict mcq question bank, jsc, jsc 2023, jsc ict, jsc ict chapter 1, jsc ict chapter 1 mcq, jsc ict mcq, অষ্টম শ্রেণির আইসিটি ১ম অধ্যায়, অষ্টম শ্রেণির আইসিটি ১ম অধ্যায় mcq, অষ্টম শ্রেণির সাজেশন ২০২৩, কোর্সটিকা, জেএসসি শ্রেণির সাজেশন ২০২৩, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি MCQ সাজেশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব, দৈনিক শিক্ষা, শিক্ষা, শিক্ষা কেয়ার

Leave a Comment

error: Content is protected !!