Class 8 Math Pattern | ৮ম শ্রেণির গণিত প্যাটার্ন সৃজনশীল সাজেশন

Class 8 Math Pattern | ৮ম শ্রেণির গণিত প্যাটার্ন ১ম অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধান ও সাজেশন খুঁজছেন? তাহলে এই পোস্টটি তোমার জন্যই তৈরি করা হয়েছে। আজ আমরা অষ্টম (৮ম) শ্রেণির গণিত বিষয়ের ১ম অধ্যায় প্যাটার্ন থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি সৃজনশীল প্রশ্নের সমাধান শেয়ার করব যা অনুশীলন করলে তোমাদের বার্ষিক কিংবা জেএসসি (JSC) পরিক্ষায় ভাল ফলাফল অর্জন করতে সক্ষম হবে। নিচে দেওয়া ডাউনলোড লিংকে ক্লিক করে প্রশ্নগুলোর সমাধানের পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবে।

প্যাটার্ন (Pattern): গণিতে নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্ধিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে।

১, ৩, ৫, ৭….. এটি হলো ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার প্যাটার্ন।

স্বাভাবিক সংখ্যা (Natural Number): শূন্য থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড বা পূর্ণ সংখ্যাই স্বাভাবিক সংখ্যা। একে গণনাকারী সংখ্যা বলা হয়।

মৌলিক সংখ্যা (Prime Number): ১ থেকে বড় যেসব সংখ্যার ১ ও সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলো মৌলিক সংখ্যা।

যেমন- ২, ৩, ৫, ৭ ইত্যাদি।

উল্লেখ্য ১ মৌলিক সংখ্যা নয়; ২ জোড় এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা।

ক্রমিক সংখ্যা (Serial Number): যেকোনো সংখ্যার সাথে ১ যোগ করে তার পরবর্তী ক্রমিক সংখ্যা পাওয়া যায়। যেমন : ৫, ৬ ও ৭ ক্রমিক সংখ্যা।

ফিবোনাক্কি সংখ্যা (Fibonacci Number): যে সংখ্যা ধারায় পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হয় সেই সংখ্যা ধারাকে ফিবোনাক্কি সংখ্যা বলা হয়।

ফিবোনাক্কি ধারার প্রথম দুটি পদ যথাক্রমে ০ ও ১।

ম্যাজিক বর্গ (Magic Square): একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর সমান ভাগে ভাগ করে স্বাভাবিক সংখ্যাগুলো এমন একটি কৌশলে বসানো হয় যাতে সংখ্যাগুলোর পাশাপাশি, উপর—নিচ ও কোনাকুনি যোগফল সমান হয়। এ কৌশলই হলো ম্যাজিক বর্গ।

Class 8 Math Pattern

৮ম শ্রেণির গণিত প্যাটার্ন সৃজনশীল সাজেশন


শিক্ষামূলক সকল খবর সবার আগে পেতে চোখ রাখুন ShikkhaCare ওয়েবসাইটে।

শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে এখনই “E Shikkha” ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।

৮ম শ্রেণির গণিত, ৮ম শ্রেণির গণিত প্যাটার্ন সৃজনশীল সাজেশন, ৮ম শ্রেণির গণিত সাজেশন, Class 8 Math Pattern, class 8 math suggestion, Fibonacci Number, jsc math suggestion, Magic Square, Natural Number, Pattern, Prime Number, অষ্টম শ্রেণির গণিত প্যাটার্ন সৃজনশীল সাজেশন, অষ্টম শ্রেণির গণিত সাজেশন, ক্রমিক সংখ্যা, জেএসসি গণিত প্যাটার্ন সৃজনশীল সাজেশন, জেএসসি গণিত সাজেশন, প্যাটার্ন, ফিবোনাক্কি সংখ্যা, মৌলিক সংখ্যা, ম্যাজিক বর্গ, শিক্ষা কেয়ার, স্বাভাবিক সংখ্যা

Leave a Comment

error: Content is protected !!