মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা লিখ । ভৌতরাশি এবং পরিমাপ পদার্থবিজ্ঞান ১ম অধ্যায়
প্রশ্ন: মাত্রা সমীকরণ কাকে বলে এবং এর প্রয়োজনীয়তা লিখ।
কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা-সমীকরণ বলে।
পদার্থবিজ্ঞানে মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা অপরিসীম। নিম্নে এর প্রয়োজনীয়তা উল্লেখ করা হলো-
১। যেকোনো ভৌত রাশির একক নির্ণয় করা যায়।
২। একককে এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে রূপান্তর করা যায়।
৩। বিভিন্ন রাশির সমীকরণ গঠন করা যায়।
৪। কোনো ভৌত সমস্যা সমাধান করা যায়।
আরো পড়ুন: রচনা- পদ্মা-সেতু
শিক্ষার সব খবর সবার আগে জানতে eShikkha ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।
ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই "E Shikkha" ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করুন।