তোমার কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে? তুমি কী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে চিন্তিত? ভর্তি পরীক্ষার প্রস্তুতি একজন ছাত্র/ছাত্রীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ- প্রস্তুতি যদি সঠিক না হয় তাহলে চান্স পাওয়া খুবই কঠিন হয়ে পড়ে কিংবা ভাল ফলাফল থাকা সত্ত্বেও অনেকে চান্সই পায় না। বিশ্ববিদ্যালয়/মেডিকেল/ইঞ্জিনিংয়ার ভর্তি সংক্রান্ত সকল তথ্য এবং আপডেট পেয়ে যাবে শিক্ষা কেয়ার প্লাটফর্মেই! তোমরা যারা এইচ এস সি পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিয়ে পড়ার কথা ভাবছ তাদের জন্য আজকের আয়োজন। আজকে তোমার সাথে আলোচনা করা হবে- "বিশ্ববিদ্যালয় প্রস্তুতি: ভাষা ও ব্যাকরণ (বাংলা)" নিয়ে। তাহলে চলো দেখে নেওয়া যাক- বিশ্ববিদ্যালয় প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের ভাষা ও ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন; যেগুলো তোমার প্রস্তুতি সহায়ক হবে। পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।
ব্যাকরণ কাহিনী
১। ব্যাকরণ শব্দটির বিশেষণ রূপ কী?
উত্তর— বি+আ+কৃ+অন
২। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কী?
উত্তর— বিশেষভাবে বিশ্লেষণ।
৩। ব্যাকরণের কাজ কী?
উত্তর— ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা।
৪। ব্যাকরণ শব্দটি কোন শ্রেণীর শব্দ?
উত্তর— সংস্কৃত।
৫। সর্বপ্রথম পতুর্গীজ ভাষায় রচিত বাংলা ব্যাকরণের নাম কী?
উত্তর— Vocabolario em idioma Bengalla, e portuzuez dividido em duas partes.
৬। পতুর্গীজ ভাষায় রচিত বাংলা ব্যাকরণের রচনাকাল কত?
উত্তর— ১৭৩৪ সালে।
৭। কতসালে পতুর্গীজ ভাষায় রচিত বাংলা ব্যাকরণ রোমান হরফে মুদ্রিত হয়?
উত্তর— ১৭৪৩ সালে।
৮। ইংরেজী ভাষায় রচিত ১ম বাংলা ব্যাকরণের নাম কী?
উত্তর— A Grammar of the Bengal Language (1778).
৯। ইংরেজী ভাষায় ১ম বাংলা ব্যাকরণ কে রচনা করেন?
উত্তর— নাথানিয়েল ব্রাসি হ্যালহেড।
১০। উইলিয়াম কেরী কর্তৃক রচিত বাংলা ব্যাকরণের নাম কী?
উত্তর— A Grammar of the Bengali Language (1801).
১১। বাঙ্গালিদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে?
উত্তর— রাজা রামমোহন রায়।
১২। রাজা রামমোহন রায়ের ইংরেজী ব্যাকরণের নাম কী?
উত্তর— Bengali Grammar in English Language (1826).
১৩। রাজা রাম মোহন রায়ের বাংলা ব্যাকরণের নাম কী?
উত্তর— গৌড়ীয় ব্যাকরণ (১৮৩৩)।
১৪। পণ্ডিত শ্যামাচরণ কর্তৃক রচিত বাংলা ব্যাকরণের নাম কী?
উত্তর— The Bengali Language (1850).
১৫। বাংলা ভাষার বিকাশ ও উদ্ভব সম্পর্কিত ব্যাকরণের নাম কী?
উত্তর— ODBL (The Origin and Development of the Bengali Language).
১৬। ODBL কে রচনা করেন?
উত্তর— ড: সুনীতিকুমার চট্টেপাধ্যায়।
১৭। ড: মুহম্মদ শহীদুল্লাহর লেখা ব্যাকরণের নাম কী?
উত্তর— বাঙ্গালী ব্যাকরণ (১৯৩৫)।
১৮। “ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ” (১৯৩৯) কে রচনা করেন?
উত্তর— ড: সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
১৯। ড: মুহম্মদ এনামুল হকের ব্যাকরণের নাম কী?
উত্তর— ব্যাকরণ মঞ্জুরী।
২০। ব্যাকরণের আলোচ্য বিষয়সমূহ কী কী?
উত্তর:
ধ্বনিতত্ত্ব— ধ্বনি, বর্ণ, বর্ণের বিন্যাস, ধ্বনি পরিবর্তন, ণত্ব ও ষত্ব বিধান, সন্ধি।
শব্দতত্ত্ব/রূপতত্ত্ব— শব্দ, প্রত্যয়, পদ প্রকরণ, কারক, সমাস, কাল, পুরুষ, ধাতু, উপসর্গ, অনুসর্গ, দ্বিরুক্ত শব্দ, লিঙ্গ, বচন।
বাক্যতত্ত্ব— বাক্য, বাক্য পরিবর্তন, পদের স্থান, পদ পরিবর্তন, বাগধারা, বাক্য সংকোচন।
অর্থতত্ত্ব/বা অর্থ বিজ্ঞান— সমার্থক ও বিপরীত শব্দ।
বিশ্ববিদ্যালয় প্রস্তুতি: ভাষা ও ব্যাকরণ (বিগত সালের প্রশ্ন)
১. ভাষা বিজ্ঞানী কাহার উপাধি? (চবি জ—২০০৬—২০০৭)
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
গ. লালন ফকির ঘ. শামসুর রহমান
২. ‘ব্যাকরণ’ শব্দটি— (রাবি ০৬-০৭) (খুবি খ০৬-০৭)
ক. বাংলা খ. সংস্কৃত গ. ফারসি ঘ. তদ্ভব
৩. বাংলা ভাষার উদ্ভব কোন ভাষা থেকে? (ঢা বি গ ১৬—৯৭) (জাবি ০৪-০৫), (রা বি ০৪-০৫) (রাবি ০৬-০৭) {রা বি (মার্কেটিং বিভাগ ০৩-০৪)}
ক. সংস্কৃত খ. মাগ্ধী অপভ্রাশ
গ. প্রাকৃত ঘ. হিন্দি
৪. ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন— (রাবি ০৬-০৭)
ক. ব্রাসি হ্যালহেড খ. উইলিয়াম কেরী
গ. জন মার্শাল ঘ. হরলাল রায়
৫. ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কে রচনা করেন? (রাবি ০৬-০৭)
ক. মু. শহীদুল্লাহ খ. মুনীর চৌধুরী গ. মু. আ. হাই ঘ. কোনটিই নয়
৬. সুনীতিকুমার চট্টোপাধ্যায় একজন— (রাবি ০৬-০৭)
ক. উপন্যাসিক খ. ভাষাবিদ গ. কবি ঘ. বিজ্ঞানী
৭. বাংলা বর্ণমালা কোন লিপি থেকে এসেছে? (জা বি ০৪-০৫), (চবি ঙ ০৪-০৫), (রাবি ০৬-০৭)
ক. তাম্রলিপি খ. ব্রাহ্মীলিপি গ. দেবনাগরী ঘ. রোমান
৮. ডঃ মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে হয়েছে? (রাবি ০৬-০৭)
ক. ষষ্ঠ শতাব্দীতে খ. দশম শতাব্দীতে
গ. সপ্তম শতাব্দীতে ঘ. নবম শতাব্দীতে
৯. বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? (রাবি ০৫-০৬), (রাবি ০৬-০৭)
ক. জন কেরি খ. ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
গ. কালি দাস ঘ. এন. বি. হ্যালহেড
১০. ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি? (ঢা বি গ ৯৪-৯৫) (ঢা বি গ ০১—০২), (চবি চ ০৩-০৪) (রাবি ০৬-০৭)
ক. বিশেষভাবে বিশ্লেষণ
খ. ভাষার প্রকৃত ও প্রয়োগ রীতি আলোচনা ও ব্যাখ্যা
গ. ভাষার স্বরুপ আলোচনা ও ব্যাখ্যা
ঘ. সবগুলি
১১. সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? {রা বি (মার্কেটিং বিভাগ) ০৩-০৪)}, (ইবি গ ০৫-০৬) (রাবি ০৬-০৭)
ক. ভাষাতত্ত্ব খ. রুপতত্ত্ব গ. বাক্যতত্ত্ব ঘ. ধ্বনিতত্ত্ব
১২. পৃথিবীর আদি ভাষার নাম— (রাবি ০৬-০৭)
ক. সংস্কৃত খ. ইন্দো-ইউরোপীয়
গ. আরবি ঘ. হিব্রু
১৩. জনসংখ্যায় বাংলা পৃথিবীর কততম বৃহৎ মাতৃভাষা? (রাবি ০৫-০৬)
ক. অষ্টম খ. নবম গ. চতুর্থ ঘ. পঞ্চম
১৪. ভারতীয় কোন লিপিমালা ডান দিক থেকে লেখা হয়— (ইবি খ ০৫-০৬)
ক. হিন্দি খ. মারাঠি গ. গুজরাট ঘ. খরোষ্ঠি
১৫. বাংলা বর্ণমালা স্থায়ী রূপ লাভ করে কার দ্বারা— (ইবি খ ০৫-০৬)
ক. রামমোহনের খ. উইলিয়াম কেরির
গ. বিদ্যাসাগরের ঘ. মদনমোহন তর্কালঙ্কারের
১৬. বাংলা অক্ষরের প্রথম নকশা তৈরি করেন— (ইবি খ ০৫-০৬)
ক. ড. মুহাম্মদ শহীদুল্লাহ খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. উইলিয়াম কেরী ঘ. চার্লস উইলকিন্স
১৭. ব্যাকরণ ভাষাকে— (ইবি খ ০৫-০৬)
ক. চলতে নির্দেশ দেয় খ. শাসন করে
গ. বিচ্ছেদ করে ঘ. বর্ণনা করে
১৮. বাংলা ব্যাকরণ প্রথম কোন ভাষায় লেখা হয়— (ইবি খ ০৫-০৬)
ক. বাংলা খ. ইংরেজি গ. পতুর্গীজ ঘ. সংস্কৃত
১৯. ‘ণ’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? (ইবি খ ০৫—০৬)
ক. বাক্যতত্ত্ব খ. ধ্বনিতত্ত্ব গ. পদক্রম ঘ. রুপতত্ত্ব
২০. ব্যাকরণের কাজ কি? (ইবি গ ০৫-০৬)
ক. ভাল লেখক তৈরী করা
খ. শুদ্ধ লিখন তৈরী করা
গ. ভাষার বিশ্লেষণ করা
ঘ. ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিস্কার করা
২১. নিচের কোনটি ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচিত হয়? (ইবি চ ০৫-০৬)
ক. কারক ও সমাস খ. সন্ধি গ. বাগধারা ঘ. ধাতুরুপ
২২. বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? (ঢাবি গ ০৪-০৫)
ক. রুপতত্ত্ব খ. ধ্বনিতত্ত্ব গ. ভাষাতত্ত্ব ঘ. বাক্যতত্ত্ব ঙ. শব্দতত্ত্ব
২৩. ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কোথায়? (চবি খ ০৩-০৪)
ক. ভাষার ইতিহাস জানার জন্য
খ. ভাষার অর্থ জানার জন্য
গ. শুদ্ধ ভাষা শিক্ষার জন্য
ঘ. শুদ্ধ বাক্য গঠনের জন্য
২৪. ব্যাকরণের প্রধান কাজ কী? (চ বি ক ০২-০৩)
ক. ভাষার উদাহরণ খ. ভাষার বিকল্প
গ. ভাষার বিরুদ্ধে ঘ. ভাষার শৃংখলা সাধন
২৫. বাংলা ভাষার প্রধান দুটি রূপ কী কী? (রা বি ০৪-০৫)
ক. কথ্য ও লেখ্য খ. কথ্য ও আঞ্চলিক
গ. লেখ্য ও আঞ্চলিক ঘ. আঞ্চলিক ও সর্বজনীন
২৬. মধ্যযুগে বাংলা ভাষার বিস্তৃতিকাল- (রা বি ০৪-০৫)
ক. ৬৫০—১২০০ খ্রিষ্টাব্দ খ. ১২০১—১৮০০ খ্রিষ্টাব্দ
গ. ১৪০১—১৬০০খ্রিষ্টাব্দ ঘ. ১৩০১—১৫০০ খ্রিষ্টাব্দ
২৭. ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ কয়টি? (জা বি ০৪-০৫)
ক. একটি খ. দুইটি গ. তিনটি ঘ. চারটি
২৮. কোনটি বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল? (জা বি ০৪-০৫)
ক. দশম থেকে চতুর্থদশ শতাব্দী
খ. একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
গ. দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
ঘ. ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
২৯. বাংলা ভাষা কোন আদি ভাষাগোষ্ঠীর অন্তর্গত? (জা বি ০৪-০৫)
ক. ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠী
খ. ইন্দো—ইরানীয় ভাষাগোষ্ঠী
গ. আর্য ভাষাগোষ্ঠী
ঘ. প্রাচীন ভারতীয় আর্য ভাষাগোষ্ঠী
৩০. কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠনকার্য শুরু হয়? (জা বি ০৪-০৫)
ক. পাঠান যুগ খ. সেন যুগ গ. পাল যুগ ঘ. মোঘল যুগ
৩১. ভারতীয় মৌলিক লিপি কোনটি? (জা বি ০৪-০৫)
ক. খরোষ্ঠি খ. কুটীল গ. নাগরী ঘ. ব্রাহ্মী
৩২. কোন অপভ্রংশ থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ড. মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন? (ঢা বি ক ০৩-০৪)
ক. গৌড়ীয় অপভ্রংশ খ. সৌরশেনী অপভ্রংশ
গ. মাগধী অপভ্রংশ ঘ. মহারাষ্ট্রী অপভ্রংশ
৩৩. এঁদের মধ্যে কে সবচেয়ে বেশি ভাষা জনতেন? (চ বি খ ০১-০২)
ক. বিদ্যাসাগর খ. আলাওল
গ. বেগম রোকেয়া ঘ. ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
বিশ্ববিদ্যালয় প্রস্তুতি: ভাষা ও ব্যাকরণ (নিজেকে যাচাই কর)
১. সর্বপ্রথম বাংলায় বাংলা ব্যাকরণ লেখেন কে?
ক. রাজা রাম মোহন রায় খ. এন. বি. হেলহেড
গ. উইলিয়াম কেরি ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঙ. কোনটিই নয়
২. ব্যাকরণের আলোচ্য বিষয় কতটি?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি
ঘ. দু’টি ঙ. মাত্র একটি
৩. রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণগ্রন্থ কোনটি?
ক. ব্যাকরণ মুঞ্জরী খ. ব্যাকরণ বিচিত্রা
গ. Bengali Grammar ঘ. গৌড়ীয় ব্যাকরণ ঙ. কোনটিই নয়
৪. ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় —
ক. ধ্বনিতত্ত্ব খ. রূপতত্ত্ব গ. পদক্রম
ঘ. অভিধানতত্ত্ব ঙ. শব্দতত্ত্ব
৫. বাংলা ব্যাকরণে ‘বচন ও লিঙ্গ’ আলোচিত হয় কোন বিভাগে?
ক. পদক্রমে খ. বাক্যতত্ত্বে গ. ধ্বনিতত্ত্বে
ঘ. রূপতত্ত্বে ঙ. কোনটিই নয়
৬. ব্যাকরণের মূল ভিত্তি কি?
ক. ভাব খ. ভাষা গ. ধ্বনি
ঘ. বাক্য ঙ. বর্ণ
৭. ধাতুর রূপ ব্যাকরণের কোন অংশের আলোচিত বিষয়?
ক. ধ্বনিতত্ত্ব খ. ভাষাতত্ত্ব গ. রূপতত্ত্ব
ঘ. বাক্যতত্ত্ব ঙ. অর্থতত্ত্ব
৮. ব্যাকরণকে এক কথায় কী বলে?
ক. ভাষা আইন খ. ভাষা অভিধান গ. ভাষার সংবিধান
ঘ. ভাষা বিশ্লেষণ ঙ. ভাষার বিকাশ
৯. বাংলা ব্যাকরণের মূল ভাবধারা এসেছে কোন ভাষা থেকে?
ক. সংস্কৃত খ. বাঙলা গ. ইংরেজি
ঘ. ফারসি ঙ. ফরাসি
১০. পৃথিবীর অধিকাংশ ভাষার কয়টি রীতি লক্ষণীয়?
ক. দুইটি খ. তিনটি গ. চারটি
ঘ. পাঁচটি ঙ. কোনটিই নয়
১১. বাংলা ভাষার ভগ্নী সম্পর্কীয় কোনটি?
ক. হিন্দী খ. উড়িয়া গ. আসামী
ঘ. মৈথিলী ঙ. উদূর্
১২. সংস্কৃত ভাষা হলো —
ক. লেখ্য ভাষা খ. ভারতের রাষ্ট্র ভাষা গ. কথ্য ভাষা
ঘ. হিন্দুদের ভাষা ঙ. বৌদ্ধদের ভাষা
১৩. বাংলা ভাষায় সাধুরীতির আগমন ঘটে কোন ভাষা থেকে?
ক. সংস্কৃত ভাষা খ. হিন্দী ভাষা গ. আঞ্চলিক ভাষা
ঘ. উদুর্ ভাষা ঙ. তদ্ভব ভাষা
১৪. কোন্ বাক্যটি সাধু ভাষার?
ক. তারা চলিয়া গেল খ. তাহারা চলে গেল গ. তাহারা চলিয়া গেল
ঘ. তারা চলে গেল ঙ. কোনটিই নয়
১৫. ভাষার কোন রীতির সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে?
ক. কথ্য রীতিতে খ. আঞ্চলিক রীতিতে
গ. চলিত রীতিতে ঘ. সাধু রীতিতে ঙ. মৌখিক রীতিতে
১৬. ভাবের বাহন কী?
ক. ভাষা খ. সাহিত্য গ. সঙ্গীত
ঘ. ইতিহাস ঙ. সংস্কৃতি
১৭. বাংলা লিপির উৎস কি?
ক. খরোষ্ঠী লিপি খ. ব্রাহ্মী লিপি গ. আরবি লিপি ঘ. উদুর্ লিপি
১৮. কোন আমলে ব্রাহ্মী লিপিতে কিছু কিছুপরিবর্তন দেখা যায়?
ক. গুপ্ত আমলে খ. পাল আমলে গ. সেন আমলে ঘ. সুলতানি আমলে
১৯. বাংলা লিপির গঠনকার্য কোন আমলে শুরু হয়?
ক. গুপ্ত আমলে খ. পাল আমলে গ. সেন আমলে ঘ. সুলতানি আমলে
২০. কারক ও সমাস ব্যাকরণের কোন অংশে পর্যায়ে আলোচিত হয়?
ক. ধ্বনিতত্ত্ব খ. রূপতত্ত্ব গ. পদক্রম ঘ. অভিধানতত্ত্ব ঙ. শব্দতত্ত্ব
শিক্ষা বিষয়ক সকল খবর সবার আগে পেতে চোখ রাখুন ShikkhaCare ওয়েবসাইটে।
শিক্ষামূলক ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই "E Shikkha" ইউটিউব চ্যানেল SUBSCRIBE করে