এসএসসি ২০২৫ পদার্থবিজ্ঞান - অধ্যায় ১২ | বিদ্যুতের চৌম্বক ক্রিয়া এমসিকিউ সাজেশন এমসিকিউ সাজেশন (SSC 2025 Physics Chapter 9 MCQ Suggestion) : প্রিয় এসএসসি ২০২৫ সালের পরিক্ষার্ত্রী বন্ধুরা, পদার্থবিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্নের আরও একটি আয়োজনে তোমাদের স্বাগতম। পদার্থবিজ্ঞান বইয়ের ১২তম অধ্যায় – বিদ্যুতের চৌম্বক ক্রিয়া । এখান থেকে মানসম্পন্ন আরও ৪০টি বহুনির্বাচনী প্রশ্ন দিয়ে সাজিয়েছি আজকের পদার্থবিজ্ঞান MCQ।
যার মাধ্যমে একজন এসএসসি ২০২৫ পরীক্ষার্থী হিসেবে খুব সহজেই তুমি নিজের দক্ষতা ঝালিয়ে নিতে পারবে। এর আগে আমরা পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন প্রকাশ করেছিলাম। এখনও সেটি দেখে না থাকলে দেখে নিতে পারো।
পদার্থবিজ্ঞান MCQ : অধ্যায় ১২ – বিদ্যুতের চৌম্বক ক্রিয়া
১। কোনো চোঙের উপর অন্তরীত তার পেঁচিয়ে সলিনয়েড তৈরি করে তাতে তড়িৎপ্রবাহ চালালে চৌম্বকক্ষেত্রের কী ঘটবে?
(ক) ঘনীভূত ও দুর্বল হবে
(খ) ঘনীভূত ও শক্তিশালী হবে
(গ) কম ঘনীভূত ও দুর্বল হবে
(ঘ) কম ঘনীভূত কিছু শক্তিশালী হবে
২। কোনটির কার্যপ্রণালীতে তাড়িতচৌম্বক আবেশকে ব্যবহার করা হয় ?
(ক) ট্রানজিস্টর
(খ) মোটর
(গ) অ্যামপ্লিফায়ার
(ঘ) ট্রান্সফর্মার
৩। কোন প্রক্রিয়া বা কার্যধারায় তড়িচ্চালকশক্তি উৎপন্ন হয়—
i. কোনো তার কুন্ডলীর ভেতর কোনো চুম্বক স্থির অবস্থায় রাখলে
ii. কোনো চৌম্বকক্ষেত্রে কোনো তারকুন্ডলী ঘুরালে
iii. কোনো স্থির তারকুন্ডলীর চারদিকে কোনো চুম্বক ঘুরালে
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) i ও ii
(ঘ) ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাওঃ
কোনো তারকুন্ডলীর ভিতর একটি দন্ড চুম্বক আনা-নেওয়া করা হচ্ছে। এতে তারকুন্ডলীতে ভোল্টেজ আবিষ্ট হচ্ছে। আবিষ্ট ভোল্টেজ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে।
৪। তাড়িতচৌম্বক আবেশের বেলায় আবিষ্ট ভোল্টেজ কোনটির উপর নির্ভর করে?
i. তারকুন্ডলীর সাথে সংশ্লিষ্ট চৌম্বকক্ষেত্রের প্রাবল্য
ii. চৌম্বকক্ষেত্রে আনা-নেওয়া করা তারকুন্ডলীর রোধ
iii. চৌম্বকক্ষেত্রে আনা-নেওয়া করা তারকুন্ডলীর দ্রুতি
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) i ও ii
(ঘ) ii ও iii
৫। তারকুন্ডলীর পাকের সংখ্যা বাড়ালে আবিষ্ট তড়িৎপ্রবাহের কী ঘটবে?
(ক) তড়িৎপ্রবাহ কমে যাবে
(খ) তড়িৎপ্রবাহ বেড়ে যাবে
(গ) তড়িৎপ্রবাহের মান শূন্য হবে
(ঘ) তড়িৎপ্রবাহের মান ঋণাত্মক হবে
৬। কোনো চোঙের উপর অন্তরীত তার পেঁচিয়ে তাতে তড়িৎ প্রবাহ চালালে চৌম্বক ক্ষেত্র ঘনীভূত ও শক্তিশালী হয়। এই ব্যবস্থাকে কী বলা হয়?
(ক) মোটর
(খ) সলিনয়েড
(গ) ডায়নামো
(ঘ) ট্রান্সফর্মার
৭ । তড়িতের চৌম্বক ক্রিয়া বা প্রভাব আবিস্কার করেন কে?
(ক) ওয়েরস্টেড
(খ) ফ্যারাডে
(গ) জেনরি
(ঘ) লেঞ্জ
৮। তাড়িত চুম্বকের প্রাবল্য বৃদ্ধির জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়?
(ক) সলিনয়েডের পাক সংখ্যা হ্রাস করে
(খ) সলিনয়েডের পাক সংখ্যা বৃদ্ধি করে
(গ) কয়েলের বেধ বাড়িয়ে
(ঘ) তড়িৎ প্রবাহ হ্রাস করে
৯। তাড়িত-চৌম্বক আবেশের আবিষ্কর্তা কে?
(ক) ওয়েরস্টেড
(খ) জোসেফ হেনরী
(গ) মাইকেল ফ্যারাডে
(ঘ) নিউটন
১০। সলিনয়েড এর ভিতর কোনো লোহার দন্ড ঢুকানো হলে যে তাড়িতচুম্বক তৈরী হয় সেটি—
(ক) সলিনয়েড এর সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের সমান শক্তিসম্পন্ন
(খ) সলিনয়েড এর সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের চেয়ে শক্তিশালী
(গ) সলিনয়েড এর চেয়ে দুর্বল শক্তিসম্পন্ন
(ঘ) সলিনয়েড এর চৌম্বকক্ষেত্র শোষণ করে
১১ । একটি চুম্বক ও একটি কুন্ডলীকৃত বর্তনীতে কোনটি তড়িৎ প্রবাহ সৃষ্টি করবে না?
(ক) চুম্বকটিকে কুন্ডলীর নিকট আনা নেয়া করলে
(খ) কুন্ডলীকে চুম্বকটির নিকট আনা নেয়া করলে
(গ) কুন্ডলীতে একটি গ্যালভানোমিটার সংযুক্ত করলে
(ঘ) চুম্বক অথবা কুন্ডলী যে কোন একটিকে স্থির রেখে অপরটিকে নাড়াচড়া করলে
১২। একটি সলিনয়েড এর ভিতর একটি দন্ড চুম্বক প্রবেশ করালে সলিনয়েড যেই তড়িৎচালক শক্তি আবিষ্ট হয় তা—
(ক) স্থির
(খ) ক্ষণস্থায়ী
(গ) ক্রমবর্ধমান
(ঘ) ক্রমহ্রাস মান
১৩। তড়িৎ আবেশের বেলায়, যে কুন্ডলীতে তড়িচ্চালক শক্তির উৎস যুক্ত থাকে তাকে কী বলে?
(ক) মুখ্য কুন্ডলী
(খ) গৌণ কুন্ডলী
(গ) তড়িৎ আবেশ কুন্ডলী
(ঘ) মজ্জা কুন্ডলী
১৪ । একটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনীর দূরত্ব বা তড়িৎ প্রবাহের পরিবর্তনের সাহায্যে অন্য একটি সংবদ্ধ বর্তনীতে উৎপন্ন ক্ষণস্থায়ী ভোল্টেজকে কী বলে?
(ক) আবিষ্ট ভোল্টেজ
(খ) আবেশী ভোল্টেজ
(গ) আরোহী ভোল্টেজ
(ঘ) অবরোহী ভোল্টেজ
১৫ । তাড়িত চৌম্বক আবেশে উৎপন্ন আবিষ্ট তড়িৎ ও ভোল্টেজ—
(ক) ক্ষণস্থায়ী
(খ) স্থায়ী
(গ) সর্বদা ক্রমবর্ধমান
(ঘ) সর্বদা ক্রমহ্রাসমান
১৬। তাড়িত চৌম্বক আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহ ততক্ষণ স্থায়ী হবে যতক্ষণ পর্যন্ত—
(ক) চুম্বক ও কুন্ডলীর মাঝে আপেক্ষিক গতি থাকে
(খ) চুম্বক ও কুন্ডলী উভয়ে স্থির থাকে
(গ) শুধুমাত্র চুম্বক স্থির থাকে
(ঘ) শুধুমাত্র কুন্ডলী স্থির থাকে
১৭। আবিষ্ট ভোল্টেজ বা তড়িৎপ্রবাহ কখন বৃদ্ধি পায়?
(ক) চুম্বকের মেরুশক্তি বৃদ্ধি করলে
(খ) চুম্বকের মেরুশক্তি হ্রাস করলে
(গ) তারকুন্ডলীর পাকের সংখ্যা হ্রাস করলে
(ঘ) চুম্বক বা তারকুন্ডলীকে অপেক্ষাকৃত ধীরভাবে আনা-নেওয়া করলে
১৮। একটি চুম্বক ক্ষেত্রে তড়িৎবাহী তার উপস্থিত থাকলে সেখানে মূলত দুটি চুম্বকক্ষেত্র ক্রিয়া করে। কোন ক্ষেত্রে বলরেখার সংখ্যা অপেক্ষাকৃত কম হবে?
(ক) চুম্বক ক্ষেত্রদ্বয় একই অভিমুখে ক্রিয়া করলে
(খ) চুম্বক ক্ষেত্রদ্বয় বিপরীত অভিমুখে ক্রিয়া করলে
(গ) চুম্বক ক্ষেত্রদ্বয়ের প্রাবল্য বৃদ্ধি করলে
(ঘ) চুম্বক ক্ষেত্রদ্বয়ের পাক সংখ্যা বৃদ্ধি করল
১৯। তড়িৎ মোটরের ক্ষেত্রে—
(ক) তাপ শক্তি তড়িৎ শক্তিতে রুপান্তরিত হয়
(খ) তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রুপান্তরিত হয়
(গ) তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রুপান্তরিত হয়
(ঘ) যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রুপান্তরিত হয়
২০। বৈদ্যুতিক মোটরে চৌম্বকক্ষেত্রের প্রাবল্য বাড়ানোর জন্য কোনটি সহায়ক নয়?
(ক) তড়িৎ প্রবাহ বৃদ্ধি
(খ) কয়েলের দৈর্ঘ্য ও বেধ হ্রাস
(গ) শক্তিশালী চুম্বকের ব্যবহার
(ঘ) লুপের পাকসংখ্যা বৃদ্ধি
২১। যে তড়িতযন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তরিত করে তাকে কি বলে?
(ক) ডায়নামো
(খ) মোটর
(গ) জেনারেটর
(ঘ) ট্রান্সফরমার
২২। বৈদ্যুতিক মোটরে ব্যবহৃত তামার বলয়কে বা আংটিকে কী বলা হয়?
(ক) আর্মেচার
(খ) ব্রাশ
(গ) কম্যুটেটর
(ঘ) ইন্ডিয়াম
২৩। বৈদ্যুতিক মোটরে কী ধরনের ক্ষেত্র চুম্বক ব্যবহার করা হয়?
(ক) U আকৃতির চুম্বক
(খ) অস্থায়ী দন্ড চুম্বক
(গ) স্থায়ী দন্ড চুম্বক
(ঘ) অস্থায়ী গুটি চুম্বক
২৪ । তাড়িত চৌম্বক ক্রিয়ার উপর ভিত্তি করে কোন যন্ত্রের মূলনীতি প্রতিষ্ঠিত?
(ক) ডায়নামো
(খ) ট্রানজিস্টার
(গ) অ্যামিটার
(ঘ) ভোল্টমিটার
২৫। ট্রান্সফর্মারের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
(ক) Is > Ip হলে ট্রান্সফর্মারটি আরোহী
(খ) Is s হলে ট্রান্সফর্মারটি অবরোহী
(গ) ns > np হলে ট্রান্সফর্মারটি অবরোহী
(ঘ) ns p হলে ট্রান্সফর্মারটি অবরোহী
২৬। আরোহী ট্রান্সফর্মারের ক্ষেত্রে কোনটি সঠিক?
(ক) Ep > Es
(খ) ns p
(গ) ns > np
(ঘ) ns = np
২৭। আরোহী ট্রান্সফরমার কোথায় ব্যবহৃত হয়?
(ক) টেলিভিশন চালাতে
(খ) দূর-দূরান্তে তড়িৎ প্রেরণের জন্য
(গ) ভিসিআর এবং ভিসিপি চালাতে
(ঘ) দূর-দূরান্ত থেকে আসা তড়িৎ গ্রাহকের কাছে পৌছে দিতে
২৮। নিম্ন ভোল্টেজ ব্যবহারকারী যন্ত্রপাতির জন্য কোন ট্রান্সফর্মারটি দরকার?
(ক) স্টেপ আপ
(খ) স্টেপ ডাউন
(গ) উচ্চধাপী
(ঘ) আরোহী
২৯। একটি ট্রান্সফর্মারের মুখ্য কুন্ডলীতে ভোল্টেজ 5 V এবং প্রবাহ 4 A । গৌণ কুন্ডলীর ভোল্টেজ 10 V হলে, গৌণ কুন্ডলীর প্রবাহ কত?
(ক) 0.5 A
(খ) 1.5 A
(গ) 2 A
(ঘ) 2.5 A
৩০। সলিনয়েডের বৈশিষ্ট্য—
i. এটি হলো তারের পেচানো কুন্ডলী
ii. এতে কম্যুটেটর থাকে
iii. এর সাহায্যে চৌম্বক ক্ষেত্রকে ঘনীভূত করা যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
“বিদ্যুতের চৌম্বক ক্রিয়া” অধ্যায় নিয়ে কোন প্রশ্ন তোমাদের মনে আসলে, কমেন্টে জানাতে পারো আমাদের। আর তোমাদের ক্লাসের জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়নের সকল বহুনির্বাচনী প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।