এসএসসি পদার্থবিজ্ঞান ৩য় অধ্যায় বল | SSC Physics Chapter 3
গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন
সুপ্রিয় ৯ম/১০ম/এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও। নিশ্চয়ই তোমরা সবাই ভাল আছেন। আজকে তোমাদের সাথে পদার্থবিজ্ঞান বইয়ের ৩য় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন শেয়ার করব। তোমাদের স্কুলের কিংবা এসএসসি পরীক্ষাগুলোতে "এসএসসি পদার্থবিজ্ঞান ৩য় অধ্যায় বল" পোস্ট আলোচিত প্রশ্ন থেকে কমন পড়বে। যদি পোস্টটি তোমাদের উপকারে আসবে এবং যদি পোস্টটি ভাল লাগলে ✉ কমেন্ট এবং????শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। নিচে দেওয়া Download লিংকে ক্লিক করে তথ্যটির ✂পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন। তাহলে চলো পদার্থবিজ্ঞান ৩য় অধ্যায় বল থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন দেখে নেওয়া যাক...
১. বল কী?
উত্তর: যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে।
২. বলের একক কী?
উত্তর: বলের একক নিউটন (N)।
৩। স্পর্শ বলের সংজ্ঞা দাও। রা বো. ১৭
উত্তর: যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন তাকে স্পর্শ বল বলে।
৪। অস্পর্শ বল কাকে বলে?
উত্তর: দুইটি বছর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে।
৫. মৌলিক বল কী?
উত্তর: যে সকল বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বরং অন্যান্য সকল বল এই বলের কোনো না কোনো রূপের প্রকাশ, তাদেরকে মৌলিক বল বলে।
৬। মহাকর্ষ বল কী?
উত্তর: মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে মহাকর্ষ বল বলে।
৭। তড়িৎ চৌম্বক বল কী? রা বো. ১৫
উত্তর: দুটি চার্জিত বস্তু, দুটি চুম্বক কিংবা পরিবর্তী প্রবাহ সম্পন্ন পরিবাহকের মধ্যে আপেক্ষিক গতির কারণে যে আকর্ষণ বা বিকর্ষণ বল সৃষ্টি হয় তাকে তড়িৎ চৌম্বক বল বলে।
৮। দুর্বল নিউক্লিয় বল কী?
উত্তর: নিউক্লিয়াসে বিটাক্ষয়জনিত কারণে উদ্ভূত যে স্বল্পপাল্লার এবং স্বল্প মানের বল নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে তাকে দূর্বল নিউক্লিয় বল বলা হয়।
৯। সবল নিউক্লিয় বল কী?
উত্তর: যে বল পরমাণুর নিউক্লিয়াসে নিউক্লিয় উপাদানসমূহকে আবদ্ধ রাখে, তাকে সবল নিউক্লিয় বল বলে।
১০. সাম্য বল কাকে বলে? চ.বো. ২০: রা.বো. ১৯; চ. বো. ১৯; ব. বো. ১৭; য.বো ১৫
উত্তর কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় তখন বস্তুটি স্থির থাকে বা সাম্যাবস্থায় থাকে। যে বলগুলো এই সাম্যাবস্থা সৃষ্টি করে তাদেরকে সাম্য বল বলে।
১১. অসাম্য বল কাকে বলে? য.বো: ২০
উত্তর: কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধির মান ও দিক থাকে তখন বলগুলোকে অসাম্য বল বলে।
১২. বলের ঘাত কী?
উত্তর: বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে।
১৩. ভরবেগ কী?
উত্তর: কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে ঐ বস্তুর ভরবেগ বলে।
১৪. ভরবেগের একক কী?
উত্তর: ভরবেগের একক kg ms−1 ।
১৫. জড়তা কী? য.বো. ১৯; ঢা.বো. ১৭; কু.বো: ১৫
উত্তর: বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু স্থির থাকতে চায় কিংবা গতিশীল বস্তু যে গতিশীল থাকতে চায়, বস্তুর এই বৈশিষ্ট্যই হচ্ছে জড়তা।
১৬. জড়তা কত প্রকার?
উত্তর: জড়তা দুই প্রকার।
১৭. কোনো বস্তুর জড়তা কিসের ওপর নির্ভর করে?
উত্তর: কোনো বস্তুর জড়তা ভরের ওপর নির্ভর করে।
১৮. ঘর্ষণ কাকে বলে? ঢা.বো ১৫
উত্তর: একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে তখন যে বাধা বলের সৃষ্টি হয়, তাই ঘর্ষণ বল ।
১৯. ঘর্ষণের জন্য কীসের প্রয়োজন?
উত্তর: ঘর্ষণের জন্য প্রত্যক্ষ সংস্পর্শ প্রয়োজন।
২০. আবর্ত ঘর্ষণ কাকে বলে?
উত্তর: যখন একটি বস্তু অপর একটি অনের উপর দিয়ে গড়িয়ে বা ঘুরতে ঘুরতে চলে তখন গতির বিরুদ্ধে যে ধর্ষণ ক্রিয়া করে তাকে আ বল বলে।
২১. প্রবাহী ঘর্ষণ কাকে বলে?
উত্তর: যখন কোনো বস্তু তরল বা বায়বীয় পদার্থ (Fluid) এর ভেতর দিয়ে যায় তখন সেটি যে ঘর্ষণ বল অনুভব করে সেটি হচ্ছে প্রবাহী ঘর্ষণ।
২২. স্থিতি ঘর্ষণ কী?
উত্তর: দুটি বস্তু একে অন্যের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বল থাকে; তাকে স্থিতি ঘর্ষণ বলা হয়।
২৩. পিছলানো ঘর্ষণ কাকে বলে?
উত্তর: একটি বস্তুর সাপেক্ষে অন্য বস্তু যখন গতিশীল হয়ে যে ঘর্ষণ বল তৈরি করে সেটি হচ্ছে গতি ঘর্ষণ বা পিছলানো ঘর্ষণ বলে।
২৪. ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করে?
উত্তর: ঘর্ষণ বল গতির বিপরীত দিকে ক্রিয়া করে।
২৫. দুইটি বস্তুর মুখোমুখি সংঘর্ষ হলে কী ঘটে?
উত্তর: দুইটি বস্তুর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে বস্তুদ্বয়ের বেগ ও ভরবেগ পরিবর্তিত হয়।
২৬. নিউটনের গতির প্রথম সূত্রটি বিবৃত কর।
উত্তর: নিউটনের গতির প্রথম সূত্র: বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরলপথে চলতে থাকবে।
২৭. নিউটনের দ্বিতীয় সূত্রটি বিবৃত কর। সি.বো ১৭
উত্তর: বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে।
২৮. নিউটনের তৃতীয় সূত্রটি বিবৃত কর।
উত্তর: প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।
২৯. কোন সূত্র থেকে বলের গুণগত সংজ্ঞা পাওয়া যায়?
উত্তর: নিউটনের গতিবিষয়ক প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়।
৩০. ঘাতবল কী?
উত্তর: খুব অল্প সময়ের জন্য যে বল প্রযুক্ত হয় তাকে ঘাত বল বলে।
৩১. ভরবেগের সংরক্ষণ সূত্রটি লিখ। য. বো. ১৭
উত্তর: কোনো ব্যবস্থার উপর বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হলে ব্যবস্থার মোট ভরবেগের কোনো পরিবর্তন ঘটে না। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ বা নিত্যতার সূত্র।
৩২. পড়ন্ত বস্তুর প্রথম সূত্রটি বিবৃত কর।
উত্তর: স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে।
৩৩. পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি বিবৃত কর।
উত্তর: স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে (t) প্রাপ্ত বেগ (v) ঐ সময়ের সমানুপাতিক। অর্থাৎ v ά t
৩৪. পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্রটি বিবৃত কর।
উত্তর: স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব (h) অতিক্রম করে তা ঐ সময়ের (t) বর্গের সমানুপাতিক। অর্থাৎ h ά t
৩৫. সুস্থিত বল কী?
উত্তর: যে বলসমূহ সাম্যাবস্থায় পরিণত করে তাদেরকে সুস্থিত বল বলে।
৩৬. ঘর্ষণ বল কত প্রকার?
উত্তর: ঘর্ষণ বল চার প্রকার।
৩৭. ঘর্ষণের ফলে হারানো শক্তি কিসে পরিণত হয়?
উত্তর: ঘর্ষণের ফলে হারানো শক্তি তাপশক্তিতে পরিণত হয়।
৩৮. গতিশীল বস্তু থামাতে কিসের প্রয়োজন?
উত্তর: গতিশীল বস্তু থামাতে বলের প্রয়োজন।
৩৯. গাড়ির চাকার উপর কী ধরনের বল ক্রিয়া করে?
উত্তর: গাড়ির চাকার উপর আবর্ত ঘর্ষণ বল ক্রিয়া করে।
৪০. মৌলিক বলগুলোর মধ্যে সর্বাপেক্ষা দূর্বল বল কোনটি?
উত্তর: মৌলিক বলগুলোর মধ্যে সর্বাপেক্ষা দুর্বল বল হলো মহাকর্ষ বল।
এসএসসি পদার্থবিজ্ঞান ৩য় অধ্যায় বল | গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন পোস্টটি যদি তোমাদের উপকারে আসে এবং যদি পোস্টটি ভাল লাগলে ✉ কমেন্ট এবং????শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন।
শিক্ষামূলক সকল খবর সবার আগে পেতে চোখ রাখুন ShikkhaCare ওয়েবসাইটে।
শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে এখনই "E Shikkha" ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।