এসএসসি ২০২৫ পদার্থবিজ্ঞান - অধ্যায় ৮ | আলোর প্রতিফলন এমসিকিউ সাজেশন (SSC 2025 Physics Chapter 9 MCQ Suggestion) : প্রিয় এসএসসি ২০২৫ সালের পরিক্ষার্ত্রী বন্ধুরা, পদার্থবিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্নের আরও একটি আয়োজনে তোমাদের স্বাগতম। পদার্থবিজ্ঞান বইয়ের ৮ম অধ্যায় – আলোর প্রতিফলন । এখান থেকে মানসম্পন্ন আরও ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন দিয়ে সাজিয়েছি আজকের পদার্থবিজ্ঞান MCQ।
যার মাধ্যমে একজন এসএসসি ২০২৫ পরীক্ষার্থী হিসেবে খুব সহজেই তুমি নিজের দক্ষতা ঝালিয়ে নিতে পারবে। এর আগে আমরা পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন প্রকাশ করেছিলাম। এখনও সেটি দেখে না থাকলে দেখে নিতে পারো।
পদার্থবিজ্ঞান MCQ : ৮ম অধ্যায় – আলোর প্রতিফলন
১. দর্পণে আলোর কী ধরনের প্রতিফলন ঘটে?
ক. ব্যাপ্ত প্রতিফলন
খ. অনিয়মিত প্রতিফলন
গ. নিয়মিত প্রতিফলন
ঘ. সমান্তরাল প্রতিফলন
২. পাহাড়ি রাস্তা বা বিপজ্জনক বাঁকে কত কোণে দর্পণ বসানো থাকে?
ক. 35° খ. 40°
গ. 45° ঘ. 90°
৩. সমতল দর্পণে সৃষ্ট বিম্বের আকার লক্ষ্যবস্তুর কী রূপ?
ক. সমান খ. ছোট
গ. বড় ঘ. কোনোটিই নয়
৪. যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে কী বলে?
ক. লেন্স খ. বিম্ব
গ. দর্পণ ঘ. প্রিজম
৫. গোলীয় দর্পণের মেরু ও বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রমকারী সরলরেখাকে কী বলে?
ক. প্রধান অক্ষ খ. গৌণ অক্ষ
গ. ফোকাস দূরত্ব ঘ. বক্রতার ব্যাসার্ধ
৬. নিচের কোনটি দীপ্তিহীন বস্তুর অন্তর্ভুক্ত নয়?
ক. মানুষ খ. ছবি
গ. দেয়াল ঘ. নক্ষত্র
৭. শূন্যস্থানে আলোর বেগ কত ms-1?
ক. 3×10-8 খ. 3×108
গ. 3×109 ঘ. 3×10
৮. কোনো সমতল দর্পণ থেকে তুমি 20 সেমি. দূরে দাঁড়িয়ে থাকলে তোমার প্রতিবিম্বের দূরত্ব দর্পণ থেকে কত সেমি. দূরে অবস্থিত হবে?
ক. 10 খ. 20
গ. 30 ঘ. 40
৯. একটি বস্তুর দৈর্ঘ্য 30 সেমি. এবং গোলীয় দর্পণের বিম্বের দৈর্ঘ্য 15 সেমি. হলে বিবর্ধন কত হবে?
ক. 0.5 খ. 1
গ. 0.05 ঘ. 0.02
১০। একটি গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব 30cm। এর বক্রতার ব্যাসার্ধ কত?
(ক) 30cm
(খ) 40cm
(গ) 60cm
(ঘ) 70cm
১১। সাধারণত আয়নার পেছনে কোন ধাতুর প্রলেপ দেয়া থাকে?
(ক) সীসা
(খ) পারদ
(গ) রূপা
(ঘ) স্টিল
১২। কোনটি তৈরি করার সময় গোলকের কেটে নেওয়া অংশের ভিতরের দিকে পারা লাগানো হয়?
(ক) উত্তল দর্পণ
(খ) অবতল দর্পণ
(গ) উত্তল লেন্স
(ঘ) অবতল লেন্স
১৩। গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে কী বলে?
(ক) বক্রতার কেন্দ্র
(খ) প্রধান অক্ষ
(গ) মেরু
(ঘ) প্রধান ফোকাস
১৪। নিচের কোনটি মেরু ও বক্রতার কেন্দ্রকে ছেদ কোনটি?
(ক) গৌণ অক্ষ
(খ) প্রধান অক্ষ
(গ) প্রধান ফোকাস
(ঘ) ফোকাস তল
১৫। ফোকাস তল প্রধান অক্ষের সাথে কত ডিগ্রী কোণ উৎপন্ন করে?
(ক) 360°
(খ) 270°
(গ) 180°
(ঘ) 90°
১৬। বিম্ব সাধারণত কয় ধরনের?
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ
১৭। নিচের কোনটিতে সদবিম্ব গঠিত হতে পারে?
(ক) উত্তল দর্পণে
(খ) সমতল দর্পণে
(গ) অবতল দর্পণে
(ঘ) অবতল লেন্সে
১৮। লক্ষ্যবস্তু অসীম ও বক্রতার কেন্দ্রের মধ্যে থাকলে অবতল দর্পণে সৃষ্ট বিম্বের প্রকৃতি কীরূপ হবে?
(ক) সদ ও উল্টো
(খ) অসদ ও উল্টো
(গ) সদ ও সোজা
(ঘ) ক ও খ উভয়ই
১৯। উত্তল দর্পণে বিম্বের প্রকৃতি সর্বদা কীরূপ হবে?
(ক) সদ ও উল্টো
(খ) সদ ও সোজা
(গ) অসদ ও উল্টো
(ঘ) অসদ ও সোজা
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাওঃ
আয়না হিসেবে ব্যবহৃত একটি গোলীয় দর্পণের বক্রতার ব্যাসার্ধ 1.5 m। এরকম দর্পণের 0.5 m সম্মুখে অক্ষের উপর রাখা বস্তুর বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করে।
২০। দর্পণটি কোন প্রকৃতির?
(ক) সমতল
(খ) উত্তল
(গ) অবতল
(ঘ) সমতলোত্তল
২১। এই প্রতিবিম্বের প্রকৃতি কী হবে?
(ক) অসদ এবং সোজা
(খ) সদ এবং সোজা
(গ) অসদ এবং উল্টো
(ঘ) সদ এবং উল্টো
২২। এই দর্পণের ফোকাস দূরত্ব কত?
(ক) 1.0 m
(খ) 0.5 m
(গ) 0.75 m
(ঘ) 3 m
২৩। পেরিস্কোপে আলোর কয়বার প্রতিফলন ঘটে?
(ক) চার
(খ) তিন
(গ) দুই
(ঘ) এক
২৪। পেরিস্কোপ তৈরিতে সমতল দর্পণ দুটিকে টিউবের দেয়ালের সাথে কত কোণে স্থাপন করা হয়?
(ক) 30°
(খ) 45°
(গ) 60°
(ঘ) 90°
২৫। শত্রু সৈন্যের গতিবিধি পর্যবেক্ষণ করতে কোনটি ব্যবহার করা হয়?
(ক) থার্মোকাপল
(খ) পেরিস্কোপ
(গ) ইলোস্কোপ
(ঘ) জাইরোস্কোপ
২৬। সরল পেরিস্কোপে দর্পণ থেকে কত ডিগ্রী কোণে আলোর বিচ্ছুরণ হয়?
(ক) 30°
(খ) 45°
(গ) 60°
(ঘ) 90°
২৭। সরল পেরিস্কোপে—
i. আলোর নিয়মিত প্রতিফলন ঘটে
ii. দুটি সমতল দর্পণ ব্যবহৃত হয়
iii. দর্পণগুলো পরষ্পরের সাথে লম্বভাবে থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২৮। রাস্তার বাঁকে কোন দর্পণ ব্যবহার করা হয়?
(ক) উত্তল দর্পণ
(খ) সমতল দর্পণ
(গ) অবতল দর্পণ
(ঘ) অপসারী দর্পণ
২৯। অবতল দর্পণ ব্যবহৃত হয়—
i. দাড়ি কাটার কাজে
ii. দন্ত চিকিৎসায়
iii. গাড়ীতে পথচারী দেখার জন্য
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৩০। উত্তল দর্পণে ব্যবহৃত হয়—
i. আলোকরশ্মি কেন্দ্রীভূত করতে
ii. শপিংমলের নিরাপত্তায়
iii. গাড়ীতে পথচারী দেখার জন্য
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৩১. সরল পেরিস্কোপ তৈরিতে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়?
ক. অবতল খ. উত্তল
গ. গোলীয় ঘ. সমতল
৩২। চোখের কোথায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়?
(ক) আইরিশ
(খ) রেটিনা
(গ) শ্বেতমন্ডল
(ঘ) কর্ণিয়া
৩৩। আলো কোন ধরনের তরঙ্গ?
(ক) বিদ্যুৎ তরঙ্গ
(খ) চৌম্বক তরঙ্গ
(গ) তড়িৎ চৌম্বক তরঙ্গ
(ঘ) শব্দ তরঙ্গ
৩৪। আলো এক প্রকার—
i. কণা
ii. তড়িৎ চৌম্বক তরঙ্গ
iii. শক্তি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৩৫। আলোতে ঘটে থাকে—
i. ব্যতিচার
ii. অপবর্তন
iii. বিচ্ছুরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৩৬। আলোর ধর্ম হচ্ছে—
i. প্রতিফলন
ii. প্রতিসরণ
iii. বক্রপথে চলন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৩৭। নিচের কোনটি দীপ্তিমান বস্তু নয়?
(ক) সূর্য
(খ) তারা
(গ) নক্ষত্র
(ঘ) পৃথিবী
৩৮। নিচের কোনটি দীপ্তিহীন বস্তু নয়?
(ক) ছবি
(খ) চকবোর্ড
(গ) মানুষ
(ঘ) নক্ষত্র
৩৯। অভিলম্ব ও প্রতিফলকের মধ্যবর্তী কোণ কত?
(ক) 45°
(খ) 90°
(গ) 120°
(ঘ) 180°
৪০। উপরের চিত্রে ∠i = ∠r হলে কোন ঘটনা নির্দেশ করবে?
(ক) সমবর্তন
(খ) অপর্বতন
(গ) প্রতিফলন
(ঘ) প্রতিসরণ
৪১. সম্পূর্ণ ঘর আলোকিত হয় নিচের কোনটির কারণে?
ক. নিয়মিত প্রতিফলন
খ. ব্যাপ্ত প্রতিফলন
গ. প্রতিসরণ
ঘ. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
৪২. একটি দর্পণ থেকে 50 সেমি. দূরে বস্তু রাখলে 50 সেমি. দূরেই বাস্তব বিম্ব পাওয়া যায়। দর্পণটির ফোকাস দূরত্ব কত?
ক. 2.5m খ. 1m
গ. 0.50m ঘ. 0.25m
৪৩. অবতল দর্পণে লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও মেরুর মধ্যে থাকলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে?
ক. দর্পণের সামনে খ. প্রধান ফোকাসে
গ. মেরুতে ঘ. দর্পণের পেছনে
৪৪. কোনটিতে বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়?
ক. অবতল লেন্স খ. অবতল দর্পণ
গ. উত্তল দর্পণ ঘ. সমতল দর্পণ
৪৫. কোনটিতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়?
ক. টর্চলাইটে খ. রাডারে
গ. গাড়িতে ঘ. সৌরচুল্লিতে
৪৬. সমতল দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়?
ক. বাস্তব ও সোজা
খ. বাস্তব ও বিবর্ধিত
গ. অবাস্তব ও সোজা
ঘ. অবাস্তব ও বিবর্ধিত
৪৭. পাহাড়ি রাস্তার বাঁকে নিচের কোনটি ব্যবহার করা হয়?
ক. সমতল দর্পণ খ. অবতল দর্পণ
গ. অবতল লেন্স ঘ. উত্তল লেন্স
৪৮. গোলীয় দর্পণের গৌণ অক্ষ কয়টি?
ক. ১ খ. ২
গ. ৩ ঘ. অসংখ্য
৪৯. একটি দর্পণে অসদ বিম্ব গঠিত হলে দর্পণটি হচ্ছে—
i. সমতল
ii. অবতল
iii. উত্তল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫০. উত্তল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব—
i. অবাস্তব
ii. সোজা
iii. খর্বিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
“আলোর প্রতিফলন” অধ্যায় নিয়ে কোন প্রশ্ন তোমাদের মনে আসলে, কমেন্টে জানাতে পারো আমাদের। আর তোমাদের ক্লাসের জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়নের সকল বহুনির্বাচনী প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।