SSC 2025 Biology Practical (9) | এসএসসি জীববিজ্ঞান ব্যবহারিক ২০২৫ (৩) : (প্রস্বেদন প্রক্রিয়ায় উদ্ভিদ যে পানি বাষ্পাকারে বের করে দেয় তার পরীক্ষা ) খুঁজছেন? তাহলে আপনি ঠিক জায়গাতেই আছেন। সুপ্রিয় ৯ম/১০ম/এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও। নিশ্চয়ই তোমরা সবাই ভাল আছ। আজকে তোমাদের সাথে জীববিজ্ঞান (ssc Biology Practical) বিষয়ের ব্যবহারিক প্রস্বেদন প্রক্রিয়ায় উদ্ভিদ যে পানি বাষ্পাকারে বের করে দেয় তার পরীক্ষা ব্যবহারিকটি শেয়ার করব। যদি (জীববিজ্ঞান ব্যবহারিক: প্রস্বেদন প্রক্রিয়ায় উদ্ভিদ যে পানি বাষ্পাকারে বের করে দেয় তার পরীক্ষা) পোস্টটি তোমাদের উপকারে আসবে এবং যদি পোস্টটি ভাল লাগলে ✉ কমেন্ট এবং????শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। নিচে দেওয়া Download লিংকে ক্লিক করে তথ্যটির ✂পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবে। তাহলে চলো SSC 2025 Biology Practical PDF ব্লগটি দেখে নেওয়া যাক...
SSC 2025 Biology Practical PDF
পরীক্ষণের নাম:
প্রস্বেদন প্রক্রিয়ায় উদ্ভিদ যে পানি বাষ্পাকারে বের করে দেয় তার পরীক্ষা।
মূলতত্ত্ব: উদ্ভিদ প্রস্বেদন প্রক্রিয়ায় তার দেহ থেকে প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয়।
উপকরণ: এ পরীক্ষার জন্য দরকার হবে টবসহ একটি সতেজ উদ্ভিদ, একটি কাচের বেলজার বা বড় ও সুরু সেলোফেন ব্যাগ, সুতা বা ক্লিপ এবং পরিমাণমতো কিছু পানি।
পদ্ধতি: প্রথমেই টবসহ গাছটিকে টেবিলের উপর বসিয়ে দিতে হবে এবং টবে পরিমাণমতো পানি ঢেলে দিতে হবে। এবার কিছু পাতাসহ একটি শাখাকে সেলোফেন ব্যাগ দিয়ে মুড়ে সুতো দিয়ে বেঁধে বা ক্লিপ দিয়ে আটকে অথবা বেলজার দিয়ে ঢেকে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ভিতরের বাষ্প বের হতে বাইরের বাতাস ঢুকতে না পারে। এ অবস্থায় টবটি এক ঘন্টা রেখে দিতে হবে।
পর্যবেক্ষণ: একঘণ্টা পর দেখা যাবে যে সেলোফেন ব্যাগের ভিতরের গায়ে পানির ফোঁটা জমে আছে এবং পুরো ব্যাগটি অস্বচ্ছ হয়ে উঠেছে।
সিদ্ধান্ত: যেহেতু সেলোফেন ব্যাগে অন্য কোনো পানি ঢোকার সুযোগ ছিল না তাই ঐ পানির কণাগুলো যে পাতা থেকেই বেরিয়েছে তা নিশ্চিতভাবে বলা যায়। এতে প্রমাণিত হলো যে, উদ্ভিদ তার বায়বীয় অঙ্গ দ্বারা পানি বাষ্পাকারে দেহের বাইরে বের করে দেয়।
সতর্কতা:
১. টবের উদ্ভিদটি অবশ্যই সতেজ হতে হবে।
২. সেলোফেন ব্যাগের মুখ ভালোভাবে বেঁধে বায়ু নিরোধী করতে হবে।
আমাদের সকল আপডেট নিয়মিত পেতে “E-Shikkha” ফেইসবুক পেইজে লাইক দিন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে “শিক্ষা-কেয়ার.কম” ওয়েবসাইটের সাথেই থাকুন।
শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে “ই-শিক্ষা” ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।
পরীক্ষণ-১। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদকোষ (পেঁয়াজের কোষ) পর্যবেক্ষণ কর। (যেভাবে লিখবেন?)
পরীক্ষণ-২। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রাণিকোষ (অ্যামিবা) পর্যবেক্ষণ কর। (যেভাবে লিখবেন...)
পরীক্ষণ-৩। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর অপরিহার্যতার পরীক্ষা। (যেভাবে লিখবেন...)
পরীক্ষণ-৪। শ্বসন পক্রিয়ায় তাপ নির্গমনের পরীক্ষা।
পরীক্ষণ-৫। কোষ থেকে কোষের অভিস্রবণের পরীক্ষণ। (যেভাবে লিখবেন...)
পরীক্ষণ-৬। উদ্ভিদের রস উত্তোলন পরীক্ষণ। (যেভাবে লিখবেন...)
পরীক্ষণ-৭। বিশ্রামরত ও শরীরচর্চার পর ৩ জন ব্যাক্তির পালসরেট ও রক্তচাপ নির্ণয়। (যেভাবে লিখবেন...)
পরীক্ষণ-৮। আদর্শ ফুলের বিভিন্ন স্তবক পর্যবেক্ষণ। (যেভাবে লিখবেন...)
SSC 2022 Biology Practical | SSC Biology Practical 2022 | SSC 2022 Biology Practical PDF | SSC Practical 2022 Biology | শ্বসন প্রক্রিয়ায় তাপ নির্গমনের পরীক্ষা | এসএসসি ২০২৩ জীববিজ্ঞান ব্যবহারিক | এসএসসি জীববিজ্ঞান ব্যবহারিক বই pdf download | জীববিজ্ঞান ব্যবহারিক ssc 2022 উত্তর | জীববিজ্ঞান ব্যবহারিক এসএসসি ২০২৩ | জীববিজ্ঞান ব্যবহারিক নবম দশম ।