৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা-গণিত (বহুনির্বাচনি প্রশ্নোত্তর)
Class 6 Mathematics Chapter 1 MCQ
১। ৩টি ঘণ্টা প্রথমে একত্রে বেজে পরে যথাক্রমে ৫, ১২, ৩০ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল। কতক্ষণ পরে ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে?
ক. ৪৭ সেকেন্ড পর
খ. ৬০ সেকেন্ড পর
গ. ৭২ সেকেন্ড পর
ঘ. ৯০ সেকেন্ড পর
সঠিক উত্তর: খ. ৬০ সেকেন্ড পর
২। দুটি সংখ্যার ল.সা.গু. ২৪ এবং গ.সা.গু. ৪। সংখ্যা দুটির গুণফল কত?
ক. ৪৮ খ. ৭২
গ. ৯৬ ঘ. ১২০
সঠিক উত্তর: গ. ৯৬
৩। দুটি সংখ্যার ল.সা.গু. ৩৬ এবং গ.সা.গু. ৬। একটি সংখ্যা ১৮ হলে অপর সংখ্যা কত?
ক. ৪৭ খ. ১২
গ. ১৫ ঘ. ৯
সঠিক উত্তর: খ. ১২
৪। যে ভগ্নাংশের হর লবের চেয়ে ছোট তাকে বলা হয়-
ক. প্রকৃত ভগ্নাংশ খ. মিশ্র ভগ্নাংশ
গ. অপ্রকৃত ভগ্নাংশ ঘ. সমতুল ভগ্নাংশ
সঠিক উত্তর: গ. অপ্রকৃত ভগ্নাংশ
৫। কোনো ভগ্নাংশের লব ও হরকে ০ (শূন্য) বাদে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায়, তাকে কী বলা হয়?
ক. প্রকৃত ভগ্নাংশ খ. মিশ্র ভগ্নাংশ
গ. অপ্রকৃত ভগ্নাংশ ঘ. সমতুল ভগ্নাংশ
সঠিক উত্তর: ঘ. সমতুল ভগ্নাংশ
৬। ৩/৫ এর সমতুল ভগ্নাংশ কোনটি?
ক. ৩/১৫ খ. ৯/৫
গ. ৯/১৫ ঘ. ১৮/৫
সঠিক উত্তর: গ. ৯/১৫
৭। নিচের কোনটি মৌলিক সংখ্যা?
ক. ১ খ. ৪
গ. ৬ ঘ. ৭
সঠিক উত্তর: ঘ. ৭
৮। কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার কিসের ওপর নির্ভর করে?
ক. আকৃতির ওপর
খ. অবস্থানের ওপর
গ. বিকৃতির ওপর
ঘ. ভগ্নাংশের ওপর
সঠিক উত্তর: খ. অবস্থানের ওপর
৯। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ও ০ প্রতীকগুলোর মধ্যে স্বাভাবিক সংখ্যা কয়টি?
ক. ১টি খ. ৪টি
গ. ৯টি ঘ. ১০টি
সঠিক উত্তর: গ. ৯টি
১০
১০। দশভিত্তিক সংখ্যা প্রকাশের রীতিকে বলা হয়-
ক. মেট্রিক রীতি
খ. অকটেন রীতি
গ. দশ গুণোত্তর রীতি
ঘ. ভগ্নাংশ রীতি
সঠিক উত্তর: গ. দশ গুণোত্তর রীতি
৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা-গণিত শিক্ষার এমনই সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন ShikkhaCare ওয়েবসাইটে।
শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাই ভিজিট করুন "ই শিক্ষা" ইউটিউব চ্যানেল।