বাংলা ১ম পত্র: সুভা গল্পের MCQ সাজেশন (এসএসসি ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫) খুঁজছেন? আজ নবম-দশম শ্রেণির জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোট গল্প “সুভা” থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ১০০টি নৈর্ব্যত্তিক (MCQ) প্রশ্ন ও উত্তর শেয়ার করা হবে শিক্ষা কেয়ার ওয়েবসাইটে; যা অনুশীলন করলে তোমাদের S.S.C পরীক্ষার বাংলা বিষয়ের সুভা গল্প থেকে বহুনির্বাচনি প্রশ্ন দিলে এর মধ্য থেকে পেতে পারো। এই সকল বহুনির্বাচনি প্রশ্ন সকল শিক্ষা বোর্ড ও অনুধাবন, জ্ঞান ও উচ্চতর দক্ষতা থেকে নেওয়া হয়েছে। আশা করি এই সকল বহুনির্বাচনি প্রশ্নোত্তর তোমাদের উপকারে আসবে। অন্যান্য বিষয় এবং অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো ডাউনলোড করতে নিচে দেয়া লিংকে ক্লিক করো।
সুভা গল্পের MCQ/এমসিকিউ/নৈর্ব্যক্তিক/বহুনির্বাচনী
১. ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল?
ক. সুভাষিনীর
খ. বাণীকণ্ঠের
গ. সুকেশিনীর
ঘ. প্রতাপের
২. বাণীকণ্ঠের শঙ্ক কপােলে অশ্রু গড়িয়ে পড়েছিল কেন?
i. সুভাকে বিয়ে দেবেন বলে
ii. সুভা কথা বলতে পারে না বলে
iii. মেয়েটির ভবিষ্যৎ ভেবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. iiও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও: সেই ছােট্টবেলায় মর্জিনা একটি বিড়াল ও একটি কুকুর ছানা এনেছিল। নাম দিয়েছে পুষি আর পুটু। আজ পুষি আর পুটু পরােপুরি বড় হয়েছে। নাম ধরে ডাকলে মুহূর্তেই হাজির হয়। পুষি কোলে উঠে বসে কিন্তু পুটু একটু দূরে দাড়িয়ে লেজ নাড়ায়।
৩. মর্জিনার মধ্যে সুভার যে বৈশিষ্ট্য লক্ষণীয়, তা হলাে-
ক. ইতর প্রাণী প্রতি আনুগত্য প্রকাশ।
খ, একাকিত্বের সাথি ইতর প্রাণী
গ. ইতর প্রাণীর প্রতি মমত্ববােধ।
ঘ. সবার থেকে নিজেকে আড়ালে রাখা।
৪. উদ্দীপকের মূলভাব ‘সুভা' গল্পের কোন বাক্যে প্রতিফলিত হয়েছে?
i. দিনে তিনবার গােয়াল ঘরে যাওয়া
ii. দুই বাহু দ্বারা গলা জড়িয়ে ধরা
iii. মাঝে মাঝে তাদেরকে ভৎসনা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৫. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৫১ খ্রিষ্টাব্দে
খ. ১৮৬১ খ্রিষ্টাব্দে
গ. ১৮৭১ খ্রিষ্টাব্দে
ঘ. ১৮৮১ খ্রিষ্টাব্দে
৬. রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১২৬১
খ. ১২৬২
গ. ১২৬৮
ঘ. ১২৭২
৭. রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ কোনগুলাে?
ক. মানসী, সােনার তরী, চিত্রা, বিসর্জন
খ. ক্ষণিকা, বলাকা, পুনশ্চ, শেষের কবিতা
গ. রক্তকরবী, বিষের বাঁশি, কল্পনা, চিত্রা
ঘ. চিত্রা, কল্পনা, সােনার তরী, মানসী
৮. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?
ক. প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
খ. মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
গ. অবনীন্দ্রনাথ ঠাকুর
ঘ. সুরেন্দ্রনাথ ঠাকুর
৯. রবীন্দ্রনাথ কোন কাব্যের জন্য নােবেল পুরস্কার পান।
ক. ক্ষণিকা
খ. মানসী
গ. সােনার তরী
ঘ. গীতাঞ্জলি
১০. এশীয়দের মধ্যে সাহিত্যে সর্বপ্রথম নােবেল পুরস্কার পান কে?
ক. কেনজাবুরাে ওয়ে
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. নাগিব মাহফুজ
ঘ. অরহান পামুক
১১. “তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক ও শিক্ষাবিদ।” উক্তিটি কোন লেখক সম্পর্কে প্রযােজ্য?
ক. প্রমথ চৌধুরী
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. মুহম্মদ শহীদুল্লাহ
১২. রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যথাযথ উক্তি কোনটি?
ক. তিনি ৭ই আগস্ট জন্মগ্রহণ করেন
খ. তিনিই একমাত্র নােবেল বিজয়ী বাঙালি কবি
গ. তাঁর পিতার নাম প্রিন্স দ্বারকানাথ
ঘ. তিনি শান্তিনিকেতনে শেষ নিশ্বাস ত্যাগ করেন
১৩. রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলার ক্ষেত্রে কোন মতবাদটি গ্রহণযােগ্য?
ক. আধুনিক রুচিবােধসম্পন্ন সাহিত্য
খ. নােবেল পুরস্কার প্রাপ্তি
গ. আন্তর্জাতিক দৃষ্টিসম্পন্ন
ঘ. বিশ্বব্যাপী সমাদৃত সাহিত্যে
১৪. বিসর্জন ও রক্তকরবীর মধ্যে মিল কিসে?
ক. দুটিই রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক
খ. দুটিই রবীন্দ্রনাথ ঠাকুর এর উপন্যাস
গ. আঙ্গিক ভিন্ন হলেও দুটির বিষয়বস্তু অভিন্ন
ঘ. দুটিই প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথ এর মৃত্যুর পরে
১৫. নিচের কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর এর রচিত নয়?
ক. রক্তকরবী
খ. গল্পগুচ্ছ
গ. বিচিত্র প্রবন্ধ
ঘ. প্রবন্ধ সংগ্রহ
১৬. রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ৭ই মে ও ৭ই আগষ্ট কীভাবে সম্পর্কিত?
ক. জন্ম ও মৃত্যুতে
খ. জন্ম ও বিবাহ
গ. মৃত্যু ও নােবেল প্রাপ্তিতে
ঘ. নােবেল ও জমিদারি পত্তনে
১৭. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৪১ খ্রিষ্টাব্দে
খ. ১৯৩৮ খ্রিষ্টাব্দে
গ. ১৯৪০ খ্রিষ্টাব্দে
ঘ. ১৯৪২ খ্রিষ্টাব্দে
১৮. রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিশ্বাস ত্যাগ করেন-
ক. কলকাতায়
খ. শান্তি নিকেতনে
গ. উড়িষ্যায়
ঘ. ব্রিটেনে
১৯. ‘সুভা' গল্পের মেয়েটির নাম কী রাখা হয়েছিল?
ক. হাসি
খ. সুভা
গ. সুহাসিনী
ঘ. সুভাষিণী
২০. “তখন কে জানিত সে বােবা হইবে?” এখানে কার কথা বলা হয়েছে?
ক. সুভাষিণীর
খ. সুকেশিনীর
গ. সুহাসিনীর
ঘ. সুনয়নার
২১. সুভাষিণীরা কয় বােন?
ক. তিন
খ. চার
গ. পাঁচ
ঘ. ছয়
২২. সুভাষিণীর নাম কে রাখেন?
ক. সুভাষিণীর মা
খ. সুভাষিণীর বাবা
গ. সুভাষিণীর ভাই
ঘ. সুভাষিণীর মামা
২৩. সুভাষিণী বাবা কিসের ভিত্তিতে ছােট মেয়েটির নাম রাখেন সুভাষিণী?
ক. মায়ের নামের ভিত্তিতে
খ. আবেগের বশে
গ. প্রতাপের কথায়
ঘ. বড় দুই মেয়ের নামের বিত্তিতে
২৪. সুভাষিণী” অর্থ কী?
ক. মধুরভাষী
খ. সুন্দর মুখ
গ. উজ্জ্বল
ঘ. সুন্দর কথা
২৫. সুভাষিণীকে সকলে কী নামে সংক্ষেপে ডাকে?
ক. সুভাষী
খ. ভষিণ
গ. সুভা
ঘ. সুণী
২৬. সুকেশিনী ও সুহাসিনীর সাথে সুভাষিণীর সম্পর্ক কী?
ক. বােন
খ. বান্ধবী
গ. খালাতাে বােন
ঘ. চাচাতাে বােন
২৭. দস্তুরমতাে অনুসন্ধান ও অর্থব্যয়ে কার বিয়ে হয়ে গেছে?
ক. সুভার
খ. সুভার বােনদের
গ. সুভার বান্ধবীর
ঘ. প্রতাপের
২৮. “এখন ছােটোটি পিতামাতার নীরব হ্রদয়ভারের মতাে বিরাজ করিতেছে।” এখানে ‘ছােটোটি বলতে কাকে বােঝানাে হয়েছে?
ক. সুকেশিনীকে
খ. সুহাসিনীকে
গ. সুনয়নাকে
ঘ. সুভকে
২৯, সে কথা বলতে পারে না’- এখানে যাকে নির্দেশ করা যায়?
ক. সুকেশিনী
খ. সুহাসিনী
গ. সুভাষিনী
ঘ. প্রতাপ
৩০. কার সাক্ষাতেই সকলে তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করে?
ক. প্রতাপের
খ. সুভার
গ. সুহাসের
ঘ. সুকেশিনীর
৩১. ‘এইজন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত’- দুশ্চিন্তা প্রকাশের কারণ কী?
ক. সুভা জেদি
খ. সুভা বােবা
গ. সুভা অন্ধ
ঘ. সুভা কালাে
৩২. কে বুঝেছে যে সে বিধাতার অভিশাপরূপে জন্মগ্রহণ করেছে?
ক. প্রতাপ
খ. সুভার মা
গ. সুভা
ঘ. সুভার বােন
৩৩. সাধারণের দৃষ্টিপথ থেকে কে নিজেকে গােপন করে রাখতে সবসময় চেষ্টা করত?
ক. সুভার পিতা
খ. সুভার বােন
গ. সুভার মা
ঘ. সুভা
৩৪. সুভা নিজেকে গােপন করে রাখতে সর্বদা চেষ্টা করত কেন?
ক. সুভা সুন্দর নয় বলে
খ. সুভা কথা বলতে পারে না বলে
গ. সুভা শিক্ষিত নয় বলে
ঘ. সুভা ধনীর মেয়ে বলে
৩৫. সবাই ভুলে গেলে কে বাঁচে?
ক. সুভাষিণী
খ. সুহাসিনী
গ. প্রতাপ
ঘ. সুকেশিনী
৩৬. কোনটি কেউ কখনাে ভােলে না?
ক. মিথ্যা
খ. অপরাধ
গ. বেদনা
ঘ. অন্যায়
৩৭. পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিলকে?
ক. প্রতাপ
খ. বাণীকণ্ঠ
গ. সুকেশি
ঘ. সুভা
৩৮. তাহার মা তাহাকে নিজের একটা এটিরূপ দেখিতেন কাকে?
ক. সুকেশিকে
খ. সুহাসিকে
গ. সুভাকে
ঘ. প্রতাপকে
৩৯. মাতা পুত্র অপেক্ষা কাকে নিজের অংশরূপে দেখেন?
ক. স্বামীকে
খ. পিতাকে
গ. দেশকে
ঘ. কন্যাকে
৪০. কন্যার কোনাে অম্পূর্ণ দেখলে কে সেটাকে নিজের লজ্জার কারণ বলে মনে করেন?
ক. পিতা
খ. মাতা
গ. প্রতিবেশী
ঘ. আত্মীয়স্বজন
৪১. কে সুভাকে সুহাসিনী ও সুকেশিনী অপেক্ষা বেশি ভালােবাসেন?
ক. প্রতাপ
খ. সুভার মাতা
গ. সুভার পিতা
ঘ. সর্বশী
৪২. সুভার পিতার নাম কী?
ক. নীলকণ্ঠ
খ. বাণীকণ্ঠ
গ, বংশীকণ্ঠ
ঘ. গোঁসাই মন্ডল
৪৩. “কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড়াে বিরক্ত ছিলেন”-কার প্রতি?
ক. প্রতাপের প্রতি
খ. সুকেশির প্রতি
গ. সুভার প্রতি
ঘ. সুনয়নার প্রতি
৪৪. সুভার কী ছিল না?
ক. কথা
খ. চোখ
গ, হাত
ঘ. পা
৪৫. সুদীর্ঘ পল্লববিশিষ্ট বড় বড় দুটি কালাে চোখ ছিল কার?
ক. মমতাদি
খ. সুভার
গ. অপুর
ঘ. অন্ধবধূর
৪৬. সুভার ওষ্ঠাধর ভাবের আভাসমাত্র কিসের মতাে কেঁপে উঠত?
ক. হরিণের
খ. কচি কিশলয়ের
গ. নির্জীবের মতাে
ঘ. অসহায়ের
৪৭. কথায় আমরা যে ভাব প্রকাশ করি তা আমাদের কী করতে হয়?
ক. ভুলে যেতে হয়
খ. ভালােবাসতে হয়
গ. গড়ে তুলতে হয়
ঘ, তর্জমা কতে হয়
৪৮. কিসের অভাবে অনেক সময় কথায় আমরা যে ভাব প্রকাশ করি তা ভূল হয়?
ক. ক্ষমতার
খ, তর্জমার
গ. সময়ের
ঘ. চিন্তার
৪৯. কেমন চোখকে কিছু তর্জমা করতে হয় না?
ক. অন্ধ
খ. বােবা
গ. কালাে
ঘ. নীল
৫০. মন আপনি কার উপর ছায়া ফেলে?
ক. কালাে চোখের
খ. সুন্দর হাতের
গ. মায়াবী হাসির
ঘ. সরল পথের
৫১. কখনাে উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে-কী?
ক. নীল চোখ
খ. সুন্দর মুখ
গ. কালাে চোখ
ঘ. উদ্ধত হাত
৫২. অস্তমান চন্দ্রের মতাে অনিমেষভাবে চেয়ে থাকে কী?
ক. কালাে চোখ
খ. নীল চোখ
গ. বােবা চোখ
ঘ. নির্জীব চোখ
৫৩. সুভা' গল্পে কালাে চোখের সাথে সাদৃশ্য রয়েছে কিসের?
ক. কচি কিশলয়ের
খ. ক্ষমতার
গ. উজ্জ্বল মণির
ঘ. দ্রুত চঞ্চল বিদ্যুতের
৫৪. মুখের ভাব বৈ আজন্মকাল যাহার অন্য ভাষা নাই তাহার কিসের ভাষা অসীম উদার?
ক. চোখের
খ. মুখের
গ. ঠোটের
ঘ, হাসির
৫৫. সুভা' গল্প অনুসারে অতলস্পর্শ গভীর কী?
ক. চোখের চাহনি
খ. চোখের ভাষা
গ. চোখের রং
ঘ. চেতনা
৫৬. সুভা' গল্প অনুসারে স্বচ্ছ আকাশের সাথে সাদৃশ্য রয়েছে কিসের?
ক. সুন্দর মুখের
খ. সুন্দর চুলের
গ. চোখের ভাষার
ঘ, মুখের ভাষার
৫৭. ছায়ালােকের রঙ্গভূমি কেমন?
ক. সুন্দর
খ. নিস্তব্ধ
গ. কোলাহলপূর্ণ
ঘ. নির্জীব
৫৮. বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতাে একটা বিজন কী রয়েছে?
ক. বন
খ, মাঠ
গ. মহত্ত্ব
ঘ. আলাে
৫৯. সাধারণ বালিকারা কাকে ভয় করত?
ক. প্রতাপকে
খ. সুভাকে
গ. সুহাসিকে
ঘ. সুকেশিকে
৬০. তাহার সহিত খেলা না-এখানে তাহার বলতে কার কথা বােঝানাে হয়েছে?
ক. সুহাসিকে
খ. সুর্ণকে
গ. প্রতাপকে
ঘ. সুভাকে
৬১, নির্জন দ্বিপ্রহরের মতাে শব্দহীন কে?
ক. প্রতাপ
খ. সুভা
গ. বাণীকণ্ঠ
ঘ, সুকেশী
৬২. নির্জন দ্বিপ্রহেরর সাথে সাদৃশ্য রয়েছে কার?
ক. প্রতাপের
খ. মিনুর
গ. সবর্ণের
ঘ. সুভার
৬৩, সুভার গ্রামের নাম কী?
ক. শ্যামপুর
খ. চন্ডীপুর
গ. চন্দনপুর
ঘ, চম্পকপুর
৬৪. চণ্ডীপুর গ্রামে কার বাস?
ক. মমতাদির
খ. অন্ধবধূর
গ. সুভার
ঘ. জরিমনের
৬৫. চণ্ডীপুর গ্রামের নদীটির সাথে কিসের সাদৃশ্য রয়েছে ?
ক, কচি কিশলয়ের
খ. স্বচ্ছ পদ্মার
গ. গৃহস্থঘরের মেয়ের
ঘ. মায়াবি চোখের
৬৬, চন্ডীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটি কেমন?
ক. বড়
খ. খুব বেশি প্রসারিত নয়
গ. ছােট
ঘ. খুব বেশি গভীর নয়
৬৭. নদীর একেবারে উপরেই কার ঘর?
ক. প্রতাপদের
খ. গেঁসাইদের
গ. বাণীকণ্ঠের
ঘ. ইন্দ্রজিৎদের
৬৮. বাণীকণ্ঠের বাড়ির বেড়া কিসের?
ক. বাঁখারির
খ. কাঠের
গ. টিনের
ঘ. লােহার
৬৯. বাণীকণ্ঠের বাড়ি কেমন?
ক. একচালা
খ. দোচালা
গ. আটচালা
ঘ. মাটির
৭০. বাণীকণ্ঠের বাড়ি কার দৃষ্টি আকর্ষণ করে?
ক. কৃষকের
খ. গ্রামবাসীর
গ. নৌকাবাহীর
ঘ. জেলেদের
৭১. কাজকর্মে যখনি অবসর পায় তখনি সে এই নদীতীরে আসিয়া বসে।'-কার কথা বলা হয়েছে?
ক. বাণীকণ্ঠের
খ. সুভার
গ. প্রতাপের
ঘ. সুভার মায়ের
৭২. সুভা অবসরে কোথায় বসে থাকে?
ক. রাস্তায়
খ. বাগানে
গ. নদীতীরে
ঘ. পুকুরপাড়ে
৭৩. প্রকৃতি করি, ভাষার অভাব পূরণ করে দেয়?
ক. প্রতাপের
খ. সুভাষিণীর
গ. সুহাসিনীর
ঘ. সুকেশিনীর
৭৪. সুভার হয়ে কথা বলে কে?
ক. সুভার মা।
খ. সুভার পিতা
গ. প্রকৃতি
য, নদী
৭৫. ‘সুভা' গল্প অনুসারে প্রকৃতির শব্দ এবং বিচিত্র গতি কী?
ক. অন্ধের চোখ।
খ. বােবার ভাষা
গ. সুভার কথা
ঘ. প্রকৃতির আর্তনাদ
৭৬. ঝিল্লিরবপূর্ণ তৃণভূমি হতে শব্দতীত কোন লােক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সংগীত, ক্রন্দন এবং দীর্ঘ নিশ্বাস?
ক. ত্রিলােক
খ. ভূলােক
গ. নক্ষত্র লােক
ঘ. সূর্যলােক
৭৭. বােবা প্রকৃতির মুখােমুখি চুপ করে বসে থাকে কে?
ক. বাণীকণ্ঠ
খ. প্রতাপ
গ. সুভা
ঘ. সুকেশি
৭৮. সুভাদের গােয়ালে কয়টি গাভী?
ক. দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
৭৯. সর্বশী ও পাঙ্গুলি কিসের নাম?
ক. নদীর
খ. সুভার বােনদের
গ. গাভীর
ঘ. গ্রামের
৮০. কার পদশব্দ গাভী দুটি চিনত?
ক. সুকেশিনীর
খ. সুভার
গ. সুহাসিনীর
ঘ. বাণীকণ্ঠের
৮১. সর্বশীর সাথে সাদৃশ্য রয়েছে কার?
ক. সুহাসিনীর
খ. সুকেশিনীর
গ. পাঙ্গুলির
ঘ. ভাবনার
৮২. মানুষ অপেক্ষা সুভাকে ভালাে বুঝতে পারত-
ক. সুভার বান্ধবী
খ. সুভার গাভী দুটি
গ. নদীর জল
ঘ. পুকুরের মাছ
৮৩. সুভা নিয়মিত কত বার করে গােয়াল ঘরে যায়?
ক. একবার
খ. দুইবার
গ. তিনবার
ঘ. চারবার
৮৪. কারা সুভার মর্মবেদনা বুঝতে পারত?
ক. সুভার পিতা-মাতা
খ. সুভার বন্ধু প্রতাপ
গ. সুভার গাভী দুটি
ঘ. সুভার বােনেরা
৮৫. কে সুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করে সুখনিদ্রার আয়ােজন করত?
ক. কুকুরছানা
খ. বিড়ালছানা
গ. ছাগলছানা
ঘ. গরুর বাছুর
৮৬. 'সুভা' গল্প অনুসারে অতলস্পর্শ গভীর কী ?
ক. চোখের চাহনি
খ. চোখের রং
গ. চোখের ভাষা
ঘ. চেতনা
৮৭. 'সুভা' গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন প্রন্থ থেকে সংকলিত ?
ক. গল্পগুচ্ছ
খ. বলাকা
গ. মানসী
ঘ. বিচিত্র প্রবন্ধ
৮৮. 'নেত্রপল্লব' বলতে কী বোঝ ?
ক. চোখের পাতা
খ. নয়ন
গ. গাছের পাতা
ঘ. হাতের আঙ্গুল
৮৯. 'সুভা' গল্প অনুসারে পাতালের অট্রালিকা কিসের তৈরি?
ক. রুপার
খ. সোনার
গ. পিতলের
ঘ. তামার
৯০. সুভা ঘর থেকে বের হয়ে নদীতটে গিয়ে লুটিয়ে পড়ে কেন?
ক. নদীর প্রতি রাগে
খ. কলকাতায় যেতে চায় না তাই
গ. কথা বলতে না পারা
ঘ. প্রতাপের ওপর রাগ করে
৯১. কখন প্রতাপকে মাছ ধরতে দেখা যায় ?
ক. সকাল
খ. অপরাহ্নে
গ. পূর্বাহ্নে
ঘ. রাতে
৯২. প্রতাপের জন্য সুভা কী নিয়ে আসত?
ক. খাবার
খ. পান
গ. তামাক
ঘ.পানি
৯৩. মর্মবিদ্ধ হরিণীর মতো সুভা কার দিকে তাকায়?
ক. নদীতটের
খ. প্রতাপের
গ. জন্মভূমির
ঘ. সর্বশী ও পাঙ্গুলির
৯৪. চন্ডীপুর গ্রামের নদীটির সাথে কিসের সাদৃশ্য রয়েছে ?
ক. কচি কিশলয়ের
খ. স্বচ্ছ পদ্মার
গ. গৃহস্থঘরের মেয়ের
ঘ. মায়াবী চোখের
৯৫. বাণীকণ্ঠের বাড়িটি কেমন ?
ক. দোচলা
খ. চারচালা
গ. আটচালা
ঘ. ছয়চালা
৯৬. 'গন্ডদেশ' অর্থ কী?
ক. গলা খ. মাথা গ. গাল ঘ. হাত
৯৭. সুভা বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত—
i. প্রতাপের মনোযোগ আকর্ষণের জন্য
ii. মায়ের বিরক্তি দূর করার জন্য
iii. বাক্শক্তি ফিরে পাওয়ার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৯৮. ছায়ালোকের রঙ্গভূমি কেমন?
ক. সুন্দর
খ. নিস্তব্ধ
গ. কোলাহলপূর্ণ
ঘ. নির্জীব
৯৯. ‘সুভাষিণী’ অর্থ কী?
ক. মধুরভাষী
খ. সুন্দর মুখ
গ. উজ্জ্বল
ঘ. সুন্দর কথা
১০০. সুভার গ্রামের নাম কী?
ক. লোচনপুর
খ. পাড়াতলী
গ. চন্ডীপুর
ঘ. রসুলপুর
শিক্ষামূলক সকল খবর সবার আগে পেতে চোখ রাখুন ShikkhaCare ওয়েবসাইটে।
শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে এখনই "E Shikkha" ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।
ssc suggestion 2022, ssc suggestion 2023, ssc suggestion 2024, ssc suggestion 2025, Ssc প্রস্তুতি সুভা গল্পের mcq, এসএসসি সাজেশন ২০২২, এসএসসি সাজেশন ২০২৩, এসএসসি সাজেশন ২০২৪, এসএসসি সাজেশন ২০২৫, গদ্য সুভা, বাংলা ১ম পত্র, বাংলা ১ম পত্র সাজেশন, বাংলা ১ম পত্র সুভা MCQ, বাংলা ১ম পত্র: সুভা MCQ সাজেশন, সুভা, সুভা MCQ সাজেশন, সুভা pdf, সুভা গল্পের mcq, সুভা গল্পের mcq online exam, সুভা গল্পের mcq pdf, সুভা গল্পের mcq quiz, সুভা গল্পের mcq test, সুভা গল্পের ছবি, সুভা গল্পের পটভূমি কি, সুভা গল্পের প্রশ্ন, সুভা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন, সুভা গল্পের বিষয়বস্তু, সুভা গল্পের লেখক কে, সুভা গল্পের শেষ, সুভা গল্পের সুভা চরিত্র, সুভা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর 2022, সুভা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর ২০২২, Ssc প্রস্তুতি সুভা গল্পের mcq
Good