চাকরির প্রস্তুতি | Job Preparation | সাধারণ জ্ঞান – পর্ব ১

চাকরির প্রস্তুতি সাধারণ জ্ঞান
    চাকরির প্রস্তুতি সাধারণ জ্ঞান

চাকরির প্রস্তুতি | Job Preparation | সাধারণ জ্ঞান - পর্ব ১

১। Prison Diaries গ্রন্থটির রচয়িতা কে?

ক. শেখ হাসিনা

খ. সেলিনা হোসেন

গ. অং সান সু চি

ঘ. শেখ মুজিবুর রহমান

উত্তর: ১। ঘ

২। মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে?

ক. অধ্যাপক ইউসুফ আলী

খ. রেহমান সোবহান

গ. ব্যারিস্টার আমিরুল ইসলাম

ঘ. আব্দুল মান্নান

উত্তর: ২। ঘ

৩। সমপ্রতি মিয়ানমার ইস্যুতে আসিয়ানের বিশেষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

ক. জাকার্তা, ইন্দোনেশিয়া

খ. ঢাকা, বাংলাদেশ

গ. টোকিও, জাপান

ঘ. নমপেন, কম্বোডিয়া

উত্তর: ৩। ক

৪। বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনার ভাইরাসের গণটিকা কার্যক্রম শুরু করে?

ক. যুক্তরাষ্ট্র                           খ. চীন

গ. বৃটেন                              ঘ. ভারত

উত্তর: ৪। গ

৫। কোন রোগের ক্ষেত্রে প্রথম কোয়ারেন্টাইন প্রথা চালু করা হয়?

ক. করোনা                          খ. ডায়রিয়া

গ. কলেরা                           ঘ. প্লেগ

উত্তর: ৫। ঘ

৬। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?

ক. ইন্দিরা গান্ধী

খ. বেনজির ভুট্টো

গ. শ্রীমাভো বন্দরনায়েকে

ঘ. চন্দ্রিকা কুমারাতুঙ

উত্তর: ৬। গ

৭। নিচের কোন দেশটি নিরাপত্তা পরিষদের সদস্য প্রত্যাশী নয়?

ক. জার্মানি                          খ. ফ্রান্স

গ. ভারত                            ঘ. জাপান

উত্তর: ৭। খ

৮। বঙ্গবন্ধু মানমন্দির কোথায় অবস্থিত?

ক. গোপালগঞ্জ                          খ . ভাঙ্গা

গ. ফরিদপুর                             ঘ. কক্সবাজার

উত্তর: ৮। খ

৯। বাংলাদেশের নারীরা ভোটাধিকার লাভ করে কত সালে?

ক. ১৯৭৪                          খ. ১৯৭৬

গ. ১৯৭২                          ঘ. ১৯৭৩

উত্তর: ৯। গ

১০। টেস্ট ক্রিকেট কত সালে শুরু হয়?

ক. ১৯৭২                          খ. ১৮৭৭

গ. ১৮৭৫                          ঘ. ১৯০৯

উত্তর: ১০। খ

১১। কমনওয়েলথ ইয়াং পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন কোন বাংলাদেশি?

ক. ফয়সাল ইসলাম

খ. জাহিদ সবুর

গ. নাজমুন নাহার সোহাগী

ঘ. আনিশা ফারুক

উত্তর: ১১। ক

১২। বাংলাদেশের প্রথম স্থলবন্দর কোনটি?

ক. বিয়ানিবাজার                          গ. যশোর

খ. তেঁতুলিয়া                               ঘ. চুনারুঘাট

উত্তর: ১২। গ

১৩। আগরতলা ষড়যন্ত্র মামলা কবে প্রত্যাহার করা হয়?

ক. ২০ জানুয়ারি ১৯৬৯

খ. ২২ জানুয়ারি ১৯৬৯

গ. ২২ ফেব্রুয়ারি ১৯৬৯

ঘ. ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯

উত্তর: ১৩। গ

১৪। বিশ্বে বর্তমানে কোন দেশের মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি?

ক. চীন                              খ. যুক্তরাষ্ট্র

গ. জার্মানি                          ঘ. জাপান

উত্তর: ১৪।

১৫। জাতীয় সংসদে কতজন সদস্য নিয়ে কোরাম গঠিত হয়?

ক. ৫০ জন                          গ. ৩০০ জন
খ. ৬০ জন                          ঘ. ৩৫০ জন

উত্তর: ঘ ১৫। খ

_______________________________________________

চাকরির প্রস্তুতি | সাধারণ জ্ঞান এরমই চাকরির সকল খবর পেতে চোখ রাখুন ShikkhaCare ওয়েবসাইটে। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই "E Shikkha" ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করুন।

"ই শিক্ষা" ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Leave a Comment

error: Content is protected !!