ভৌতরাশি এবং পরিমাপ | SSC Physics Chapter 1
ভৌতরাশি এবং পরিমাপ পদার্থবিজ্ঞান ১ম অধ্যায়
ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের পরিমাপে একই চুড়ান্ত ত্রুটি হলে যেটির দৈর্ঘ্য বেশি সেটির পরিমাপের সঠিকতা বেশি—ব্যাখ্যা কর।
উত্তরঃ আমরা জানি, চূড়ান্ত ত্রুটি ও পরিমাপকৃত মানের অনুপাতকে আপেক্ষিক ত্রুটি বলে।
আপেক্ষিক ত্রুটির উপরোক্ত রাশিমালা থেকে দেখা যাচ্ছে যে, দুটি বস্তুর চূড়ান্ত ত্রুটির মান একই হলে যে বস্তুর পরিমাপকৃত মান অর্থ্যাৎ দৈর্ঘ্য বেশি সেটির আপেক্ষিক ত্রুটি কম হবে। আর আপেক্ষিক ত্রুটি কম হলে এর সঠিকতা বা নির্ভূলতা ততই বেশি হবে।
________________________________________
শিক্ষা বিষয়ক সকল খবর সবার আগে পেতে চোখ রাখুন ShikkhaCare ওয়েবসাইটে।
শিক্ষামূলক ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই "E Shikkha" ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।