গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ ক ইউনিট বিজ্ঞান বিভাগ

গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন ক ইউনিট বিজ্ঞান বিভাগ ২০২১-২০২২ সমাধান খুঁজছেন? ➤ আজকে আমরা জিএসটি এ ইউনিট ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ শেয়ার করছি। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে জিএসটি ক ইউনিট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আমাদের ওয়েবসাইট থেকে নির্ভুল প্রশ্ন ও সমাধান পেয়ে যাবেন। GST গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ জুলাই রাজধানী ঢাকাসহ দেশের ২৬টি কেন্দ্রে একযোগে গুচ্ছ ক ইউনিট ভর্তি পরীক্ষা শুরু হবে। ১ ঘণ্টাব্যাপী এই পরীক্ষা চলবে। গুছ ভর্তি পরীক্ষার প্রশ্ন অনুযায়ী ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় থাকবে মাত্র এক ঘণ্টা। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ করে নম্বর কাটা হবে। সেই সাথে পরীক্ষার কেন্দ্রে মোবাইল, ক্যালকুলেটর, ঘড়িসহ যেকোন ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবণ্টন 

➤ গুচ্ছ পরীক্ষায় মোট প্রশ্ন = ১০০ টি

➤ মোট মার্কস = ১০০

আবশ্যিক = ৬০ (পদার্থবিজ্ঞান ২০ + রসায়ন ২০ + বাংলা ১০ + ইংরেজি ১০)

ঐচ্ছিক ২টি বিষয় = ৪০ (গণিত ২০ + জীববিজ্ঞান + ২০ + আইসিটি ২০)

➤ মোট সময় = ১ ঘণ্টা।

প্রবেশপত্র/আসন বিন্যাস ডাউনলোড করুন: www.gstadmission.ac.bd

ফলাফল/রেজাল্ট দেখুন (অফিসিয়াল ওয়েবসাইট): www.gstadmission.ac.bd

GST গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ ক ইউনিট বিজ্ঞান বিভাগ (২০২১-২০২২)

বাংলা

01. ‘এ দেশের বুকে আঠারাে আসুক নেমে।'- এ লাইনে ‘আঠারাে শব্দটি কী অর্থে ব্যবহার করা হয়েছে?

A. বয়স

B. নতুন জীবন রচনার স্বপ্ন

C. নির্দিষ্ট সাল

D. সাধারণ সংখ্যা

02. ‘চতুর্দিকে মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ'- লাইনটি কোন কবিতার অন্তর্গত?

A. ঐকতান

B. সাম্যবাদী

C. সুখ

D. ফেব্রুয়ারি ১৯৬৯

03. মূল ফরাসী ভাষায় ‘নেকলেস’ গল্পটির নাম কি?

A. Collier

B. La Parure

C. La fiesta

D. Le Parure

04. সম্প্রতি কাজী নজরুল ইসলামের কোন কবিতার শতবর্ষ উদযাপিত হয়েছে?

A. নারী

B. কামাল পাশা

C. বিদ্রোহী

D. আনন্দময়ীর আগমনে।

05. ‘অপরিচিতা' গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?

A. লাঙ্গল

B. ভারতী

C. কল্লোল

D. সবুজপত্র

06. ১৯৪৩-এর দুর্ভিক্ষের প্রতিফলন ঘটেছে কোন গল্পে?

A. ফসিল

B. মৌসুম

C. একটি তুলসী গাছের কাহিনী

D. পুঁইমাচা

07. ‘মহুয়া' পালায় বাংলাদেশের কোন অঞ্চলের উপভাষা পাওয়া যায়?

A. সিলেট

B. চট্টগ্রাম

C. ময়মনসিংহ

D. রংপুর

08. ‘মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে।-কার উক্তি?

A. মহাত্মা গান্ধী

B. সুফিয়া কামাল

C. শেখ মুজিবুর রহমান

D. রবীন্দ্রনাথ ঠাকুর

09. ন্যূনতম’ শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি?

A. নূনতম

B. নুনতম

C. নুনােতমো

D. নুনােতম

10. ভালােবাসা’কে অস্ত্রের সঙ্গে তুলনা করেছেন কোন কবি?

A. কাজী নজরুল ইসলাম

B, আহসান হাবীব

C. শহীদ কাদরী

D. শামসুর রহমান

11. ‘অলঙ্কারের ধ্বনি’কে এক কথায় কী বলা হয়?

A. নিন

B. শিঞ্জন

C. বৃংহতি

D. ঝঙ্কার

12. monitoring’-শব্দটির বাংলা পরিভাষা কোনটি?

A. পরিবীক্ষণ

B. নিরীক্ষণ

C. পর্যালােচনা

D. পর্যবেক্ষণ

13. ‘আফতাব সংগীত' গ্রন্থের রচয়িতা কে?

A. হাছন রাজা

B. শীতালং শাহ

C. লালন সাঁই

D. শাহ আবদুল করিম

14. ‘ড্রামা' শব্দটি কোন ভাষা থেকে আগত?

A. গ্রিক

B. ইংরেজি

C. ফরাসি

D. লাতিন

15. এ এক বিরাট সত্য?- এই বাক্যে ‘সত্য কোন পদ?

A. বিশেষণ

B. অব্যয়

C. ক্রিয়া

D. বিশেষ্য

16. খাটি সােনার চেয়ে খাটি আমার দেশের মাটি।'- এটি কোন ধরনের বাক্য?

A. মিশ্র

B. যৌগিক

C. জটিল

D, সরল

17. চন্দ্রবিন্দু চিহ্নের ভুল প্রয়ােগ হয়েছে কোন শব্দে?

A. আঁকাবাঁকা

B. সাঁতার

C. কাঁধ

D. কাচ

18. ‘দুর্নীতি’, ‘দুর্নাম’ ও ‘দুর্নিবার’ শব্দগুলােতে ণ-ত্ব বিধান প্রযােজ্য নয় কেন?

A. দেশি শব্দ

B. তৎসম শব্দ

C. বিদেশি শব্দ

D, সমাসবদ্ধ শব্দ

19. কোনটি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ নয়?

A. সাঁঝের মায়া

B. কেয়ার কাটা

C. কুহু ও কেক

D. মায়া কাজল

20. ‘কেঁচেগন্ডুস’ শব্দ দ্বারা বােঝায়-

A. নতুন করে আরম্ভ করা

B. কাউকে শাস্তি দেয়া

C. হতবুদ্ধি হওয়া

D. কোনাে কাজ সফলভাবে শেষ করা

21. ‘এন্ডি’ শব্দের অর্থ কি?

A. মােটা খাদি কাপড়

B. বাটিক করা কাপড়

C. মােটা রেশমি কাপড়

D. আমদানি তাঁতের কাপড়

22. ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় কোন চারটি নদীর নাম পাওয়া যায়?

A. কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্ম, জলাঙ্গী

B. ধলেশ্বরী, সন্ধা, পদ্মা, জলাঙ্গী |

C. ধলেশ্বরী, কর্ণফুলী, পদ্মা, ধানসিঁড়ি

D. জলাঙ্গী, সন্ধ্যা, কর্ণফুলী, ধানসিঁড়ি

23. একটি উপমেয়ের একাধিক উপমান থাকলে তাকে কী বলা হয়?

A. লুপ্তোপমা

B. রূপক

C. পূর্ণোপমা

D. মালােপমা

24. ‘উক্তি’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

A. উত্ + তি

B. উচ্ + ক্তি

C. বচ্ + ক্তি

D. বচ্ + তি

25. ‘দুর্নিবার’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

A. অনিবার্য

B. বারবার

C. অনুসার

D. তুরঙ্গ

গুচ্ছ পরীক্ষা ক ইউনিট ২০২২ English

01. We went out the could Weather.

A. despite

B. however

C. besides

D. although

02. What is the meaning of the idiom 'Under the Weather"?

A. Wet all over

B. Exposed to severe weater conditions

C. Unwell

D. Under a weather warning

03. It is dangerous to walk___ the highway. A. beside

B. by

C. in

D. across

04. I sow the ferry_down the river.

A. floating

B. float

C. to float

D. be floated

05. Which word is both a noun and a verb?

A. belive

B. void

C. advice

D. instruct

06. To be considered ecotourism, a trip must.

A. maximize the impace of visiting the locations

B. provide indirect financial aid for conseryation

C. raise the travelers' awareness of the host country's political, environmental and social climate

D. ensure positive experience only for the travelers

07. "Man is by nature a social animal," said by.

A. Plato

B. Aristotle

C. Darwin

D. Shakespeare

08. you need any further information, please contact the help desk.

A. Should

B. However

C. Although

D. Why

09. A word similar to 'ecstasy' is

A. plaight

B. delight

C. increment

D. bliss

10. "Life is a walking shadow." Here the underlined word is a/an

A. Noun

B. Adjective

C. Verb

D. Adverb

11. Manasamangal is a/an__.

A. tragedy

B. comedy

C. epic

D. ethnic song

12. Which one is not the characteristic of folk music?

A. influenced by classical music

B. transmitted orally

C. sung in groups of individually

D. no regular practice is required

13. Verbat bullying refers to

A. spitting

B. tripping

C. teasing

D. spreading rumours

14. As he had COVID-19, he had to be from other members of his family.

A. Estranged

B. eliminated

C. isolated

D. alienated

15. A remedy for all diseases is known as

A. panacea

B. apathetic

C. marvel

D. recompense

16. The meaning of 'prodigious' is

A. great in leadership

B. a person in great pain

C. exceptionally active

D. remarkably great in mental or physical ability

17. Find out the sentence that maintains subject and verb agreement.

A. The jury was not from the same town,

B. He talks as if he was a king

C. I had my room clean.

D. He ran fast lest the should have miss the train.

18. Choose the appropriate pair of words that matches the relationship between Petrol: Car.

A. Red: Rose

B. Horse: Cart

C. Tools: Carpenter

D. Seed: Orange

19. To read between the lines' means

A. to read carefully

B. to read only some lines

C. to read quickly to save time

D. to read carefully to find out any hidden meaning

20. "Life is a broken-winged bird/That cannot fly"- these lines are written by-

A. D.H. Lawrence

B. W.H. Auden

C. Martin Luther King Jr.

D. Langston Hughes

21. Which sentence is grammatically correct?

A. Either Rimi or her brothers know the news.

B. Either Rimi or her brothers knowns the news.

C. Either Rimi or her brothers known the news.

D. Neither Rimi or her brothers knows the news.

22. What is the meaning of the underlined pharasal verb in the sentenc- 'Mr. Zaman tore up the latter reading it'?

A. Stored

B. Destroyed

C. Folded

D. Hid

23. The gift was warpped__blue paper.

A. by

B. on

C. around

D. in

24. Mr. Qureshi is a university professor. Here 'university' is a

A. Noun

B. Determiner

C. Noun adjective

D. Pronominal adjective

25. Select the right antonym for the word 'cowardly'?

A. Cowering

B. Panicky

C. Daring

D. placid

জীববিজ্ঞান

01. খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংস করে দাঁতকে রক্ষা করে কোন এনজাইম? 

A, লাইসােজাইম 

B. টায়ালিন

C. মিউসিন 

D, এ্যামাইলেজ

02. জীবন্ত জীবাশ্ম কোনটি? 

A. Pinus 

B. Cycas

C. Zamia 

D. Podocarpus

03. ক্লোরােপ্লাস্ট উপস্থিত থাকে কোন অণুজীবে? 

A. Bacillus spp. 

B. Plasmodium spp.

C. Mucor spp. 

D. Spirogyra spp

04. ক্রেবস চক্রের বিক্রিয়াগুলাে কোষের কোথায় সংঘটিত হয়? 

A. মাইটোকন্ড্রিয়ায়

B. ক্লোরােপ্লাস্টে

C. সাইটোপ্লাজমে

D. রাইবােসােমে

05. কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমােসােম V, L, J, I আকৃতি ধারণ করে? 

A. প্রােফেজ 

B. মেটাফেজ

C. অ্যানাফেজ

D. টেলােফেজ

06. কোনটি স্টার্ট কোডন?

A. AUG 

B. UAH

C. UAG 

D. UGA

07. ‘আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স' কোথায় থাকে? 

A. পাকস্থলী

B. লালাগ্রন্থি

C. অগ্ন্যাশয় 

D. যকৃত

08, কোন টিস্যুর প্রােটোপ্লাজম ক্রমান্বয়ে মৃত কোষ পরিণত হয়? 

A. প্যারেনকাইমা

B, স্লেরেনকাইমা

C. অ্যারেনকাইমা 

D. কোলেনকাইমা

09. বাংলাদেশের বিলুপ্তপ্রায় উদ্ভিদ কোনটি?

A. সেগুন 

B. চাপালিশ

C. তালিপাম 

D. জারুল

10. কোন পুষ্টি উপাদানের অভাবে উদ্ভিদের পাতা ও ফল ঝরে পড়ে?

A. আয়রন

B. ম্যাঙ্গানিজ

C. জিংক 

D. ফসফরাস

ll. DNA রঞ্জিতকরণে ব্যবহার করা হয় - 

A. Feulgen stain 

B. Methylene bluc

C. Crystal Violet 

D. Safranin

12. কোনটি সিমবায়ােটিক অ্যাসােসিয়েশন? 

A. Human-lice 

B. Bean-bacteria

C. Goat-tapeworm 

D. Human-worm

13. মেঘাচ্ছন্ন সন্ধ্যাবেলায় একটি ঘাসফড়িং তার পুঞ্জাক্ষীতে কোন ধরনের প্রতিবিম্ব দেখতে পাবে? 

A. মােজাইক 

B. সুপারপজিশন

C. সরল

D. জটিল

14. সার্স, ইবােলা এবং নভেল করােনা কী ধরনের ভাইরাস?

A. Tipula Iridescent

B. T₂

C. এডিনােহার্পিস সিমপ্লেক্স

D, ইমার্জিং

15. গবেষণাগারে উদ্ভিদের টিস্যুর সংখ্যাবৃদ্ধি প্রযুক্তি –

A. Biopharming

B. Tissue culture

C. Genome sequencing

D. Genetic engineering

16. কংগ্লোবেট গ্রন্থি কার আছে?

A. ব্যাঙ

B. হাইড্রা

C. অক্টোপাস

D. তেলাপােকা

17. AB+ গ্রুপের ব্যক্তিরা কোন কোন গ্রুপকে রক্ত দান করতে পারে?

A. AB+, AB-

B. B+, AB+

C. O-, AB+, AB-

D. A+, B+, 0+

18. লবণাক্ত পরিবেশে জন্মে ও বিস্তার লাভ করে কোন ধরনের উদ্ভিদ?

A. Halophytes

B. Mesophytes

C. Xerophytes

D. Hydrophytes

19. সৌরশক্তির সাহায্যে ADP এর সাথে এক অণু ফসফেট যুক্ত হয়ে ATP তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলে –

A. সালােকসংশ্লেষণ

B. গ্লাইকোলাইসিস

C. ফটোফসফরােইলেশন

D. শ্বসন

20. বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে কী বলা হয়?

A. পার্থেনােকাগি

B. অ্যান্ড্রোজেনেসিস

C. মাইক্রোপ্রােপাগেশন

D. অ্যাপােস্পােরি

21. দ্বিনিষেক প্রক্রিয়া কোন উদ্ভিদের বৈশিষ্ট্য?

A. ব্রায়ােফাইট

B. টেরিডােফাইট

C. নগ্নবীজী

D, গুপ্তবীজী

22. পরিপূরক জিন এর ফিনােটাইপিক অনুপাত -

A. 9 : 3 : 3 : 1

B. 1 : 2 : 1

C. 13 : 3

D. 9:7

23. কোন ধরনের উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম?

A. C₃ উদ্ভিদ

B. C4 উদ্ভিদ

C. C₃ ও C4 উদ্ভিদ উভয়

D. কোনটিই নয়

24. মাসকুলার ডিস্ট্রফি রােগের লক্ষণ -

A. সারা শরীরে ঘন লােম হওয়া

B. বর্ণান্ধতা

C. পেশির দুর্বলতা ও সমন্বয়ের অভাব

D. অ্যান্টিবডি তৈরি না হওয়া

25. পেশি সংকোচনের জন্য কোন আয়নটি অত্যাবশ্যকীয়?

A. Na

B. Ca

C. K

D. CI

গুচ্ছ ভর্তি পরিক্ষা ক ইউনিট পদার্থবিজ্ঞান সমাধান

গুচ্ছ ভর্তি পরিক্ষা ২০২২ ক ইউনিট রসায়ন সমাধান

গুচ্ছ ভর্তি পরিক্ষা ২০২২ ক ইউনিট উচ্চতর গণিত সমাধান

GST গুচ্ছ পরীক্ষা ক ইউনিট ২০২২ ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান

নিচে দেওয়া লিংকে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করুন....


শিক্ষামূলক সকল খবর সবার আগে পেতে চোখ রাখুন ShikkhaCare ওয়েবসাইটে।

শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে এখনই "E Shikkha" ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।


You Searching For: GST A Unit Question 2022 PDF, GST A unit question PDF Download, GST A Unit Question Solve 2022, GST question 2022 A unit, GST Question 2022 PDF, গুচ্ছ প্রশ্ন ২০২২ সমাধান, গুচ্ছ ভর্তি পরীক্ষা মানবন্টন, গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২২, গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন pdf, গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন ক ইউনিট pdf, গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন বিজ্ঞান শাখা, গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান, গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১-২০২২, গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২, গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান বিজ্ঞান বিভাগ, জিএসটি গুচ্ছ, জিএসটি গুচ্ছ এ ইউনিট প্রশ্ন সমাধান ২০২২, জিএসটি গুচ্ছ এ ইউনিট প্রশ্ন সমাধান ২০২২, জিএসটি গুচ্ছ ক ইউনিট প্রশ্ন সমাধান ২০২১-২২, জিএসটি গুচ্ছ ক ইউনিট প্রশ্ন সমাধান ২০২২, জিএসটি গুচ্ছ প্রশ্ন সমাধান ক ইউনিট, ভার্সিটি ভর্তি পরিক্ষার প্রশ্ন সমাধান ২০২২, শিক্ষা কেয়ার।

Leave a Comment

error: Content is protected !!