এসএসসি আইসিটি ৩য় অধ্যায় MCQ সাজেশন | শিক্ষা কেয়ার

৯ম-১০ম শ্রেণির এসএসসি আইসিটি ৩য় অধ্যায় MCQ সাজেশন: আমার শিক্ষায় ইন্টারনেট বহুনির্বাচনী প্রশ্নব্যাংক খুঁজছেন? আজ ৯ম-১০ম শ্রেণির জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ৩য় অধ্যায় "আমার শিক্ষায় ইন্টারনেট” থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ১০০টি নৈর্ব্যত্তিক (MCQ) প্রশ্ন ও উত্তর শেয়ার করা হবে শিক্ষা কেয়ার ওয়েবসাইটে; যা অনুশীলন করলে তোমাদের SSC পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আমার শিক্ষায় ইন্টারনেট অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন এর মধ্য থেকে পেতে পারো। এই সকল বহুনির্বাচনি প্রশ্ন সকল শিক্ষা বোর্ড ও অনুধাবন, জ্ঞান ও উচ্চতর দক্ষতা  থেকে নেওয়া হয়েছে। আশা করি এই সকল বহুনির্বাচনি প্রশ্নোত্তর তোমাদের উপকারে আসবে। অন্যান্য বিষয় এবং অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো ডাউনলোড করতে নিচে দেয়া লিংকে ক্লিক করো।

এসএসসি আইসিটি ৩য় অধ্যায় MCQ সাজেশন

Class 9-10 & SSC ICT Chapter 3 MCQ Suggestion

১. ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট কোনটির অন্তর্ভুক্ত? ঢা. রা. কু. চ. দি. সি. ব. বো. ১৯
ক) লিখিত কনটেন্ট
খ) শব্দ বা অডিও
গ) ছবি
ঘ) এনিমেশন

২. কম্পিউটারের সাথে সঙ্গতিপূর্ণ ক্যারিয়ারের নাম কী?  ঢা. রা. কু. চ. দি. সি. ব. ১৯
ক) ফ্যাশন ডিজাইনার
খ) ইন্টেরিয়র ডিজাইনার
গ) ইংরেজি শিক্ষক
ঘ) আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স

৩. ই-বুক কে কয়টি ভাগে ভাগ করা হয়? মাদরাসা বোর্ড ১৯
ক) তিন
খ) চার
গ) পাঁচ
ঘ) ছয়

৪. পেশা হিসেবে কোনটির আলাদা গুরুত্ব আছে? ঢা. রা. কু. চ. দি. সি. ব. বো. ১৯
ক) ওয়েব ডিজাইনিং
খ) গ্রাফিক্স ডিজাইনিং
গ) প্রোগ্রামিং
ঘ) নেটওয়ার্কিং
৫. ফ্রি-ল্যান্সের কাজের জন্য কীসের প্রয়োজন?  য. বোর্ড ১৯
ক) অর্থের
খ) দক্ষতার
গ) ধৈর্যের
ঘ) জ্ঞানের
৬. ডিজিটাল কনটেন্ট-এ যুক্ত থাকে- য. বো. ১৯
i. ভিডিও ও অডিও
ii. ছবি ও টেক্সট
iii. এনিমেশন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

৭. কিন্ডল (Kindle) কী? সকল বোর্ড ২০
ক) প্রতিষ্ঠানের নাম
খ) কার্টুনের নাম
গ) ই-বুক রিডারের নাম
ঘ) সার্চ ইঞ্জিনের নাম
৮. অ্যামাজন ডটকমের কিন্ডল কী?  য. বো. ১৯
ক) ভাইরাস
খ) এন্টিভাইরাস
গ) ই-বুক রিডার
ঘ) কম্পিউটার গেম

৯. অনলাইনে কোনো ঘটনা সরাসরি সম্প্রচারকে কী বলে?  মাদরাসা বোর্ড ১৮
ক) হাফ ডুপ্লেক্স
খ) ভিডিও স্ট্রিমিং
গ) অডিও স্ট্রিমিং
ঘ) অ্যানিমেশন
১০. ডিজিটাল কনটেন্ট গ্রাফিক্স এর কাজ কোনটি? য. বো. ১৯
ক) কার্টুন
খ) ই-মেইল
গ) এনিমেশন
ঘ) ছবি

১১. Bandwidth কী?  মাদরাসা বোর্ড ১৮
ক) ডেটার পরিমাণ
খ) তথ্য ডাউনলোডের উপায়
গ) তথ্য আপলোডের উপায়
ঘ) ডেটা প্রবাহের গতির হার
১২. ইন্টারনেটে কোনো তথ্য দ্রুত খুঁজে পাওয়ার মাধ্যম কী?   মাদরাসা বোর্ড ১৮
ক) ফেসবুক
খ) ই-মেইল
গ) টুইটার
ঘ) সার্চ ইঞ্জিন
১৩. ডিজিটাল কনটেন্ট-এ কোন ধরনের উপকরণ বেশি থাকে?   সকল বোর্ড ১৮
ক) ছবি
খ) ভিডিও
গ) টেক্সট
ঘ) এনিমেটেড ছবি
১৪. ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি সম্প্রচার করাকে কী বলে? সকল বোর্ড ১৭, ১৮
ক) লাইভ ভিডিও
খ) ভিডিও স্ট্রিমিং
গ) লাইভ ব্রডকাস্ট
ঘ) লাইভ টেলিকাস্ট
১৫. ডিজিটাল কনটেন্টকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?    মাদরাসা বোর্ড ১৭, ১৫
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
১৬. ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যেকোনো তথ্য, ছবি, শব্দকে কী বলে? মাদ্রাসা বোর্ড ২০১৭, ১৯
ক) এনিমেটেড ছবি
খ) ডিজিটাল কনটেন্ট
গ) ডিজিটাল টেক্সট
ঘ) ইনফো গ্রাফিক্স

১৭. কোনটির মাধ্যমে শিক্ষার্থীদের সামনে নতুন পৃথিবীর দ্বার উন্মোচিত ?   য. বো. ১৯
ক) ইন্টারনেট
খ) জি-মেইল
গ) ইয়াহু
ঘ) গুগল ক্রোম
১৮. আলোক শিখার সাথে কাকে তুলনা করা হয়?   সকল বোর্ড ২০
ক) বিজ্ঞানীকে
খ) শিক্ষককে
গ) ডাক্তারকে
ঘ) ইঞ্জিনিয়ারকে
১৯. বাংলাদেশে দিন দিন কোন তথ্য প্রযুক্তিনির্ভর পেশার সম্ভাবনা উন্মোচিত হচ্ছে?   সকল বো. ১৭
ক) মোবাইল ইঞ্জিনিয়ারিং
খ) ডেটা কমিউনিকেশন
গ) হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং
ঘ) প্রোগ্রামিং
২০. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি?  মাদ্রাসা বো. ১৭, ১৯
ক) কম্পিউটার
খ) টেলিফোন
গ) মোবাইল
ঘ) ইন্টারনেট

এসএসসি আইসিটি ৩য় অধ্যায় MCQ সাজেশন

২১. শ্বেতপত্র কী ধরনের কনটেন্ট?
ক) ছবি
খ) ই-বুক
গ) এনিমেটেড
ঘ) টেক্সট
২২. কার্টুন কী?
ক) ছবি
খ) ভিডিও
গ) ব্লগ
ঘ) এনিমেশন
২৩. ব্লক পোস্ট কোন কনটেন্টের অন্তর্গত?
ক) ছবি
খ) এনিমেশন
গ) ভিডিও
ঘ) টেক্টট
২৪. ইনফো-গ্রাফিক্স কী?
ক) টেক্সট কনটেস্ট
খ) ভিডিও কনটেন্ট
গ) ইমেজ কনটেন্ট
গ) অডিও কনটেন্ট
২৫. নিচের কোনটি চলমান গ্রাফিক্স?
ক) সিনেমা
খ) শব্দ বা অডিও
গ) এনিমেশন
ঘ) রেডিও
২৬. ই-বুক কী?
ক) মুদ্রিত বইয়ের ইলেকট্রন রূপ
খ) মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ
গ) মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রিডার
ঘ) মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক অডিও
২৭. ই-বুক পড়ার জন্য নিচের কোন সফটওয়্যারটি ব্যবহার করা হয়?
ক) ইমেইল
খ) ই-বুক রিডার
গ) ভিডিও প্লেয়ার সফটওয়্যার
ঘ) এনিমেশন
২৮. আইবুক কোন যন্ত্রে ভালোভাবে পড়া যায়?
ক) আইপ্যাড
খ) ক্যালকুলেটর
গ) ফ্যাক্স
ঘ) প্রিন্টার

২৯. নিচের কোনটি ই-বুক রিডার?
ক) উইন-৩২
খ) পিডিএফ
গ) কিন্ডল
ঘ) পাওয়ার পয়েন্ট
৩০. E-mail এর পূর্ণনাম কী?
ক) Electronic Mail
খ) Electronic Message
গ) Electric Mail
ঘ) Electronic MMS
৩১. Internet-এর পূর্ণনাম কী?
ক) Internal network
খ) Intermix Network
গ) International Network
ঘ) Initial Network
৩২. কোনটির কার্যক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে?
ক) ফ্যাক্স
খ) ফ্লপিডিস্ক
গ) টাইপরাইটার
ঘ) ইলেকট্রনিক্স ডিভাইস
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও:
একজন শিক্ষক তাঁর শিক্ষার্থীদের পথ প্রদর্শক। তিনি তাঁর শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনা প্রদান করে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করেন। এক্ষেত্রে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ও সহায়তা নিয়ে থাকেন।
৩৩. উদ্দীপক অনুসারে শিক্ষক শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রমে ব্যবহার করে পারেন-
i. স্পীকার
ii. প্রজেক্টর
iii. কম্পিউটার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৪. ক্লাস চলাকালীন উক্ত শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থী উভয়েই কোন জিনিসটি দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন?
ক) মোবাইল
খ) ইন্টারনেট
গ) ল্যাপটপ
ঘ) কম্পিউটার

৩৫. কিন্ডল ই-বুক রিডার কোন কোম্পানির?
ক) গুগল
খ) অ্যামাজন
গ) ডেল
ঘ) অ্যাপল
৩৬. ইন্টারনেটে বই কোন ফরম্যাটে পাওয়া যায়?
ক) ফাইল
খ) টাইপ
গ)PDF
ঘ) ইমো
৩৭. যে সকল ই-বুকে লিখিত অংশ ছাড়াও অডিও/ভিডিও/ এনিমেশন থাকে তাদের কী বলে?
ক) পিডিএফ ই-বুক
খ) স্মার্ট ই-বুক
গ) সাধারণ ই-বুক
ঘ) ডিজিটাল ই-বুক
৩৮. যে বইগুলো কেবল অনলাইনে পড়া যায় সেগুলো কোন ফরম্যাটে থাকে?
ক) HTML
খ) CYMK
গ) RGB
ঘ) EPB
৩৯. মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি ই-বুকগুলো কোন ফরম্যাটে প্রকাশিত হয়?
ক) পিডিএফ
খ) ই-পাৰ
গ) এইচটিএমএল
ঘ) এক্সএমএল
৪০. ত্রি-মাত্রিক ছবি যুক্ত ই-বুককে কী বলা হয়?
ক) অ্যাপল
খ) টেক্টট বুক
গ) স্মার্ট ই-বুক
ঘ) ই-পাব

এসএসসি আইসিটি ৩য় অধ্যায় MCQ

৪১. PDF এর পূর্ণরূপ কোনটি?
ক) Preferable Document Fromat
খ) Portable Document Format
গ) Protable Document File
ঘ) Preferable Digital File
৪২. EPUB এর পূর্ণরূপ কী?
ক) Electric Publication
খ) Electronic Publication
গ) Emergency Publication
ঘ) Electronic Policy
৪৩. স্মার্ট ই-বুককে কী বলা হয়?
ক) পিডিএফ
খ) ডেটাবেজ
গ) ই-পাব
ঘ) চৌকস ই-বুক
৪৪. ল্যাপটপ ও স্মার্টফোনের মাঝামাঝি যন্ত্রের নাম কী?
ক) সিডিরম
খ) ট্যাবলেট
গ) পিডিএফ
ঘ) আইফোন
৪৫. ভবিষ্যতে কোনটি ছাড়া একটি দিনও কল্পনা করা যাবে না?
ক) ইন্টারনেট
খ) মোবাইল
গ) আইসিটি
ঘ) কম্পিউটার
৪৬. কোনো তথ্য যদি ডিজিটাল উপাত্ত আকারে প্রকাশিত হয় তখন তাকে কী বলে?             

 ডিজিটাল কনটেন্ট    

খ এনালগ কনটেন্ট

গ ই—মেইল      

ঘ অ্যানিমেশন

৪৭. ডিজিটাল কনটেন্ট কীভাবে কম্পিউটারে সংরক্ষিত হতে পারে? 

ক হাইব্রিড পদ্ধতিতে    

 এনালগ ডিজিটাল পদ্ধতিতে

গ ই—মেইল আকারে   

ঘ চিত্র আকারে

৪৮. ডিজিটাল কনটেন্ট কী আকারে সম্প্রসারিত হতে পারে?

 কম্পিউটারের ফাইল              

খ কম্পিউটারের ফোল্ডার

গ কম্পিউটারের নেটওয়ার্ক     

ঘ কম্পিউটারের প্রোগ্রাম

৪৯. ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যেকোনো তথ্য, ছবি কিংবা শব্দ সবই কী হতে পারে?

 ডিজিটাল কনটেন্ট    

খ ডিজিটাল ক্যামেরা

গ ডিজিটাল কম্পিউটার            

ঘ ডিজিটাল তথ্য

৫০. নিবন্ধ কী ধরনের কনটেন্ট?           

ক অডিও কনটেন্ট       

খ ইমেজ কনটেন্ট

 টেক্সট কনটেন্ট          

ঘ ভিডিও কনটেন্ট

৫১. নিচের কোনটি ডিজিটাল কনটেন্ট?           

  ক ই—মেইল      টেক্সট

  গ পেনড্রাইভ   ঘ প্রজেক্টর

৫২. ডিজিটাল মাধ্যমে ব্যবহৃত ই—বুক সংবাদপত্র কী?           

  ক কাটুর্ন            খ ছবি

   টেক্সট             ঘ অ্যানিমেশন

৫৩. ইনফো—গ্রাফিক্স কী?        

  ক কাটুর্ন             ছবি

  গ ই—মেইল     ঘ অ্যানিমেশন

৫৪. কোনটির কারণে ভিডিও কনটেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে?          

  ক ভিডিও প্লেয়ার       মোবাইল

  গ টিভি ঘ ভিডিও প্রজেক্টর

৫৫. কোনটির কারণে ইন্টারনেটে ভিডিও কনটেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে?

  ক ভিডিও প্লেয়ার         খ মোবাইল

  গ টিভি                         ইউটিউব

৫৬. বর্তমানে কোথায় যেকোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হয়ে থাকে? 

   ইন্টারনেটে   খ মোবাইলে

  গ টিভিতে         ঘ কম্পিউটার

৫৭. ভিডিও স্ট্রিমিং, ইউটিউব ভিডিও প্রভৃতি কী ধরনের ডিজিটাল কনটেন্ট?        

ক টেক্সট বা লিখিত কনটেন্ট    

খ ছবি

 ভিডিও ও এনিমেশন

ঘ শব্দ বা অডিও

৫৮. বিভিন্ন বিষয়ের অডিও ফাইল, অডিও কনটেন্ট, ব্রডকাস্ট ও ওয়েবিনারো অডিও কোন ধরনের ডিজিটাল কনটেন্ট?          

  ক টেক্সট বা লিখিত কনটেন্ট   খ ছবি

  গ ভিডিও ও এনিমেশন            শব্দ বা অডিও

৫৯. ওয়েবিনারো কী?   

  ক ভিডিও কনটেন্ট       অডিও কনটেন্ট

  গ ইমেজ কনটেন্ট        ঘ ইন্টারনেট

৬০. ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট কোন কনটেন্টের অন্তভুর্ক্ত?        

   অডিও কনটেন্ট        খ ভিডিও কনটেন্ট

  গ ইমেজ কনটেন্ট        ঘ লিখিত কনটেন্ট

এসএসসি আইসিটি ৩য় অধ্যায় MCQ

৬১. ইন্টারনেটের ভিডিও শেয়ারিং সাইট কোনটি?       

  ক ওডেস্ক           ইউটিউব

  গ ইল্যান্স           ঘ এলিসন

৬২. ডিজিটাল কনটেন্ট স¤প্রচারিত হতে পারে-

  I. কম্পিউটারের ফাইল আকারে

  II. এনালগ পদ্ধতিতে

  III. ডিজিটাল পদ্ধতিতে

  নিচের কোনটি সঠিক?                             

  ক I ও II               I ও III              গ II ও III            ঘ I, II ও III

৬৩. আয়েশা খাতুন দশম শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি পড়ান। লিখিত কনটেন্টের উদাহরণ দিতে তিনি ছাত্রছাত্রীদের দেখাতে পারেন-

  I. নিবন্ধ

  II. এনিমেটেড ছবি

  III. পণ্য বা সেবার তালিকা

  নিচের কোনটি সঠিক?               

  ক I ও II               I ও III

  গ II ও III            ঘ I, II ও III

৬৪. ছবি কনটেন্ট এর অন্তভুর্ক্ত-

  I. কাটুর্ন

  II. ইনফো—গ্রাফিক্স

  III. এনিমেটেড ছবি

  নিচের কোনটি সঠিক?                             

  ক I ও II              খ I ও III              গ II ও III             I, II ও III

৬৫. এহসানুল হক স্যার বাড়ির কাজ হিসেবে ছবি কনটেন্ট প্রস্তুত করে নিয়ে আসতে বলেছে। এক্ষেত্রে জাবেদ ব্যবহার করতে পারবে—

  I. হাতে আঁকা ছবি

  II. ক্যামেরায় তোলা ছবি

  III. কম্পিউটারে সৃষ্ট ছবি

  নিচের কোনটি সঠিক?                             

  ক I ও II              খ I ও III              গ II ও III             I, II ও III

৬৬. যারা ফ্রিল্যান্সিং পেশায় জড়িত তাদের কী বলা হয়?

  ক ইঞ্জিনিয়ার   খ প্রোগ্রামার

  গ আরপানেট   ফ্রিল্যান্সার

৬৭. শিক্ষিত বেকার জনগোষ্ঠী কোন শিল্পকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারে?      

  ক ইন্টারনেট     ফ্রিল্যান্সিং

  গ মোবাইল       ঘ কম্পিউটার

৬৮. অডিও কনটেন্টের অন্তভুর্ক্ত হলো-

  I. ওয়েবিনারো

  II. ইনফো—গ্রাফিক্স

  III. অডিও ফাইল

নিচের কোনটি সঠিক?                 

ক I ও II  I ও III              গ II ও III            ঘ I, II ও III

৬৯. ই—বুক এর পূর্ণরূপ কী?   

ক ইলেকট্রিক বুক         

 ইলেকট্রনিক বুক

গ ইন্টারনেট বুক           

ঘ ইমার্জেন্সি বুক

৭০. কোন প্রতিষ্ঠানের কাজ নিজে না করে তৃতীয় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেয়াকে কী বলে?            

   অডিটসোর্সিং     খ ফ্রিল্যান্সার

  গ প্রোগ্রামিং      ঘ নেটওয়ার্কিং

৭১. কোন ধরনের কাজে বিশেষ স্বাধীনতা উপভোগ করা যায়?             

  ক ব্যাংকিং         ফ্রিল্যান্সিং

  গ প্রোগ্রামিং     ঘ ব্যবসায়—বাণিজ্য

৭২. প্রচলিত রিডারের মধ্যে কোনটি সবচেয়ে জনপ্রিয়?           

  ক ফ্লাস               খ ফায়ার ফক্স

   কিন্ডল            ঘ অ্যাডব রিডার

৭৩. মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি ই—বুকগুলো কোন ফরমেটে প্রকাশিত হয়? 

 পিডিএফ        

খ ই—পাব

গ এইচটিএমএল            

ঘ এক্সএমএল

৭৪. পিডিএফ এর পূর্ণরূপ কী?

ক পোর্টেবল ডকুমেন্ট ফমুর্লা  

খ পোর্টেবল ডিভাইস ফরম্যাট

 পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট

ঘ প্যারালাল ডকুমেন্ট ফরম্যাট

৭৫. যে ই—বইগুলো কেবল অনলাইনে তথা ইন্টারনেটে পড়া যায় সেগুলো কোন ফরম্যাটে প্রকাশিত হয়?

  ক পিডিএফ      এইচটিএমএল

  গ ই—পাব         ঘ এইচসিএমসি

৭৬. কোনটির মাধ্যমে এক দেশে বসেই অন্য দেশের কাজ করা যায়?             

  ক টেলিভিশন  খ প্রোগ্রামিংয়ের

   ইন্টারনেট     ঘ রেডিও

৭৭. যে ই—বুকে কনটেন্ট ছাড়াও পাঠকের নিজের নোট লেখা, শব্দের অর্থ জানা ইত্যাদি সুবিধা থাকে সেগুলো কোন ফরম্যাটে প্রকাশিত হয়?                

  ক পিডিএফ     খ এইচটিএমএল

   ই—পাব        ঘ এমসিটিএল

৭৮. বিশ্বব্যাপী কর্মসংস্থানের বাজার উন্মুক্ত করেছে কোনটি?

  ক ডেটা               তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

  গ কম্পিউটার ঘ প্রোগ্রামিং

৭৯. চৌকস ই—বুকের বৈশিষ্ট্য কোনটি?           

  ক পিডিএফ ফরম্যাটে প্রকাশিত

  খ এইচটিএমএল ফরম্যাটে প্রকাশিত

  গ মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি

   কুইজ ও ত্রিমাত্রিক ছবি যুক্ত থাকে

৮০. নিচের কোনটি ম্যাক কম্পিউটারে ভালভাবে পড়া যায়?  

  ক পিডিএফ—বুক   খ ই—পাব

   আইবুক           ঘ চৌকস ই—বুক

এসএসসি আইসিটি ৩য় অধ্যায় MCQ

৮১. কোনটি অডিও কনটেন্ট?

  ক কাটুর্ন            খ ইনফো গ্রাফিক্স

  গ শ্বেতপাত্র       ব্রডকাস্ট

৮২. মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ-

I. ই—বুক

II. ই—বই

III. ইলেকট্রনিক বুক

নিচের কোনটি সঠিক?  

ক I ও II খ I ও III              গ II ও III             I, II ও III

৮৩. কর্মক্ষেত্রে উপস্থিত না থেকে কাজ করার সুবিধা প্রদান করে কোন পেশা? 

ক সিভিল ইঞ্জিনিয়ারিং

খ নেভাল ইঞ্জিনিয়ারিং

 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি      

ঘ আরোন্যাটিক্যাল ইঞ্জিনিয়ারিং

৮৪. ফেসবুক কী?         

ক ই—মেইল      

 সামাজিক যোগাযোগের মাধ্যমে

গ ফ্রিল্যান্সিং সাইট        

ঘ তথ্য খোঁজার সাইট

৮৫. কোন প্রযুক্তিটি সারা পৃথিবীতে বড় একটা পরিবর্তন এনেছে?      

  ক রেডিও          খ রোবট

   ইন্টারনেট     ঘ ল্যাপটপ

৮৬. কোন ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করা অর্থহীন হয়ে পড়ে?           

   ইন্টারনেট স্পিড কম হলে   

  খ প্রয়োজনীয় কনটেন্ট না থাকলে     

  গ ইন্টারনেট ব্যবহারে দক্ষ না হলে

  ঘ কীভাবে ব্যবহার করতে হবে না জানলে

৮৭. বর্তমানে শিক্ষণীয় অনেক বিষয় কোথায় পাওয়া যায়?      

  ক মোবাইলে    খ ফ্যাক্সে

  গ টেলিফোনে   ইন্টারনেটে

৮৮. আনিশা দশম শ্রেণিতে পড়ে। ইন্টারনেটে কোনো বিষয় খুঁজে পেতে তার  কোনটির প্রয়োজন হবে?

  ক বন্ধুর সাহায্য            

  খ শিক্ষকের সাহায্য

   দক্ষ সার্চ ইঞ্জিনের সাহায্য    

  ঘ শক্তিশালী কম্পিউটারের সাহায্য

৮৯. ভারতে শিক্ষার্থীদের জন্য নির্মিত ট্যাবলেট কম্পিউটারের নাম কী?             

  ক আইফোন    খ দোয়েল

   আকাশ          ঘ তোশিবা

৯০. ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা প্রদানকে কী বলা হয়?       

  ক ক্রিয়েটিভ লার্নিং       ই—লার্নিং

  গ ডিজিটাল লার্নিং        ঘ ডিসট্যান্স লার্নিং

৯১. কপিরাইট আইনটি কার অধিকারভুক্ত?    

  ক পাঠক        খ প্রকাশক

  গ রাষ্ট্র   সৃষ্টিকর্মের মালিক

৯২. ইন্টারনেটে প্রবেশের জন্য কোনটির প্রয়োজন হয়?         

  ক স্ক্যানার       খ প্রোগ্রাম            সার্চ ইঞ্জিন     ঘ সফটওয়্যার

৯৩. বাংলাদেশে সর্বপ্রথম ব্যবহৃত বাংলা ফন্ট লেখার সফটওয়্যারের নাম কী?           

  ক একাত্তর      বিজয়

  গ অভ্র ঘ স্বাধীনতা

৯৪. বিজয় সফটওয়্যার কে আবিষ্কার করেন?

   মোঃ মোস্তফা জব্বার             খ মোঃ হারুন হোসেন

  গ মোঃ গোলাম হোসেন            ঘ মোঃ রফিক শিকদার

৯৫. ইন্টারনেট ব্যবহার করে তথ্য আদান প্রদানে কোনটি ব্যবহৃত হয়?                

ক ফেসবুক        খ প্রোগ্রাম

 ই—মেইল        ঘ ডেটাবেজ

৯৬. বেআইনিভাবে কারও বই ইন্টারনেট থেকে নামিয়ে ফেলা কোন আইনের লঙ্ঘন?           

ক মানবাধিকার খ নারী নির্যাতন

 কপি রাইট       ঘ শিশু শ্রম

৯৭. সারা বিশ্বের সকল ছাত্রছাত্রীরা কীভাবে একটি ক্লাবের সদস্য হতে পারে? 

ক এনজিওর সাহায্যে 

 ইন্টারনেটের সাহায্যে

গ পাঠ্যবইয়ের সাহায্যে

ঘ কম্পিউটারের সাহায্যে

৯৮. নিচের কোনটি বিশ্বব্যাপী ক্যারিয়ার গঠনের একটি বড় ক্ষেত্র?   

ক মোবাইল         আইসিটি

গ টেলিভিশন    ঘ কম্পিউটার

৯৯. ক্যারিয়ার গড়তে কোন বিষয়ে দক্ষতা অর্জন করা প্রয়োজন?      

ক কৃষি  আইসিটি         গ স্বাস্থ্য               ঘ দর্শন

১০০. গুগল কী?             

ক মোবাইল কোম্পানি 

খ ওয়েব ডেভেলপার

 সার্চ ইঞ্জিন      

ঘ নেটওয়ার্ক সিস্টেম


শিক্ষামূলক সকল খবর সবার আগে পেতে চোখ রাখুন ShikkhaCare ওয়েবসাইটে।

শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে এখনই "E Shikkha" ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।

১০ম শ্রেণির আইসিটি ৩য় অধ্যায় MCQ, ৩য় অধ্যায়: আইসিটি নবম-দশম শ্রেণি বহুনির্বাচনি প্রশ্ন, ৯ম শ্রেণির আইসিটি ৩য় অধ্যায় MCQ, ৯ম-১০ম শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৩য় অধ্যায়, Class 10 ICT Chapter 3 MCQ Suggestion, Class 9 ICT Chapter 3 MCQ Suggestion, ict, ICT MCQ SSC- ৩য় অধ্যায়, Nine and Ten ICT Chapter 3 MCQ, SSC ICT এর সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ ও উত্তর, আইসিটি, আইসিটি ৩য় অধ্যায় mcq, আইসিটি ৩য় অধ্যায় নোট, আইসিটি ৩য় অধ্যায় প্রশ্নব্যাংক, আমার শিক্ষায় ইন্টারনেট, আমার শিক্ষায় ইন্টারনেট MCQ, আমার শিক্ষায় ইন্টারনেট বহুনর্বাচনী, এসএসসি আইসিটি ৩য় অধ্যায় MCQ সাজেশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি MCQ সাজেশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্নব্যাংক, দশম শ্রেণির আইসিটি ৩য় অধ্যায় MCQ, দৈনিক শিক্ষা, নবম শ্রেণির আইসিটি ৩য় অধ্যায় MCQ, নবম-দশম শ্রেণির পড়াশোনা, শিক্ষা, শিক্ষা কেয়ার

4 thoughts on “এসএসসি আইসিটি ৩য় অধ্যায় MCQ সাজেশন | শিক্ষা কেয়ার”

  1. 2023 সালে ৯ম শ্রে: New Cariculam এর পাঠ্য পুস্তুক প্রস্তুত হয়েচছে কি?

    Reply

Leave a Comment

error: Content is protected !!