এসএসসি ২০২৫ জীববিজ্ঞান ব্যবহারিক: ফুলের গর্ভাশয়ের প্রস্থচ্ছেদ পর্যবেক্ষণ।

এসএসসি ২০২৫ জীববিজ্ঞান ব্যবহারিক : (ফুলের গর্ভাশয়ের প্রস্থচ্ছেদ পর্যবেক্ষণ) খুঁজছেন? তাহলে আপনি ঠিক জায়গাতেই আছেন। সুপ্রিয় ৯ম/১০ম/এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও। নিশ্চয়ই তোমরা সবাই ভাল আছ। আজকে তোমাদের সাথে জীববিজ্ঞান (ssc Biology Practical 2025) বিষয়ের ব্যবহারিক ফুলের গর্ভাশয়ের প্রস্থচ্ছেদ পর্যবেক্ষণ ব্যবহারিকটি শেয়ার করব। যদি (জীববিজ্ঞান ব্যবহারিক: ফুলের গর্ভাশয়ের প্রস্থচ্ছেদ পর্যবেক্ষণ) পোস্টটি তোমাদের উপকারে আসবে এবং যদি পোস্টটি ভাল লাগলে ✉ কমেন্ট এবং????শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। নিচে দেওয়া Download লিংকে ক্লিক করে তথ্যটির ✂পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবে। তাহলে চলো SSC 2025 Biology Practical PDF ব্লগটি দেখে নেওয়া যাক...

SSC Biology Practical 2023 PDF

মূলতত্ত্ব: ফুলের গর্ভাশয়ের ভিতরে এক বা একাধিক ডিম্বক বিশেষ নিয়মে সজ্জিত থাকে। এ ডিম্বকগুলো পরে বীজে পরিণত হয়।

উপকরণ: একটি ফুল, ব্লেড, চিমটা, ব্লটিং পেপার।

পদ্ধতি: স্কুলের পাশের বাগান থেকে জবা ফুল সংগ্রহ করি। ফুলটির বিভিন্ন অংশ ব্লেড দিয়ে আলাদা করি ও ব্লটিং পেপারে রাখি। এবার গর্ভাশয়টির প্রন্থ বরাবর পাতলা করে কেটে চিমটা দিয়ে স্লাইডে নেই এবং অনুবীক্ষণ যন্ত্রের নিচে পর্যবেক্ষণ করি।

পর্যবেক্ষণ: দেখা যাচ্ছে ফুলটির গর্ভাশয় পাঁচ প্রকোষ্ঠ বিশিষ্ট প্রতিটি প্রকোষ্ঠে দুটি ডিম্বক, গর্ভপত্র ৫টি ও সংযুক্ত।

সতর্কতা:

১. ফুলটি সতেজ হতে হবে।

২. ধারালো নতুন ব্রেড দ্বারা ফুলটি কাটতে হবে।

৩. খুব যত্নসহকারে ফুলটির বিভিন্ন অংশ আলদা করতে হবে।


আমাদের সকল আপডেট নিয়মিত পেতে “E-Shikkha” ফেইসবুক পেইজে লাইক দিন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে “শিক্ষা-কেয়ার.কম” ওয়েবসাইটের সাথেই থাকুন।

শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে “ই-শিক্ষা” ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।


পরীক্ষণ-১। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদকোষ (পেঁয়াজের কোষ) পর্যবেক্ষণ কর। (যেভাবে লিখবেন?)
পরীক্ষণ-২। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রাণিকোষ (অ্যামিবা) পর্যবেক্ষণ কর। (যেভাবে লিখবেন...)
পরীক্ষণ-৩। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর অপরিহার্যতার পরীক্ষা। (যেভাবে লিখবেন...)
পরীক্ষণ-৪। শ্বসন পক্রিয়ায় তাপ নির্গমনের পরীক্ষা।
পরীক্ষণ-৫। কোষ থেকে কোষের অভিস্রবণের পরীক্ষণ। (যেভাবে লিখবেন...)
পরীক্ষণ-৬। উদ্ভিদের রস উত্তোলন পরীক্ষণ। (যেভাবে লিখবেন...)
পরীক্ষণ-৭। বিশ্রামরত ও শরীরচর্চার পর ৩ জন ব্যাক্তির পালসরেট ও রক্তচাপ নির্ণয়। (যেভাবে লিখবেন...)
পরীক্ষণ-৮। আদর্শ ফুলের বিভিন্ন স্তবক পর্যবেক্ষণ। (যেভাবে লিখবেন...)

SSC 2022 Biology Practical | SSC Biology Practical 2022 | SSC 2022 Biology Practical PDF | SSC Practical 2022 Biology | শ্বসন প্রক্রিয়ায় তাপ নির্গমনের পরীক্ষা | এসএসসি ২০২৩ জীববিজ্ঞান ব্যবহারিক | এসএসসি জীববিজ্ঞান ব্যবহারিক বই pdf download | জীববিজ্ঞান ব্যবহারিক ssc 2022 উত্তর | জীববিজ্ঞান ব্যবহারিক এসএসসি ২০২৩ | জীববিজ্ঞান ব্যবহারিক নবম দশম ।

Leave a Comment

error: Content is protected !!