এসএসসি জীববিজ্ঞান ব্যবহারিক ২০২৩ (৩): সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার ক্লোরোফিল ও আলোর অপরিহার্যতার পরীক্ষা।

এসএসসি জীববিজ্ঞান ব্যবহারিক ২০২৩ (৩) : (সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার ক্লোরোফিল ও আলোর অপরিহার্যতার পরীক্ষা ২০২২ & ২০২৩) খুঁজছেন? তাহলে আপনি ঠিক জায়গাতেই আছেন। সুপ্রিয় ৯ম/১০ম/এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও। নিশ্চয়ই তোমরা সবাই ভাল আছ। আজকে তোমাদের সাথে জীববিজ্ঞান (ssc Biology Practical) বিষয়ের ব্যবহারিক সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার ক্লোরোফিল ও আলোর অপরিহার্যতার পরীক্ষাব্যবহারিকটি শেয়ার করব। যদি (জীববিজ্ঞান ব্যবহারিক: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার ক্লোরোফিল ও আলোর অপরিহার্যতার পরীক্ষা) পোস্টটি তোমাদের উপকারে আসবে এবং যদি পোস্টটি ভাল লাগলে ✉ কমেন্ট এবং????শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। নিচে দেওয়া Download লিংকে ক্লিক করে তথ্যটির ✂পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবে। তাহলে চলো SSC 2023 Biology Practical PDF ব্লগটি দেখে নেওয়া যাক...

SSC 2023 Biology Practical PDF

চিত্র: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার ক্লোরোফিল ও আলোর অপরিহার্যতার পরীক্ষা

মূলতত্ত্বঃ সালোকসংশ্লেষণ এমন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদকোষস্থ ক্লোরোপ্লাস্ট সূর্যরশ্মি ফোটন থেকে শোষণকৃত শক্তি কাজে লাগিয়ে বায়ুমণ্ডলস্থিত CO₂ এবং কোষস্থ পানি ও অন্যান্য জৈব রাসায়নিক পদার্থের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে।
পরীক্ষার উপকরণঃ একদিন অন্ধকার রাখা টবে লাগানো সবুজ পাতাবিশিষ্ট একটি গাছ, কালো কাগজ, ৯৫% ইথাইল অ্যালকোহল, ১% আয়োডিন দ্রবণ ক্লিপ প্রভৃতি।

কার্যপদ্ধতিঃ অন্ধকারে রাখা গাছটির একটি পাতার একাংশের উভয় দিক কালো কাগজ দিয়ে আবৃত করে ক্লিপ দিয়ে আটকে দিতে হবে যেন ঐ অংশে সূর্যলোক প্রবেশ করতে না পারে। এরপর গাছসহ টবটিকে সূর্যালোকে রেখে দিতে হবে। এক ঘন্টা পর পাতাটিকে গাছ থেকে ছিঁড়ে এনে ক্লোরোফিলমুক্ত করার জন্য ৯৫% ইথাইল অ্যালকোহলে সিদ্ধ করতে হবে। এবার সিদ্ধ বর্ণহীন পাতাটিকে আয়োডিন দ্রবণে ডুবাতে হবে।
পর্যবেক্ষণঃ আয়োডিন দ্রবণ থেকে উঠিয়ে আনলে দেখা যাবে যে, পাতাটির কালো কাগজ দিয়ে আবৃত অংশ ছাড়া বাকি সবটুকু অংশই নীল (গাঢ় বেগুনী বা কালো) বর্ণ ধারণ করেছে।

সিদ্ধান্তঃ শ্বেতসার ও আয়োডিন দ্রবণের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফল শ্বেতসার নীল (গাঢ় বেগুনি বা কালো) বর্ণ ধারণ করবে। কালো কাগজ দিয়ে আবৃত অংশে সূর্যালোক পৌঁছাতে পারে না, ফলে পাতার ঐ অংশে সালোক সংশ্লেষণ হয় না বলে শ্বেতসারও প্রস্তুত হয় না। শ্বেতসার প্রস্তুত হয় না বলে পাতার আবৃত অংশ আয়োডিন দ্রবণে বিক্রিয়া করে নীল বর্ণ ধারণ করে না এতে প্রমাণিত হয় সালোক সংশ্লেষণ তথা শ্বেতসার প্রস্তুতের জন্য আলো অপরিহার্য।

সতর্কতাঃ
১. পরীক্ষার পূর্বে টবের গাছটি যেন বেশকিছু সময়ের জন্য অন্ধকারে রাখা হয়।
২. কালো কাগজ এমন হতে তবে যেন তার মধ্যে দিয়ে সূর্যালোক প্রবেশ করতে না পারে।
৩. পরীক্ষা চলাকালীন সময়ে কমপক্ষে ১ ঘন্টা পূর্বে টবটিকে সূর্যালোকে রাখতে হবে।


আমাদের সকল আপডেট নিয়মিত পেতে “E-Shikkha” ফেইসবুক পেইজে লাইক দিন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে “শিক্ষা-কেয়ার.কম” ওয়েবসাইটের সাথেই থাকুন।

শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে “ই-শিক্ষা” ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।


পরীক্ষণ-১। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদকোষ (পেঁয়াজের কোষ) পর্যবেক্ষণ কর। (যেভাবে লিখবেন?)
পরীক্ষণ-২। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রাণিকোষ (অ্যামিবা) পর্যবেক্ষণ কর। (যেভাবে লিখবেন...)
পরীক্ষণ-৩। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর অপরিহার্যতার পরীক্ষা।
পরীক্ষণ-৪। শ্বসন পক্রিয়ায় তাপ নির্গমনের পরীক্ষা। (যেভাবে লিখবেন...)
পরীক্ষণ-৫। কোষ থেকে কোষের অভিস্রবণের পরীক্ষণ। (যেভাবে লিখবেন...)
পরীক্ষণ-৬। উদ্ভিদের রস উত্তোলন পরীক্ষণ। (যেভাবে লিখবেন...)
পরীক্ষণ-৭। বিশ্রামরত ও শরীরচর্চার পর ৩ জন ব্যাক্তির পালসরেট ও রক্তচাপ নির্ণয়। (যেভাবে লিখবেন...)
পরীক্ষণ-৮। আদর্শ ফুলের বিভিন্ন স্তবক পর্যবেক্ষণ। (যেভাবে লিখবেন...)

SSC 2022 Biology Practical | SSC Biology Practical 2022 | SSC 2022 Biology Practical PDF | SSC Practical 2022 Biology | সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার ক্লোরোফিল ও আলোর অপরিহার্যতার পরীক্ষা | এসএসসি ২০২৩ জীববিজ্ঞান ব্যবহারিক | এসএসসি জীববিজ্ঞান ব্যবহারিক বই pdf download | জীববিজ্ঞান ব্যবহারিক ssc 2022 উত্তর | জীববিজ্ঞান ব্যবহারিক এসএসসি ২০২৩ | জীববিজ্ঞান ব্যবহারিক নবম দশম ।

2 thoughts on “এসএসসি জীববিজ্ঞান ব্যবহারিক ২০২৩ (৩): সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার ক্লোরোফিল ও আলোর অপরিহার্যতার পরীক্ষা।”

Leave a Comment

error: Content is protected !!