এসএসসি ২০২২ রসায়ন ব্যবহারিক প্রশ্ন সকল বোর্ড | SSC 2022 Chemistry Practical Question All Board

SSC 2022 Chemistry Practical Question All Board | এসএসসি ২০২২ রসায়ন ব্যবহারিক প্রশ্ন সকল বোর্ড খুঁজছেন? তাহলে আপনি ঠিক জায়গাতেই আছেন। আমাদের ওয়েবসাইটে ২০২২ সালের এসএসসি পরিক্ষার পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, কৃষিশিক্ষা বিষয়ের ব্যবহারিক প্রশ্ন পেয়ে যাবেন। এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা হবে ২০২২ সালের এসএসসি পরিক্ষার রসায়ন বিষয়ের ব্যবহারিক প্রশ্নটি। পোস্টটি ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

SSC 2022 Chemistry Practical Question All Board

এসএসসি ২০২২ রসায়ন ব্যবহারিক প্রশ্ন সকল বোর্ড

সময়- ২ ঘণ্টা

পূর্ণমান- ২৫

[দ্রষ্টব্য। ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।]

১। পরীক্ষণগুলো হতে যে কোনো একটি পরীক্ষণ সম্পন্ন করতে হবে। ১৫

(ক) বিভিন্ন তাপমাত্রায় কঠিন ও তরল পদার্থকণার ব্যাপন হার পরীক্ষা।

(খ) ধাতব কার্বনেট যৌগের সাথে লঘু এসিডের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস শনাক্তকরণ।

(গ) সোডিয়াম ক্লোরাইড/ফেরাস সালফেট লবণের কেলাস গঠন।

(ঘ) দ্রাব্যতা ও বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষার মাধ্যমে আয়নিক ও সমযোজী যৌগ শনাক্তকরণ।

(ঙ) তুঁতের মধ্যে কেলাস পানির উপস্থিতি ও তার পরিমাণ প্রমাণ ।

(চ) কার্বনেট লবণের সঙ্গে পানি ও এসিড মিশ্রিত করে বিক্রিয়ার হার পরীক্ষা।

২। পরীক্ষণটি উপস্থাপন/প্রদর্শন

৩। মৌখিক পরীক্ষা ৫

৪। ব্যবহারিক খাতা/শীট ৫


SSC 2022 Physics Practical Question All Board

এসএসসি ২০২২ পদার্থবিজ্ঞান ব্যবহারিক প্রশ্ন সকল বোর্ড

SSC Chemistry Practical Question All Board

এসএসসি ২০২২ রসায়ন ব্যবহারিক প্রশ্ন সকল বোর্ড

SSC 2022 Biology Practical Question All Board

এসএসসি ২০২২ জীববিজ্ঞান ব্যবহারিক প্রশ্ন সকল বোর্ড

SSC 2022 Higher Mathematics Practical Question All Board

এসএসসি ২০২২ উচ্চতর গণিত ব্যবহারিক প্রশ্ন সকল বোর্ড

SSC 2022 Agriculture Practical Question All Board

এসএসসি কৃষিশিক্ষা ব্যবহারিক প্রশ্ন সকল বোর্ড


এসএসসি ২০২২ রসায়ন প্র্যাকটিক্যাল সংক্রান্ত নির্দেশনা:

রসায়নে দুই ঘণ্টার ব্যবহারিক পরীক্ষার পূর্ণমান ২৫। লটারির মাধ্যমে পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষণ বণ্টন করতে হবে। পরীক্ষার্থীকে যেকোনো একটি পরীক্ষণ করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী পরীক্ষণের জন্য সর্বাধিক দুইবার লটারির সুযোগ পাবেন। পরীক্ষায় তত্ত্বে ৩ নম্বর, তথ্য সংগ্রহ, ছক ও প্রয়োজনীয় চিত্রে ৬ নম্বর, হিসেবে ৩ নম্বর, ফলাফলে ১ নম্বর ও সতর্কতায় ২ নম্বর থাকবে। আর ব্যবহারিক নোটবুকে ৫ নম্বর এবং মৌখিক পরীক্ষার নম্বর হবে ৫। এতে পরীক্ষকরা পরীক্ষার্থীর পরীক্ষণের ওপর জ্ঞান যাচাইয়ে প্রাধান্য দেবেন। তবে, পাঠ্যসূচির অন্তর্ভুক্ত যেকোনো প্রশ্ন করা যাবে।

এসএসসি ২০২২পদার্থবিজ্ঞান প্র্যাকটিক্যাল সংক্রান্ত নির্দেশনা:

পদার্থবিজ্ঞানে দুই ঘণ্টার ব্যবহারিক পরীক্ষার পূর্ণমান ২৫। লটারির মাধ্যমে পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষণ বণ্টন করতে হবে। পরীক্ষার্থীকে যেকোনো একটি পরীক্ষণ করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী পরীক্ষণের জন্য সর্বাধিক দুইবার লটারির সুযোগ পাবেন। পরীক্ষায় তত্ত্বে ৩ নম্বর, তথ্য সংগ্রহ, ছক ও প্রয়োজনীয় চিত্রে ৬ নম্বর, হিসেবে ৩ নম্বর, ফলাফলে ১ নম্বর ও সতর্কতায় ২ নম্বর থাকবে। আর ব্যবহারিক নোটবুকে ৫ নম্বর এবং মৌখিক পরীক্ষার নম্বর হবে ৫। এতে পরীক্ষকরা পরীক্ষার্থীর পরীক্ষণের ওপর জ্ঞান যাচাইয়ে প্রাধান্য দেবেন। তবে, পাঠ্যসূচির অন্তর্ভুক্ত যেকোনো প্রশ্ন করা যাবে।


আমাদের সকল আপডেট নিয়মিত পেতে “E-Shikkha” ফেইসবুক পেইজে লাইক দিন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে “শিক্ষা-কেয়ার.কম” ওয়েবসাইটের সাথেই থাকুন।

শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে “ই-শিক্ষা” ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।

error: Content is protected !!