৫ম শ্রেণির পড়াশোনা: বাংলা | স্মরণীয় যারা চিরদিন

৫ম শ্রেণির পড়াশোনা: বাংলা | স্মরণীয় যারা চিরদিন

শব্দার্থ লিখ

শত্রুমুক্ত, তীব্র, অবরুদ্ধ, আত্মদানকারী, সশস্ত্র, নির্বিচার, বরেণ্য, যশস্বী  

উত্তর :
শত্রুমুক্ত — শত্রুর কবল থেকে মুক্ত হওয়া

তীব্র্র — প্রবল

অবরুদ্ধ — যা অবরোধ করে রাখা হয়েছে

আত্মদানকারী — যে প্রাণ দেয়

সশস্ত্র — অস্ত্রসহ

নির্বিচার — বিচার-বিবেচনা  ছাড়া যা

বরেণ্য — মান্য

যশস্বী — বিখ্যাত বা কীর্তিমান

অবধারিত – অনিবার্য, যা হবেই

পাষণ্ড – নির্দয়

মনস্বী – উদারমনা

যুক্তবর্ণ ভেঙে লিখ ও প্রতিটি যুক্তবর্ণ দিয়ে  শব্দ তৈরি কর

দ্ধ, ক্ত, ঙ্গ, ন্ত, ঞ্চ, ষ্ক, জ্ঞ, স্থ, স্ত, স্ম

উত্তর :
দ্ধ (দ্+ ধ) = বুদ্ধিজীবী
ক্ত (ক্ + ত) = শক্তি
ঙ্গ (ঙ্ + গ) = ব্যঙ্গ
ন্ত (ন্ + ত) = অন্তর
ঞ্চ (ঞ্ + চ) = পঞ্চম
ষ্ক (ষ্+ক) = শুষ্ক
জ্ঞ (জ্+ ঞ) = অভিজ্ঞ
স্থ (স্+ থ) = স্থান
স্ত (স্+ ত) = আস্তানা
স্ম (স্+ ম) = স্মরণ।

বিপরীত শব্দ লিখ:

ঘুমন্ত, স্বাধীন, সাধু, লোভী, সরল

উত্তর :
ঘুমন্ত — জাগ্রত
স্বাধীন — পরাধীন
সাধু — অসাধু
লোভী — নির্লোভ
সরল — গরল।

সমার্থক শব্দ লিখ

রাত, পৃথিবী, শিক্ষক, মুক্ত, যুদ্ধ

উত্তর :
রাত — নিশি
পৃথিবী — ধরণি
শিক্ষক — গুরু
মুক্ত — স্বাধীন
যুদ্ধ — লড়াই।

৫ম শ্রেণির পড়াশোনা: বাংলা পোস্টটি ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভূলবেন না।

________________________________________

শিক্ষা বিষয়ক সকল খবর সবার আগে পেতে চোখ রাখুন ShikkhaCare ওয়েবসাইটে।

শিক্ষামূলক ভিডিওগুলো মিস করতে না চাইলে "E Shikkha" ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।

Leave a Comment

error: Content is protected !!