বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন | চাকরির প্রস্তুতি | চাকরির বিজ্ঞপ্তি

সরকারি ও বেসরকারি চাকরি কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে বাংলা ব্যাকরণ নিয়ে এমন অনেক প্রশ্ন আছে যেগুলো প্রায়ই পরীক্ষাতে আসে। এমনই বাংলা ব্যাকরণের ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান নিয়ে আজকের পোস্টটি সাজানো হয়েছে। আশা রাখি পোস্টটি আপনাদের উপকারে আসবে এবং পোস্টটি ভাল লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন।

বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন | চাকরির প্রস্তুতি | চাকরির বিজ্ঞপ্তি
বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন

বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন ও সমাধান যেকোনো পরীক্ষায় কমন পাবেন

ভাষার ক্ষুদ্রতম একক-
উত্তর: ধ্বনি
মাত্রাহীন বর্ণ কয়টি?
উত্তর:- ১০টি
অর্ধমাত্রার বর্ণ কয়টি?
উত্তর: ৮টি
মৌলিক স্বরধ্বনি কয়টি?
উত্তর: ৭টি
যৌগিক স্বরধ্বনি কয়টি?
উত্তর: ২টি (ঐ, ঔ)
হ্রস্বস্বর কয়টি?
উত্তর: ৪টি
দীর্ঘস্বর কয়টি?
উত্তর: ৭টি
ক থেকে ম পর্যন্ত কোন ধ্বনি?
উত্তর: স্পর্শ ধ্বনি
ড় এবং ঢ় ধ্বনি দুটি কী ধ্বনি?
উত্তর: তাড়নজাত
বাংলা ভাষার মৌলিক রুপ কয়টি?
উত্তর: ২টি
 "সাধুভাষা" পরিভাষাটি প্রথম ব্যবহার করেন কে?
উত্তর: রাজা রামমোহন রায়
 কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য?
উত্তর: প্রমিত উচ্চারণ
 ব্যাকরণের প্রধান কাজ-
উত্তর: ভাষার বিশ্লেষণ
 সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
উত্তর: ধ্বনিতত্ত্ব
 সাধুভাষা ও চলিত ভাষার পার্থক্য-
উত্তর: সর্বনাম ও ক্রিয়াপদে
 ব্যাকরণের কোন অংশে "সমাস/কারক" সমন্ধে আলোচনা করা হয়?
উত্তর: রুপতত্ত্বে
 ব্যাকরণের কোন অংশে বাগধারা/বিরামচিহ্ন আলোচনা করা হয়?
উত্তর: বাক্যতত্ত্বে
 পাণিনি কে ছিলেন?
উত্তর: বৈয়াকরণিক
"ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ" কে রচনা করেন?
উত্তর: সুনীতিকুমার চট্টোপাধ্যায়
বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন?
উত্তর: ম্যানুয়েল দ্য আসসুম্পসাঁও
গৌড়ীয় ব্যাকরণ রচনা করেন কে?
উত্তর: রাজা রামমোহন রায়
ক্ষ যুক্তবর্ণ-
উত্তর: ক+ষ
পরের ই-কার ও উ-কার আগে উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে?
উত্তর: অপিনিহিতি
ক্রিয়াপদের মুল অংশকে কী বলে?
উত্তর: ধাতু
দারিদ্র্য = দারিদ্র+য
উপসর্গ শব্দের কোথায় বসে?
উত্তর: আগে
অনুসর্গ শব্দের কোথায় বসে?
উত্তর: পরে
উপসর্গ যোগে গঠিত শব্দ- অনাচার, প্রত্যেক, অভিমুখ, আসন, অপিচ
বাংলা ভাষায় উপসর্গ কতটি?
উত্তর: খাটি বাংলা উপসর্গ-২১, সংস্কৃত উপসর্গ-২০
বিজ্ঞান শব্দে "বি" অর্থ কী?
উত্তর: বিশেষ
কিছু স্ত্রীবাচক শব্দ- বীর (বীরঙ্গনা), দেবর (ননদ), বিপত্নীক (বিধবা)
কিছু উভয় লিঙ্গের শব্দ: গরু রাষ্ট্রপতি, আমি
নিত্য স্ত্রীবাচক শব্দ- সতীন, সৎমা, অর্ধাঙ্গিনী
নাটিকা" কোন অর্থে স্ত্রীবাচক?
উত্তর: ক্ষুদ্রার্থে
শ্বশ্র অর্থ কী?
উত্তর: শাশুড়ী
লিঙ্গান্তর হয় না- কবিরাজ, কেরানি, যোদ্ধা, অকৃতদার
ডালে ডালে কুসুম ভার- এখানে "ভার" অর্থ-
উত্তর: সমূহ
সাহেব এর বহুবচন-
উত্তর: সাহেবান
বিরাম চিহ্ন কয়টি?
উত্তর: ১১টি (দশম শ্রেণীর পাঠ্যবইয়ে ১২টি)
কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?
উত্তর: অব্যয়
পাশাপাশি দুটি বর্ণের মিলনকে কী বলে?
উত্তর: সন্ধি
 সমাস শব্দের অর্থ-
উত্তর: সংক্ষেপণ
 যে পদে সমাস হয়, তাকে কী বলে?
উত্তর: সমস্যমান পদ
 সমাসের রীতি এসেছে কোন ভাষা থেকে?
উত্তর: সংস্কৃত
 সমাস কত প্রকার?
উত্তর: ৬
 যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না, তাকে কী বলে?
উত্তর: অলুক সমাস
 আমাকে যেতে হবে- "আমাকে" কোন কারক?
উত্তর: কর্তৃকারকে ২য়া বিভক্তি
 দশে মিলে করি কাজ- "দশে”-
উত্তর: কর্তায় ৭মী
 ডাক্তার ডাক- "ডাক্তার"-
উত্তর: কর্মে শুন্য
 গাড়ী স্টেশন ছাড়ল-
উত্তর: অপাদানে শুন্য
 শব্দের ক্ষুদ্রতম একক-
উত্তর: ধ্বনি
 মৌলিক শব্দ-
উত্তর: গোলাপ
 রূঢ়ি শব্দ- হস্তী, সন্দেশ, তৈল, বাঁশী, গবেষণা
 যোগরূঢ় শব্দ- জলদ, পঙ্কজ, রাজপুত
 শব্দার্থ অনুসারে শব্দ কয় ভাগে বিভক্ত?
উত্তর: ৩ ভাগে
 ব্যুৎপত্তিগত দিক থেকে শব্দ কত প্রকার?
উত্তর: ৫ প্রকার
 "ব্যাকরণ" শব্দটি এসেছে-
উত্তর: সংস্কৃত শব্দ থেকে
 গিন্নী কী শব্দ?
উত্তর: অর্ধ-তৎসম
 রিকসা-
উত্তর: জাপানি শব্দ
 হরতাল- গুজরাটি শব্দ
চা, চিনি- চায়না শন্দ
 দাম- গ্রীক শব্দ
 চৌ-হদ্দি = ফারসি+আরবী
 হেড-মৌলভী= ইংরেজি+ফারসি
 আকাশের প্রতিশব্দ = দ্যুলোক, অন্তরীক্ষ, অম্বর
 নন্দিনী অর্থ- তনয়া
 পরভূত অর্থ- কোকিল
 পরভৃৎ অর্থ- কাক
 কপোল অর্থ- গাল
 শশাঙ্ক অর্থ- চাঁদ, সুধাংশু
 পুষ্প এর সমার্থক শব্দ- প্রসূন, কুসুম
 সূর্য এর প্রতিশব্দ- আদিত্য, ভানু, আফতাব, মিহির, বিভাবসু
 সমুদ্র এর প্রতিশব্দ- পাথার, অর্ণব, উদধি
 অপলাপ অর্থ- অস্বীকার
 শিষ্টাচার অর্থ- সদাচার
 উপরোধ অর্থ- অনুরোধ
 মুখ তোলা বিশিষ্ট অর্থ- ভাগ্য প্রসন্ন হওয়া
 মাথা খাটিয়ে কাজ করবে - "মাথা" অর্থ-
উত্তর: বুদ্ধি
 বৃষ্টি পড়ে টাপুর টুপুর- এখানে টাপুর টুপুর
উত্তর: ধ্বন্যাত্বক দ্বিরুক্ত শব্দ
  পরিভাষিক অর্থ:
Superstition = কুসংস্কার
Aboriginal = আদিবাসী
Allegory = রুপক
 সুন্দরের নিজস্ব একটি আকর্ষণ শক্তি আছে। এখানে "সুন্দর" কোন পদ?
উত্তর: বিশেষ্যপদ
ইচ্ছা এর বিশেষণ - ঐচ্ছিক
 না কোন জাতীয় শব্দ- অব্যয়
কী বিপদ! এখানে 'কী' অর্থ-
উত্তর: বিরক্তি
মা শিশুকে খাওয়াচ্ছেন, এখানে 'শিশু'-
উত্তর: প্রযোজক কর্তা
বাক্যের ক্ষুদ্রতম একক কী?
উত্তর: শব্দ
 বাংলা ছন্দ কত রকমের?
উত্তর: ৩ রকমের
বাক্যের ৩টি গুণ কী কী?
উত্তর: আকাঙ্ক্ষা, যোগ্যতা ও আসত্তি
গঠন অনুসারে বাক্য কত প্রকার?
উত্তর: ৩ প্রকার
তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি-
উত্তর: সরল বাক্য
শুদ্ধবাক্য: দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
বিদ্বান ব্যক্তিরা দারিদ্র্যের শিকার হন
 বাগধারা-
একাদশে বৃহস্পতি = সৌভাগ্যের বিষয়
ভূমুণ্ডির কাক = দীর্ঘায়ু ব্যক্তি
গৌরচন্দ্রিকা = ভূমিকা
গোঁফ খেজুরে = নিতান্ত অলস
অগস্ত যাত্রা = শেষ বিদায়
অর্ধচন্দ্র = গলাধাক্কা
আক্কেল সেলামি = নিবুদ্ধিতার দন্ড
আটকপালে = হতভাগ্য
আকাশ কুসুম = অলীক ভাবনা
ঊনপাঁজুরে = হতভাগ্য
ঠোঁটকাটা = স্পষ্টভাষী
চাঁদের হাট = প্রিয়জনদের সমাগম
শকুনি মামা = কুচক্রী লোক
সাক্ষৌ গোপাল = নিষ্ক্রিয় দর্শক
শিরে সংক্রান্তি = আসন্ন বিপদ
হাত ভারি = কৃপণ
ঢাকের কাঠি = তোষামুদে
দুধের মাছি = সুসময়ের বন্ধু
তামার বিষ = অর্থের কু-প্রভাব
নিরানব্বয়ের ধাক্কা = সঞ্চয়ের প্রবৃত্তি
রাবণের চিতা = চির অশান্তি
বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে - উক্তিটির তাৎপর্য?
উত্তর: জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
বাক্য সংকোচন:
যা চিরস্থায়ী নয়/নষ্ট হওয়া স্বভাব যার = নশ্বর
অক্ষীর সমীপে = প্রত্যক্ষ
যা কষ্টে নিবারণ করা যায় = দুর্নিবার
যা চেটে খেতে হয় = লেহা
দিন ও রাতের সন্ধিক্ষণ = গোধূলি
দুই হাত সমানে চলে যার = সব্যসাচী
যা পূর্বে ছিল, এখন নেই = ভূতপূর্ব
যে স্ত্রী লোক প্রিয় কথা বলে = প্রিয়ংবদা
যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না = বনস্পতি
যা বলা হয় নি = অনুক্ত
যা দীপ্তি পাচ্ছে = দীপ্তিমান
যার কর্মে ক্লান্তি নাই = অক্লান্তকর্মী
যে ভবিষ্যত না ভেবেই কাজ করে = অবিমৃষ্যকারী
যে ভূমিতে ফসল জন্মে না = ঊষর
 শুদ্ধ বানান:
নিশীথিনী, নিপীড়িত, অধ্যবসায়, অনসূয়া, অদ্যাপি, অমাবস্যা, স্বায়ত্বশাসন, বাল্মীকি, পিপীলিকা, আদ্যক্ষর, অধোগতি, উন্মীলন, একান্নবর্তী, ভাগীরথী, মরীচিকা, ঐন্দ্রজালিক, গীতাঞ্জলি, আকাঙ্ক্ষা, দধীচি, দ্বন্ধ, মুহুর্মুহু, মুমূর্ষু, শিরচ্ছেদ, শারীরিক, সমীচীন, সৌজন্য, স্বান্তনা
মুক্তি = √মুচ+ক্তি
দৃশ+অনীয় দর্শনীয়
দোলনা = √দুল+না
শ্রবণ = শ্রু+অন
মিশুক = মিশ+উক
মাধ্যমিক = মধ্যম+ষ্ণিক
মশারি = মশা+আরি
সাহচর্য = সহচর+য
কিছু সন্ধি বিচ্ছেদ-
ষট+ঋতু = ষড়ঋতু
সম+বাদ = সংবাদ
রত্ন+আকর = রত্নাকর
পরি+ঈক্ষা = পরীক্ষা
রবি+ইন্দ্র = রবীন্দ্র
যদি+অপি = যদ্যপি
পরি+আলোচনা = পর্যালোচনা
সু+আগত = স্বাগত
গো+এষণা = গবেষণা
জন+এক = জনৈক
ক্ষুধা-ঋত = ক্ষুধার্ত
নৌ+ইক = নাবিক
পদ+হতি = পদ্ধতি
বৃষ+তি = বৃষ্টি
ততঃ + ধিক = ততোধিক
লো+অন = লবণ
গৈ+য়ক = গায়ক
বাক+আড়ম্বর = বাগাড়ম্বর
উৎ+শ্বাস = উচ্ছ্বাস
তপঃ+বন = তপোবন
দুঃ+যোগ = দুর্যোগ
দিব+লোক = দ্যুলোক
বন+পতি = বনস্পতি
অহ+অহ = অহরহ
সম+বিধান = সংবিধান
নির+আময় = নিরাময়

 সমাস নির্ণয় করুন:

দম্পতি (দ্বন্ধ),
কঁচা-মিঠা (কর্মধারয়)
সিংহাসন (মধ্যপদলোপী কর্মধারয়)
চাঁদ (উপমেয়)
শতাব্দী (দিগু)
লাঠালাঠি (ব্যতিহার বহুব্রীহি)
ছায়াশীতল (তৎপুরুষ)
উপকূল (অব্যয়ীভাব)
 কিছু বিপরীত শব্দ-
ক্ষীয়মান = বর্ধমান
গৃহী = সন্যাসী
অর্বাচীন = প্রাচীন
অলীক = বাস্তব
অনুগ্রহ = নিগ্রহ
আকষ্কিক = চিরন্তন
আরোহরণ = অবরোহণ
ঊষর = ঊর্বর
ঋজু = বক্ত, বঙ্কিম
কুটিল = সরল
জঙ্গম = স্থাবর
সৌম্য = উগ্র
মনীষা = নির্বোধ
বিদিত = অজ্ঞাত
তিমির = আলো
ভূত = ভবিষ্যত
সংশয় = প্রত্যয়
_______________________________________________

১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান, ১০০টি প্রশ্ন, Govt Job Circular, job circular, Job Preparation, এনটিআরসিএ, এনটিআরসিএ প্রস্তুতি, গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন, চলমান চাকরির খবর, চলমান চাকরির বিজ্ঞপ্তি, চাকরির খবর, চাকরির প্রস্তুতি, চাকরির সংবাদ, বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণের ১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান, বাংলা ব্যাকরণের ১০০টি প্রশ্ন, বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন, বিসিএস, বিসিএস প্রস্তুতি

_______________________________________________

চাকরির প্রস্তুতি বিষয়ক সকল খবর সবার আগে পেতে চোখ রাখুন ShikkhaCare ওয়েবসাইটে। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই "E Shikkha" ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করুন।

Leave a Comment

error: Content is protected !!