চাকরি প্রত্যাশী বন্ধুরা, BCS পরীক্ষার প্রস্তুতির জন্য কিংবা যেকোন প্রতিযোগীমূলক পরীক্ষার জন্য সাধারন জ্ঞান ২০২২ এবং বাংলাদেশ বিষয়াবলী বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। আজকে আমরা পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান A to Z (গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্ন) নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যেগুলো অধ্যয়ন করার ফলে আপনি সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর এবং General Knowledge Questions and Answers এ আর দক্ষ হয়ে উঠবেন; বিভিন্ন চাকরির সাধারন জ্ঞান পরীক্ষায় ভালো ফলাফল করবেন আশা করছি। নিচের পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন আশা রাখি এখান থেকে পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ১০০% কমন পড়বে।
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান A to Z (গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্ন)
১. পদ্মা সেতু প্রকল্পের নাম কী?
উত্তর: পদ্মা বহুমুখী সেতু প্রকল্প ।
২. পদ্মা সেতু প্রকল্পের পরিচালক কে?
উত্তর: মোঃ শফিকুল ইসলাম।
৩. পদ্মা সেতুর লিড ডিজাইনার কে ছিলেন?
উত্তর: ব্রিটিশ নাগরিক রবিন শ্যাম।
৪. কোন প্রতিষ্ঠান পদ্মা সেতুর নকশা করেছিল?
উত্তর: যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এইকম (AECOM)।
৫. পদ্মা সেতুর আয়ুষ্কাল কত?
উত্তর: ১০০ বছর।
৬. পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়েছে কবে?
উত্তর: ৭ ডিসেম্বর, ২০১৪ ইং।
৭. পদ্মা সেতু কবে উদ্বোধন করা হয়?
উত্তর: ২৫ জুন ২০২২ সালে
৮. পদ্মা সেতু কে উদ্বোধন করেন?
উত্তর: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন।
৯. বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে ঋণের চুক্তি বাতিল করে-
উত্তর: ৩০ জুন ২০১২ ইং।
(২৮ এপ্রিল ২০১১ ইং ঋণের চুক্তি হয় (১২০ কোটি ডলারের)।
১০. পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর: চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লি:
১১. কাউই (COWI) কী?
উত্তর: ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান।
১২. পদ্মা সেতু রক্ষণাবেক্ষেণের দায়িত্ব কার?
উত্তর: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
১৩. বাংলাদেশের দীর্ঘতম সেতুর নাম কী?
উত্তর: পদ্মা সেতু। (পূর্ব ছিল- যমুনা সেতু)
১৪. বাংলাদেশের দীর্ঘতম রেল সেতুর নাম কী?
উত্তর: হার্ডিঞ্জ ব্রিজ।
১৫. বিশ্বের বৃহত্তম সড়ক সেতুর তালিকায় পদ্মা সেতু কততম?
উত্তর: ২৫ তম।
(এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম; এশিয়ায় প্রথম চীনের হংজুং বে সেতু ৩৫ কি.মি)
১৬. দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতুর মধ্যে পদ্মা সেতুর অবস্থান কত?
উত্তর: প্রথম।
১৭. পদ্মাসেতু বিশ্বের কততম সেতু?
উত্তর: ১২২তম।
১৮. কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত বিশ্বের প্রথম সেতুর নাম কী?
উত্তর: পদ্মা সেতু।
১৯. বিশ্বের গভীরতম পাইলের সেতুর নাম কী?
উত্তর: পদ্মা সেতু
২০. পদ্মা সেতুর বাজেট কত?
উত্তর: ৩০ হাজার ১৯৩ কোটি টাকা
পদ্মা সেতু A to Z
২১. পদ্মা সেতু নির্মাণে কোন দেশ অর্থায়ন করেছে?
উত্তর: বাংলাদেশ সরকার
২২. বিশ্বের দ্বিতীয় খরস্রোতা নদীর নাম কী?
উত্তর: পদ্মা নদী (প্রথম-ব্রাজিলের অ্যামাজন)।
২৩. পদ্মা সেতুর প্রকল্প ব্যয় কত?
উত্তর: ৩০ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা
২৪. পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় কত?
উত্তর: ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।
২৫. পদ্মা সেতুতে সড়ক পথ কত লেনের?
উত্তর: ৪ লেন।
২৬. পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?
উত্তর: প্রায় ৪ হাজার।
২৭. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: ৬.১৫ কিমি বা ২০,২০০ ফুট।
২৮. পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তর: ১৮.১০ মিটার বা ৫৯.৪ ফুট
২৯. পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?
উত্তর: দুই প্রান্তে মোট ১৪ কিলোমিটার।
৩০. পদ্মা সেতু প্রকল্পে কত কিলোমিটার নদীশাসন হয়েছে ?
উত্তর: দুই পাড়ে ১২ কিলোমিটার।
৩১. পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোন অংশে?
উত্তর: নিচ তলায়।
৩২. পদ্মা সেতু ঢাকার সাথে কতটি জেলাকে সংযোগ সংযুক্ত করবে?
উত্তর: দক্ষিণাঞ্চলের ২১ টি জেলা।
৩৩. পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?
উত্তর: ৩.১৮ কিলোমিটার।
৩৪. পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?
উত্তর: ৮১ টি।
৩৫. পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?
উত্তর: ৬০ ফুট।
৩৬. পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?
উত্তর: ৩৮৩ ফুট।
৩৭. প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?
উত্তর: ৬ টি।
৩৮. পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?
উত্তর: ২৮৬ টি।
৩৯. পদ্মা সেতুতে কী কী সুবিধা থাকবে?
উত্তর: গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার।
৪০. পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?
উত্তর: ৪২ টি।
পদ্মা সেতু সাধারণ জ্ঞান ৫০টি প্রশ্ন
৪১. একটি পিলার থেকে অন্য একটি পিলারের দূরত্ব কত?
অথবা, প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য কত?
উত্তর: ১৫০ মিটার।
৪২. পদ্মা সেতুর মোট স্প্যান সংখ্যা কতটি?
উত্তর: ৪১ টি।
৪৩. পদ্মা সেতুতে প্রথম স্প্যান বসানো হয় কবে?
উত্তর: ৩০ সেপ্টেম্বর ২০১৭ সালে।
৪৪. পদ্মা সেতুর কত নং পিলারে প্রথম স্প্যান বসানো হয়?
উত্তর: শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৭ ও ৩৮ নং পিলারে।
৪৫. পদ্মা সেতুতে সর্বশেষ স্প্যান বসানো হয় কবে?
উত্তর: ২০২০ সালের ১০ ডিসেম্বর।
৪৬. পদ্মা সেতুর কত নং পিলারে প্রথম স্প্যান বসানো হয়?
উত্তর: শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৭ ও ৩৮ নং পিলারে।
৪৭. কত তারিখে এবং কত নং পিলারে পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানো হয়?
উত্তর: ১২ ও ১৩ নং পিলারে।
৪৮. পদ্মা সেতুর জন্য প্রয়োজনীয় এবং অধিগ্রহণকৃত মোট জমির পরিমাণ কত?
উত্তর: প্রায় ৯১৮ হেক্টর।
৪৯. পদ্মা সেতু নিচ দিয়ে নৌ-যান চলাচলের জন্য কতটুকু ফাঁকা রাখা হয়েছে?
উত্তর: ১৮ মিটার (৬০ ফুট)।
৫০. পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজে কোন ক্রেন ব্যবহার করা হয়েছে?
উত্তর: তিয়ান-ই।
৫১. পদ্মা সেতুর ভূমিকম্প সহনীয় মাত্রা কত?
উত্তর: রিখটার স্কেলে ৯।
৫২. পদ্মা সেতুর প্রতিটি স্প্যানের ওজন কত?
উত্তর: ৩,১৪০ টন।
৫৩. পদ্মা সেতুর অবস্থান কয়টি জেলা নিয়ে?
উত্তর: ৩ টি জেলার ওপর মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর (শিবচর)।
৫৪. পদ্মা সেতুর দুই প্রান্তে সংযোগস্থল-
উত্তর: মাওয়া (মুন্সীগঞ্জ) ও জাজিরা (শরীয়তপুর)।
৫৫. পদ্মা সেতুর যানবাহন সক্ষমতা কত?
উত্তর: দৈনিক ৭৫,০০০ যানবাহন।
৫৬. পদ্মা সেতুর আকৃতি ইংরেজি কোন অক্ষরের মত?
উত্তর: S অক্ষর।
৫৭. প্রধানমন্ত্রী কত টাকা টোল দিয়ে পদ্মা সেতুতে উঠেছিলেন?
উত্তর: ২০০০ টাকা।
৫৮. পদ্মা সেতুর কারণে প্রতিবছরে দেশের জিডিপির হার বাড়বে-
উত্তর: ১.২৩%।
৫৯. পদ্মা সেতুর কারণে প্রতিবছরে দেশে দারিদ্র্য বিমোচনের হার বাড়বে-
উত্তর: ০.৮৪%।
____________________________________________
চাকরির প্রস্তুতি বিষয়ক সকল খবর সবার আগে পেতে চোখ রাখুন ShikkhaCare ওয়েবসাইটে। ভিডিও মিস করতে না চাইলে এখনই "E Shikkha" ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করুন।